ব্লগের সবাই এত নির্জীব কেন ?
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১০ মার্চ, ২০১৩, ০৩:৫৬:৪০ রাত
মানুষ কি পড়াশুনা বন্ধ করে দিলো ।
আমার পোষ্ট না হয় ২০/২৫ জনে পড়লো আর ৪/৫ জনে মন্তব্য দিলো। কিন্তু অনেক ভালো ভালো লেখাও দেখি ৭০/৮০ জনের উপরে যায়না।২/১টি ব্যতিক্রম ছাড়া । আর মন্তব্য দিতে যেন সবাই প্রতিযোগিতা করে কার্পন্য করতেছে।যেন ১টি মন্তব্য দিলে ঐ লেখা সেরা লেখা আর ঐ লেখক সেরা লেখক হয়ে যাবেন।তাই সবাই মিলে মন্তব্য দেয়া থেকে বিরত আছি।
নির্বাচিত পোষ্টের লেখাও সেভাবে পড়া হচ্ছেনা বলেই মনে হয়। ব্লগ কর্তৃপক্ষের কোন পোষ্টও যেন সবাই পড়ছেনা। মাকে নিয়ে
"ব্লগ লেখা প্রতিযোগিতা " প্রিয় মা"।
সম্পাদক কর্তৃক এই পোষ্ট টিকে একটা নোটিশও বলা যায়।গত ৩মার্চ থেকে অদ্যাবদি নির্বাচিত পোষ্টেই আছে। অথচ এখন পর্যন্ত এটা পড়া হয়েছে ৩০৭ বার আর মন্তব্য করা হয়েছে ৬৪ টি।অথচ এই মুহুর্তে ব্লগে ব্লগার আছেন ৬৭ জন, আর ভিজিটর আছেন ৭০৯ জন।
ব্লগের সবাই এত নির্জীব কেন ?
একটা লেখার পক্ষে বিপক্ষে আপনার মতামত থাকতে পারে।দিয়ে দেন না একটি মন্তব্য । এতে করে আপনার মতটাও জানা গেলো। পাশাপাশি একজন ব্লগারের লেখার প্রতি উৎসাহ বাড়বে।
এবিষয়ে আরও অনেকের এরকম আক্ষেপের লেখা এখন হামেশা দেখা যাচ্ছে। তাই আমাদের সকলের উচিৎ বেশী করে পড়া আর মন্তব্য দেয়া।
বিষয়: বিবিধ
১১৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন