$$ বিহঙ্গ $$
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০১ জুলাই, ২০১৫, ০১:১০:৪০ রাত
বিহঙ্গরা পাখনা মেলে যাচ্ছে উড়ে
দুর্ভাবনা নেইকো তাদের জীবন ঘিরে ।
-
কোথায় যাবে হারিয়ে তারা কোন্ সুদূরে
অরুণ আলো মলিন হলে ফিরবে নীড়ে।
-
রিজিক তাদের ছড়িয়ে আছে জগত জুড়ে
বনবাদাড়ে ডাঙ্গায় নদে পাতাল পুরে।
-
মেঘের ভেলায় ভাসছে যেন জোড়ে জোড়ে
জীবন মরণ নিয়ে তাদের কেয়ার তোড়ে।
বিষয়: সাহিত্য
১৩৩২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন