আবার তোরা ফিরে আয়
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২২ আগস্ট, ২০১৫, ০২:০৪:২১ দুপুর

ঢাকার রেসকোর্স ময়দান আজো আছে
আজো আছে জনতার উত্থাল তরংগ ঢেউ
এক বজ্রকন্ঠের অপেক্ষায় সারা বাংলা
শুধু তুমি নেই হে মহান নেতা মহিয়ান
শেখ মুজিবুর রহমান।
-
আজো লক্ষকোটি জনতা কান পাতে
রেডিও ট্রানজেকশনে আনমনে
বিপন্ন বাংলার অলিতে গলিতে পড়ে থাকা লাশ
অস্ত্রের ঝনঝনানী, হায়েনার উল্লাশ।
খবর শুনে
শুনেনা শুধু চট্টলার বেতার থেকে স্বাধীনতার আহবান
শহীদ জিয়াউর রহমান।
-
কবি আছেন,কবিতা আছে
গল্প উপন্যাসে বাংলা ভাসে
সাহিত্য সভা সেমিনারে চোখে পড়ে
উপছে পড়া মানুষের ঢল
তবু জাগেনা কোন প্রাণ
তুমি নেই ক্বাজি নজরুল
নেই তোমার বিদ্রোহের গান।
বিষয়: সাহিত্য
১০৭৯ বার পঠিত, ২৫ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
দুটুই একই সূ্ত্রে গাঁথা।
সেদিন আর নেই..!!
-অনেক ধন্যবাদ...
মন্তব্য করতে লগইন করুন