মোনাজাত
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০১ জুন, ২০১৫, ০৭:১২:৩৬ সন্ধ্যা
আল্লাহ তোমার রহমদানে
আমায় সদা রেখ
করুনার দৃষ্টিতে তব প্রিয়দের সাথে
আমায় তুমি দেখ ।
তোমার হাতেই সপেছি জীবন
মরন দিও তোমার নামে
আমার জীবন যৌবন তুমি
মুখরিত রেখ তোমার গানে ।
বিস্মৃত যেন না হই আমি
তোমার সিরাত হতে
সারাটি জীবন থাকি যেন
প্রভু তোমার পথে।
আমার চলা বলা যেন হয়
শুধুই তোমার তরে
আমার জীবনের প্রতিটা ক্ষন
যেন তোমায় স্মরে।
তুমি আমার মালিক খোদা
আর হামুর রাহিমিন
আমার অন্তরে থেক তুমি
জাগ্রত রেখ তোমার দ্বীন।
বিষয়: সাহিত্য
১১৭৭ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ
বিস্মৃত যেন না হই আমি
তোমার #সীরাত# হতে
এই সীরাত মানে জদিহয় জীবনি তাহলে এই ভাষাটি চেঞ্জ করা দরকার। সীরাত না দিয়ে স্বরণ হতে দিলেও বেস্ট হয়।
আমার ভুলহলে আমি ক্ষমা চাচ্ছি।
আর হামুর রাহিমিন
আমার অন্তরে থেক তুমি
জাগ্রত রেখ তোমার দ্বীন।
আলহামদুল্লিলাহ। আল্লাহ আমাদের কবুল করুন।
মন্তব্য করতে লগইন করুন