এ সমস্যার সমাধান কি ?
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৬ মার্চ, ২০১৩, ০৭:৩৭:০৩ সকাল
ব্লগে এখনো খুব বেশী লেখা পোষ্ট করিনি।তাছাড়া এই ব্লগে একাউন্ট খোলারও খুব বেশী দিন হয়নি। এই ব্লগে একাউন্ট খোলার পর থেকে প্রতিদিন অন্তত তিনবার ব্লগটি দেখা হয়।ব্লগারদের পোষ্ট করা লেখাগুলোর মধ্যথেকে অনেকগুলোই পড়া হয়।সবগুলোতে মন্তব্য করা সম্ভব না হলেও কিছু পোষ্টে করে থাকি। নিশ্চয় আমার মন্তব্যের জবাবও দেয়া হয়। আমি আমার নোটিফিকেশনের অদেখা জবাবে কয়টি জবাব দেয়া হয়েছে সে সংখ্যাও দেখতে পাই।যেমন এই মুহুর্তে আমার অদেখা জবাব হচ্ছে ৩ টি।আমি যদি আমার অদেখা জবাব দেখতে ওখানে ক্লিক করি তখন "প্যারিস থেকে আমি এর ব্লগঃ প্রতি মন্তব্য" এই পেইজটি আমার সামনে আসে। আমি আর কিছুই খুজে পাইনা। এই সমস্যাটা একাউন্ট খোলার পর থেকেই দেখতে পাচ্ছি।
এই সমস্যা শুধু আমার না আরোও অনেকের ? এই সমস্যার সমাধান কি ?
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করি সমাধান দিবেন।
বিষয়: বিবিধ
৯৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন