***** জিন-পরীদের রাজ্যে (গ) *****

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৫ অক্টোবর, ২০১৫, ০৯:০৫:২২ রাত



একদিন মা আমার অনেকগুলো কাপড় ধুতে পুকুর ঘাটে নিয়ে গেলেন। এই সুযোগে একটা জ্বিন আমার কাছে এসে হাজির। সে আমার সাথে খেলবে। খেলা শুরু হলো। আমি আমার হাত পা ছুড়ছি, হাসছি। খেলতে খেলতে এক সময় জিনটা আমার সিথানের কাছে থাকা জ্বালানো ধুপ থেকে কাঠের জ্বলন্ত কয়লা আমার হাতে তুলে দিলো। কয়লার তাপে আমার হাতের সামান্য অংশ পুড়ে গিয়ে ফুসকা উঠে গেলো। (আমার হাতে এখনো আগুনে পুড়ার চিহ্ন রয়েছে।) আমি সকল সকল শক্তি দিয়ে কেঁদে উঠলাম। কান্নার আওয়াজ শুনে পুকুর ঘাটে সব কাপড় রেখে মা দৌড়ে এলেন। দেখলেন, কয়লার টুকরা আমার পাশেই পড়ে আছে আর আমার হাতের কিছু অংশে ফুসকা উঠে গেছে। সাথে সাথে মলম লাগিয়ে দিলেন। কিছুক্ষণ পর আমার কান্না থামলে আমাকে নানুর কুলে দিয়ে মা আবার পুকুর ঘাটে ফেলে আসা কাপড় ধুতে গেলেন। দেখেন, সব কাপড় ধুয়া। কে যেন কাপড়গুলো ধুয়ে পুকুর পারে বাঁশের বেড়ায় শুকাতে দিয়েছে। ধন্যবাদ দেয়ার জন্য অনেক খুজ করেও মা জানতে পারলেন না কে এমন কাজ করেছে। ফিরে এসে মা আমার সিথানের কাছে থাকা আগুনের ধুপ সরিয়ে নিলেন। পরবর্তীতে আমার মায়ের যখন আরো সন্তানাধী হয়েছে তিনি আর আগুনের ধুপ রাখেন নি।

চল্লিশ দিন পুরো হবার পর মা আমাকে নিয়ে চলে এলেন আমার পিতৃলয়ে। জিনেরা আমাকে খুজে পেলোনা। কিছুদিন পর আমাকে নিয়ে মা তার বাপের বাড়ি বেড়াতে যান। আমাকে পেয়ে জিনেরা মহা খুশি। আমি সবেমাত্র হামাগুড়ি দিয়ে চলতে শিখেছি। একদিন দেখি আমার মা বাড়ির রাস্তা দিয়ে হেটে যাচ্ছেন। আমি ঘরের বারান্দা থেকে হামাগুড়ি দিয়ে তার পিছু নেই। তিনি বারবার পেছন ফেরে তাকিয়ে আমাকে হাতের ইশারায় ডাকলেও তিনি দাড়াচ্ছেন না এবং আমাকে কুলে নিচ্ছেন না। আমিও কিন্তু তার পিছু চাড়ছিনা। কিছুদুর যাওয়ার পর পেছন থেকে আমার মা দৌড়ে এসে আমাকে কুলে তুলে নিয়ে বুকের সাথে চেপে ধরে জানতে চান, বাপু কোথায় যাচ্ছ। আমিতো কিছুই বুঝি না। সামনে তাকিয়ে দেখি কেও নেই। ভাবলাম, মা এসে আমাকে কুলে তুলে নিয়েছেন, সামনে কে থাকবে।

আবার আমি মায়ের সাথে আমার পিতৃলয়ে চলে আসি। এবার কিন্তু দু'টি জিন আমাদের সাথে চলে আসে। আমাদের বাড়ির একটা শেওড়া গাছে ওরা বাসা বাধে। কিছুদিন থেকে ওরা আবার ফিরে যায় ওদের পুরনো বাসস্তানে। অধিক আলোতে তারা বাসা করে থাকতে পারে না। অন্ধকার, ঝুপঝাড় তাদের জন্য নিরাপদ। তাই তারা বাধ্য হয়ে ফিরে যায়। অনেক দিন পর, মানে ততদিনে আমিও অনেক বড় হয়ে গিয়েছি। আমি এখন একা একা অনেক দুরে অর্থাৎ রাজধানী শহর ঢাকায়ও যাওয়া আসা করতে পারি। একদিন ঢাকা থেকে বাড়ি ফিরছি। ঢাকায় থাকতে জানতে পেরেছিলাম, মা নানুর বাড়িতে গিয়েছেন। তাই আমিও বাড়ি না গিয়ে মায়ের কাছে যাবার মনস্ত করি।

(ঘ) এখনো পুরোপুরি শীত না পড়লেও সন্ধার পর শীত শীত লাগে। এমন দিনে গ্রামের লোকজন একটু আগ বাড়িয়ে ঘরে ফিরে থাকে। ঢাকা থেকে আসা বাসটি আমার বাড়ির সামনেই যাত্রী উঠা নামা করে । আর নানুর বাড়ি যেতে হলে আমার বাড়িতে আসার প্রায় আট কিলোমিটার পূর্বে বাসথেকে নামতে হয়। বাস থেকে নেমে আরো প্রায় আড়াই কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হয়। চলবে......।

বিষয়: সাহিত্য

৩২৩৩ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345831
১৫ অক্টোবর ২০১৫ রাত ০৯:২৯
আওণ রাহ'বার লিখেছেন : বাহ্ সেতো দারুণ শুরু করলেন!
জাজাকাল্লাহ...
চলছেতো চলবেই.....Happy
১৬ অক্টোবর ২০১৫ রাত ০৪:১৯
286998
প্যারিস থেকে আমি লিখেছেন :
চলছে চলবে
আমাদের লেখালেখি।
ধৈন্যাপাতা।
345839
১৫ অক্টোবর ২০১৫ রাত ১০:০৬
আফরা লিখেছেন : আমার ধারনা আপনি হাত পা ছুড়াছুড়ি করে খেলছিলেন কোন ভাবে আগুনে লেগে গিয়েছে -- তবে সত্য আর গল্প যাই হুক ভাল লাগছে ।

ধন্যবাদ ভাইয়া ।
১৬ অক্টোবর ২০১৫ রাত ০৪:২২
286999
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনাদের মন্তব্য পড়ে মনে হচ্ছে আমি কোন গল্প লিখছি না,লিখছি আমার জীবনি।
তাহলে বলা যায় গল্পটা স্বার্থক ।
ধন্যবাদ।
345855
১৫ অক্টোবর ২০১৫ রাত ১১:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জ্বিনরা এত বেশি ক্ষমতাশালি নয়।
১৬ অক্টোবর ২০১৫ রাত ০৪:২৬
287002
প্যারিস থেকে আমি লিখেছেন : কে বলেছে । জিনরা অনেক শক্তিশালী।
ধন্যবাদ।
345859
১৬ অক্টোবর ২০১৫ রাত ০২:১৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জিনে আমনেরে প্যারিস নিয়ে গেছে কিনা পড়ার অপেক্ষায় আছি
১৬ অক্টোবর ২০১৫ রাত ০৪:২৪
287001
প্যারিস থেকে আমি লিখেছেন : এখন পর্যন্ত কি পড়লেন জনাব ?
345862
১৬ অক্টোবর ২০১৫ রাত ০৩:০৯
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম।
জ্বিনদের কিছু ক্ষমতা অবশ্যই আছে এটা বিশ্বাস করতে হবে। কিন্তু আপনি এতো কিছু মনে রাখলেন কিভাবে?
১৬ অক্টোবর ২০১৫ রাত ০৪:২৩
287000
প্যারিস থেকে আমি লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম।মুহতারামা আপনাদের মন্তব্য পড়ে মনে হচ্ছে আমি কোন গল্প লিখছি না,লিখছি আমার জীবনি।
তাহলে বলা যায় গল্পটা স্বার্থক ।
ধন্যবাদ।
345870
১৬ অক্টোবর ২০১৫ সকাল ০৭:০৫
হতভাগা লিখেছেন : ধুপ কি দিন-রাত ২৪ ঘন্টা জ্বালানো থাকে ?

আপনি মনে হয় সোলাইমান (আঃ) এর বংশধর
১৮ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:০৩
287269
প্যারিস থেকে আমি লিখেছেন : জ্বি ভাইজান, এরকমইতো দেখি সব বাড়িতে।
345877
১৬ অক্টোবর ২০১৫ সকাল ০৭:৫১
ফরিদুল ইসলাম তুষার লিখেছেন : এবার চলবে গাড়ি নানার বাড়ি....... সুন্দর হয়েছে
১৮ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:০৩
287270
প্যারিস থেকে আমি লিখেছেন : না ভাই পদভ্রজে নানার বাড়ি।
ধন্যবাদ।
345882
১৬ অক্টোবর ২০১৫ সকাল ১০:১৯
মুন্সী কুতুবুদ্দীন লিখেছেন : চমত্‍কার গল্প
১৮ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:০৪
287271
প্যারিস থেকে আমি লিখেছেন : অনেক ধন্যবাদ।
345890
১৬ অক্টোবর ২০১৫ দুপুর ১২:০৮
দ্য স্লেভ লিখেছেন : সুরা সাবায় হযরত সুলাইমান(আঃ)এর ঘটনা বর্ণনা করা হয়েছে। সেখানে শক্তিশালী জিনের বিষয়টি এসেছে যে সেবার রানী বিলকিসের সিংহাসন চোখের পলতে তুলে এনেছিলো। জিনরা অনেক রকমের । দূর্বল,শক্তিশালী,নারী,পুরুষ,ভালো মন্দ সব রকমই আছে।

যেহেতু আপনি আপনার ৪০ দিন বয়স থেকে আরও বড় সময়ের উপলব্ধী তুলে ধরেছেন,তাই বলা যায় এটা গল্প। সত্য নয়। তবে অনেক ঘটনা শুনেছি যা এরকমই। কারো ক্ষেত্রে এরকম সত্য হলেও হতে পারে।
১৮ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:০৫
287272
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাই এটা একটা গল্প। তবে অনেক গল্প সত্যও হয়। এটা সত্য মিথ্যা মিলিয়ে।
১০
346009
১৭ অক্টোবর ২০১৫ দুপুর ০২:০৩
আবু জান্নাত লিখেছেন : অল্প অল্প গল্প গল্প গপ্প গপ্প.
দারুন কল্পনা শক্তি। ধন্যবাদ
১৮ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:০৬
287273
প্যারিস থেকে আমি লিখেছেন : আল্লাহতায়ালার দান।
ধন্যবাদ।
১১
346580
২০ অক্টোবর ২০১৫ রাত ০৯:৩১
মোহাম্মদ লোকমান লিখেছেন : চলুক..।
২১ অক্টোবর ২০১৫ রাত ০৩:৪৩
287713
প্যারিস থেকে আমি লিখেছেন : চলছে। তবে আর বেশিদুর নয়।
ধন্যবাদ
১২
346667
২১ অক্টোবর ২০১৫ দুপুর ০২:০৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আপনার গল্পটা ভাল লেগেছে....চলতে থাকুক
২১ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
287854
প্যারিস থেকে আমি লিখেছেন : অনেক ধন্যবাদ।
১৩
346848
২২ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:৪৩
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভালো লাগলো, চলুক......
২১ নভেম্বর ২০১৫ রাত ০৪:২৪
291013
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ।
১৪
350553
২০ নভেম্বর ২০১৫ রাত ০৮:১৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : প্যারিস থেকে আমি :ভাই এটা একটা গল্প। তবে অনেক গল্প সত্যও হয়। এটা সত্য মিথ্যা মিলিয়ে।
-মিথ্যা গল্প শুনিয়ে মিথ্যাবদিী হতে চান কেন?

২১ নভেম্বর ২০১৫ রাত ০৪:২৫
291014
প্যারিস থেকে আমি লিখেছেন : গল্প কি সবগুলোই সত্য হয় ?
ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File