গল্প : যুবক পুরুষ (পর্ব দুই)

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২১ আগস্ট, ২০১৫, ১২:৩৮:০৭ দুপুর



শুধু ব্যাতিক্রম হলো সেদিন। যুবকটা আমার সাথে হাত মেলালো না। অন্য কোনো মেয়ের সাথেও হাত মিলায় নি। বলে কি না সে মেয়েদের সাথে হাত মেলায় না। তার এমন ব্যবহারে আমার সৌন্দর্যতার উপর এতদিন যে বিশ্বাস ছিলো, সেই বিশ্বাসে চরম আঘাত লাগলো। রাগ হলো। বাথরুমে ঢুকে চোখের পানির সাথে রাগ ভাসিয়ে দিয়ে স্বাভাবিক হয়েছি। নতুবা কোনো লংকা কান্ড ঘটে যেত। রাগটা ভাসিয়ে দিয়ে এলেও মনের মাঝে একটা জিদ রুপন করে আসি; দেখে নিব কতদিন বাচাধন এরকম থাকতে পারেন। প্রথম আসছেনতো তাই একটু নিজের পৌরুষত্ব জাহির করছেন। কিছুদিন গেলে শরীরের উত্তপ্ত লাভা দিয়ে গলিয়ে দেব।

সহকর্মী হিসাবে প্রয়োজনীয় কথাবার্তা ঠিকই বলে। অযথা কথা বাড়িয়ে অন্যরা যেমন একটু সময় নিতে চায়,বারবার কাজের ফাঁকে মুখের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে ভালো লাগার জানান দিতে চায়, তার মাঝে এর লেশমাত্র দেখলাম না। প্রথম প্রথম তার সাথে না মিশে তাকে পরখ করতে লাগলাম। সাধারন একজন যুবকের সাথে তার অনেক প্রার্থক্য চোখে ধরা পড়লো। মাঝে মধ্যে পাঁচ/সাত মিনিটের জন্য সে যেন কোথায় উধাও হয়ে যায়। একদিন পিছু নিলাম। দেখলাম, কে এফ সির স্টোর রুমে পাতলা একখানা কাপড় বিছিয়ে নামাজ পড়ছে। তাহলে যুবকটা ধর্ম-কর্ম পালন করে !

তাই বলে একজন যুবতী মেয়ের সাথে হাত মেলাবে না ! কোন সম্পর্ক রাখবেনা ! দেখে নেব। মনের মাঝে রুপন করা জিদটা আস্তে আস্তে ডালপালা মেলতে লাগলো। অনেক ছেলেদের সাথে মিশেছি, অনেক যুবকের সাথে হরদম খোলামেলা আড্ডায় মাতি, তবে নিজের সতীত্ব কারো কাছে বিকিয়ে দেইনি। তাকে দিয়ে সতীত্বের জলান্জলী দেব,তবুও দেখে নেব কত বড় বাহাদুর যুবক তিনি। এধরনের একটা গোপন বাসনা,গোপন জিদ আমাকে পেরেশান করে তুললো।

একদিন তাকে প্রশ্ন করলাম, সে কেন আমাদের সাথে অর্থাৎ মেয়েদের সাথে মিশতে চায় না ? কিসের এত অহংকার ? না কি শারীরিক কোনো সমস্যা আছে ? প্রশ্নটা শুনে বরাবরের মত মুখটা না খুলে হাসলো। হাসিটাও বেশি সময় স্হায়ী হলনা। আমি তার মুখের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছি দেখে বললো, একজন মুসলমানের জন্য তার ধর্ম এলাও করেনা কোনো বেগানা যুবতীর হাত ধরা, অযথা কথা বলা, তার সাথে হাসি-তামাশা করা। এটা সম্পূর্ণ নিষিদ্ধ। বিধায় সে এই নির্দেশটা মেনে চলে মাত্র। সে জানালো, তার মাঝে কোনো অহংকার নেই, আল্লাহর রহমতে শারীরিক সমস্যাও নেই।

তার কথা শুনে মনে মনে বললাম, বাচা আমি দেখে নেব তোমার নিশ্চয় কোনো সমস্যা আছে। সমস্যা আড়াল করতে গিয়ে সাধু সেজে ধর্ম-কর্মের নাম করছো। তোমাদের ধর্মেরই কত ছেলেকে দেখি মেয়েদের হাত ধরে হাটছে,ঢলাঢলি করছে। আর তুমি বলছো ধর্মে, নিষিদ্ধ।

তাকে কিভাবে বধ করা যায় তা নিয়ে আমার অপর দুই বান্ধবীর সাথে আলাপ করি। তারা আমাকে পরামর্শ দিলো যে আমরা তিনজনে মিলে তাকে কিডন্যাপ করবো। আমাদের এক বান্ধবীর বাবা মা দুজনেই কাজ করেন। তার বাসা প্রায়ই খালি পড়ে থাকে। আমরা যুবককে তুলে নিয়ে যাব তাদের বাসায়। সেখানে তার উপর পরীক্ষা-নিরীক্ষা চালাবো। তাদের পরামর্শ মনোপুত হলো। কেননা এটা ছাড়া অন্য কোন উপায় নেই। বাকি সবগুলো ফর্মুলা চালিয়ে তার মাঝে সামান্যতম প্রতিক্রিয়া লক্ষ হয়নি। তাই এখন তাকে অপহরণ করে শেষ চেষ্টাটা চালাতে হবে।

পরামর্শ অনুযায়ী তিন বান্ধবী মিলে ঠিকই একদিন তাকে আমরা অপহরণ করলাম।চোখ বেঁধে তাকে নিয়ে গেলাম ঐ বান্ধবীর বাসায়,যার বাসা খালি পড়ে থাকে। তাকে একটা চেয়ারের সাথে হাত পা বেঁধে রাখলাম। চোখের বাঁধন খুলে দেয়া হলো। তিন বান্ধবী প্রায় পুরো উলংগ হয়ে তার সামনে নানা অংগ ভংগি করতে লাগলাম। আমি বললাম, আজ আমরা তোমাকে পরীক্ষা করবো তোমার কোনো শারীরিক সমস্যা আছে কি না । আমাদের উলংগ অংগ ভংগি আর বিদ্রুপাত্বক কথা শুনে সে চোখ বন্ধ করে আছে নিজ থেকে। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে তার অষ্ট বেয়ে। বললাম, ভয় পেয়োনা। আমরা তোমার এমন কোনো ক্ষতি করবোনা। শুধু পরীক্ষা করে দেখবো তুমি পুরুষ কি না।

আমার কথায় সে চোখ মেলে থাকালো । (চলবে)

বিষয়: সাহিত্য

১৬০৩ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337292
২১ আগস্ট ২০১৫ দুপুর ০১:২৪
আফরা লিখেছেন : গল্পটা কিরকম যেন সিনেমা সিনেমা লাগছে। ।
২১ আগস্ট ২০১৫ দুপুর ০১:৩৬
278979
প্যারিস থেকে আমি লিখেছেন : গল্প থেকেই তো সিনেমা,না কি। কিছু সিনেমা,কিছু বাস্তবতা,কিছু কাল্পনিক,সব মিলিয়েই গল্পটা সাজিয়েছি।
337295
২১ আগস্ট ২০১৫ দুপুর ০১:৫৩
নাবিক লিখেছেন : দেখা যাক ঘটনা কোন দিকে যায়...
২২ আগস্ট ২০১৫ সকাল ০৬:৩৭
279095
প্যারিস থেকে আমি লিখেছেন : ঘটনা একদিকে তো যাবেই ইনশা আল্লাহ।
337296
২১ আগস্ট ২০১৫ দুপুর ০১:৫৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : লেখক গল্পকে যেরূপ দিতে চাই সেই রূপে গল্প!!!! ভালো লাগলো। ধন্যবাদ।
২২ আগস্ট ২০১৫ সকাল ০৬:৩৮
279096
প্যারিস থেকে আমি লিখেছেন : এটা কোনো মন্তব্যের জবাব না কি গল্পের মন্তব্য বুঝতে পারছিনা।
337317
২১ আগস্ট ২০১৫ বিকাল ০৫:০৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : দেখা যাক তারপর কি হয়!! পিলাচ পিলাচ
২২ আগস্ট ২০১৫ সকাল ০৬:৩৯
279097
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ, অপেক্ষা করুন।
337333
২১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩২
শেখের পোলা লিখেছেন : দেখি হারি কি পারি৷
২২ আগস্ট ২০১৫ সকাল ০৬:৪০
279098
প্যারিস থেকে আমি লিখেছেন : হুম।Good Luck
337346
২১ আগস্ট ২০১৫ রাত ০৮:০২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেখা যাক যুবক পরীক্ষায় উত্তীর্ণ হয় কিনা ?
২২ আগস্ট ২০১৫ সকাল ০৬:৪০
279099
প্যারিস থেকে আমি লিখেছেন : তারজন্য পরের পর্বগুলো যে পড়তে হবে।
337373
২১ আগস্ট ২০১৫ রাত ০৯:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ
২২ আগস্ট ২০১৫ সকাল ০৬:৪১
279100
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনাকেও।
337454
২২ আগস্ট ২০১৫ সকাল ১০:১৫
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো
২২ আগস্ট ২০১৫ দুপুর ০১:১৮
279166
প্যারিস থেকে আমি লিখেছেন : পরের পর্ব পড়ার আগাম দাওয়াত।
337463
২২ আগস্ট ২০১৫ সকাল ১০:৩৪
হতভাগা লিখেছেন : যা চিন্তা করেছিলাম , ঘটনা সেরকমই এগুচ্ছে ।
২২ আগস্ট ২০১৫ দুপুর ০১:১৯
279167
প্যারিস থেকে আমি লিখেছেন : পরের পর্বেও দেখে নিবেন চিন্তাটা মিলে যায় কি না।
২২ আগস্ট ২০১৫ দুপুর ০৩:১৬
279188
হতভাগা লিখেছেন : দেশে যেখানে ছেলেরাই এরকম করে , এখানে দেখি তার উল্টো !!!

আপনি ভাই - লাকি দ্যা ভাগ্যবান
১০
337467
২২ আগস্ট ২০১৫ সকাল ১০:৫০
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : দারুন লাগলো!অপেক্ষায় রইলাম..
২২ আগস্ট ২০১৫ দুপুর ০১:১৯
279168
প্যারিস থেকে আমি লিখেছেন : শোকরিয়া।
১১
337503
২২ আগস্ট ২০১৫ দুপুর ০১:৫৪
আবু জান্নাত লিখেছেন : Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised
২২ আগস্ট ২০১৫ দুপুর ০২:০৭
279173
প্যারিস থেকে আমি লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
পড়া হয়নি বুঝি।
২২ আগস্ট ২০১৫ দুপুর ০৩:২৩
279194
আবু জান্নাত লিখেছেন : পড়েছি....... কিন্তু শেষের দিকে এসে উলঙ্গ করা বা হওয়ার কথা পড়ে 'থ' হয়ে রইলাম, পরের পর্বে জানি কি থাকে....
২২ আগস্ট ২০১৫ দুপুর ০৩:২৯
279196
প্যারিস থেকে আমি লিখেছেন : গল্পের স্বার্থে ভাই।
১২
339381
০৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:১৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! এ যুগে এটা স্বাভাবিক তারপরও চলুক সাথেই আছি!
০৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:২৯
280745
প্যারিস থেকে আমি লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম। এ যুগে কি স্বাভাবিক বুঝতে পারিনি মুহতারামা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File