প্রেয়সী
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৩ জুন, ২০১৫, ০২:১৫:২৮ দুপুর
ওগো প্রেয়সী মন উদাসী নুপুর পরা পায়ে
রিনিঝিনি সুর তুলে যাও কোন সৌভাগ্যের গায়ে ।
পেছন ফিরে একটুখানি চোখ ফেলিয়া দেখ
তোমার পানে মন বিরহে দাড়িয়ে আছে কেহ।
হাত বাড়িয়ে সঙ্গি কর একলা চলা পথে
চাইলে তুমি সঙ্গি হব ভালবাসার রথে ।
সুখের দিনে নাইবা নিলে দুঃখে সাথী কর
পিছলে যাবার সময়কালে হাতটি আমার ধর।
বিষয়: সাহিত্য
১০৮৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নতুন কোন হাত ধরবে যায়কি আশা করা৷
সুখের দিনে নাইবা নিলে দুঃখে সাথী কর
পিছলে যাবার সময়কালে হাতটি আমার ধর। আমাদেরও কামনা এই মিনতি টুকু রাখা হোক প্রেয়সী!
মন্তব্য করতে লগইন করুন