প্রেয়সী Rose Rose Rose

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৩ জুন, ২০১৫, ০২:১৫:২৮ দুপুর

ওগো প্রেয়সী মন উদাসী নুপুর পরা পায়ে

রিনিঝিনি সুর তুলে যাও কোন সৌভাগ্যের গায়ে ।

Rose

পেছন ফিরে একটুখানি চোখ ফেলিয়া দেখ

তোমার পানে মন বিরহে দাড়িয়ে আছে কেহ।

Rose

হাত বাড়িয়ে সঙ্গি কর একলা চলা পথে

চাইলে তুমি সঙ্গি হব ভালবাসার রথে ।

Rose

সুখের দিনে নাইবা নিলে দুঃখে সাথী কর

পিছলে যাবার সময়কালে হাতটি আমার ধর।

বিষয়: সাহিত্য

১০৮৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

325560
১৩ জুন ২০১৫ দুপুর ০৩:৪৯
আওণ রাহ'বার লিখেছেন : অনেক দিন পর.....।
০১ জুলাই ২০১৫ দুপুর ০৩:০১
270452
প্যারিস থেকে আমি লিখেছেন : হা অনেক দিনের পর।Good Luck
325561
১৩ জুন ২০১৫ দুপুর ০৩:৫০
আওণ রাহ'বার লিখেছেন : কেমন আছেন ভাইয়া? ভাবী কেমন আছেন?
০১ জুলাই ২০১৫ দুপুর ০৩:০২
270453
প্যারিস থেকে আমি লিখেছেন : সকলেই ভাল, আলহামদুলিল্লাহ।
325576
১৩ জুন ২০১৫ বিকাল ০৪:১২
অনেক পথ বাকি লিখেছেন : রোমান্টিক কবিতা । ভালো লাগলো অনেক ধন্যবাদ
০১ জুলাই ২০১৫ দুপুর ০৩:০২
270454
প্যারিস থেকে আমি লিখেছেন : অনেক ধন্যবাদ।
325598
১৩ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৩৪
এ,এস,ওসমান লিখেছেন : পিলাচ পিলাচ পিলাচ Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০১ জুলাই ২০১৫ দুপুর ০৩:০২
270455
প্যারিস থেকে আমি লিখেছেন : ওয়াও ওোওোওোওোওোওোওোওোও
325642
১৩ জুন ২০১৫ রাত ০৯:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সপ্নই দেখে যান..............!!!!
০১ জুলাই ২০১৫ দুপুর ০৩:০২
270456
প্যারিস থেকে আমি লিখেছেন : Tongue
325699
১৪ জুন ২০১৫ সকাল ০৭:৫১
শেখের পোলা লিখেছেন : হাত রয়েছে অন্য হাতে অন্য কারও ধরা,
নতুন কোন হাত ধরবে যায়কি আশা করা৷
০১ জুলাই ২০১৫ দুপুর ০৩:০৩
270457
প্যারিস থেকে আমি লিখেছেন : Crying Crying Crying
325790
১৪ জুন ২০১৫ বিকাল ০৫:৫১
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!

সুখের দিনে নাইবা নিলে দুঃখে সাথী কর

পিছলে যাবার সময়কালে হাতটি আমার ধর।
আমাদেরও কামনা এই মিনতি টুকু রাখা হোক প্রেয়সী!
০১ জুলাই ২০১৫ দুপুর ০৩:০৩
270458
প্যারিস থেকে আমি লিখেছেন : কি জবাব দেব ?Crying Crying Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File