কবি আল মাহমুদকে নিবেদিত

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৭ জানুয়ারি, ২০১৬, ০২:১৯:৫৯ দুপুর



যদি আল মাহমুদ নাম না হয়ে হইতো অন্যকিছু

যথিন্দ্রনাথ হইলে সাংবাদিকরা ছুটতো তোমার পিছু।

-

মানতে যদি যাকে তাকে তোমার জাতির পিতা

পাইতে খাতির শিওরে তোমার গাইত যশের গীতা।

-

লিখতে যদি ব্যঙ্গ করে ধর্ম কর্ম নিয়ে

লুটোপুটি খাইতো সবাই তোমার পায়ে গিয়ে।

-

পড়তে যদি রাম রামায়ন ছেড়ে আল কুরআন

পত্রিকারই পাতা জুড়ে হইতে শিরোনাম।

-

গাইতে যদি বন্দনা সব তোমার কবিতা গানে

নেতা নেত্রী ছুটতো এখন হসপিটালের পানে।

-

ভয় করনা হে মহান কবি এসবে যায় কি আসে

ধন্য তুমি কর্মে তোমার এক আল্লাহ পাশে।

বিষয়: সাহিত্য

১২২৩ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357789
২৭ জানুয়ারি ২০১৬ বিকাল ০৪:১২
লগি বইঠা লিখেছেন : ভালো লাগলো। ধন্যবাদ।
১০০% সত্য কথা।
০১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৪:০০
297126
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
357800
২৭ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৩০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : কবি ফররুখের ভাগ্য বরণ করতে যাচ্ছে? ভাল লাগলো। আশাকরি আরো লিখবেন, ধন্যবাদ।
০১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৪:০০
297127
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ।
357811
২৭ জানুয়ারি ২০১৬ রাত ০৮:১২
শেখের পোলা লিখেছেন : ছন্দের বাঁধনে অনুভুতির প্রকাশ৷ চমৎকার হয়েছে৷ধন্যবাদ৷
০১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৪:০১
297128
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ জনাব।
357852
২৮ জানুয়ারি ২০১৬ রাত ১২:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কবি থাকবেন কবিতায় বন্দনায় নয়।
ভালো লাগলো অনেক ধন্যবাদ
০১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৪:০১
297129
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ আপনাকেও।
357854
২৮ জানুয়ারি ২০১৬ রাত ০১:১০
রফিক ফয়েজী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৪:০২
297130
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
357867
২৮ জানুয়ারি ২০১৬ রাত ০২:৫৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভারতীয় উপমহাদেশের মুসলিমদের নাম্বার ওয়ান দুশমন হচ্ছে মহাত্ত্বা গান্ধী তারপর বঙ্কিমচন্দ্র তারপর রবিন্দ্রনাথ। অথচ মুনাফিক মুসলিমেরা আজ তাদের দুশমনদের চিনেও চিনলোনা। আফসোস
০১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৪:০২
297131
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্য।
358045
৩০ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৩১
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো ভালো লাগলো ভালো লাগলো অনেক ধন্যবাদ
০১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৪:০৩
297132
প্যারিস থেকে আমি লিখেছেন : খুশি হলাম। ধন্যবাদ।
358276
০২ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৩০
হতভাগা লিখেছেন : আল মাহমুদকে নিয়ে লিখলেন যে বড় ? আপনার তো মাইকেলকে নিয়ে লিখার কথা, সনেট না কি বলে ?
০৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৩:৪১
297306
প্যারিস থেকে আমি লিখেছেন : ভবিষ্যতের জন্য রেখেদিলাম।
359606
১৫ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৫১
মামুন আব্দুল্লাহ লিখেছেন : সত্যের জয় হোক !
১৬ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:৪০
298196
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ।
১০
360089
২১ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:৪১
কাব্যগাথা লিখেছেন : ভালো লাগলো | অনেক ধন্যবাদ |
২১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:০১
298472
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
১১
364327
০১ এপ্রিল ২০১৬ সকাল ১১:৪৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : ফাইন হইছে কবিতাখানি।
আল মাহমুদের আগের লেখাগুলো, মাগগো মা কি সাংঘাতিক ছিল। আল্লাহ্ হেদায়েত করেছেন।আলহামদুলিল্লাহ্
০১ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৩২
302172
প্যারিস থেকে আমি লিখেছেন : Love Struck Love Struck Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File