ছড়ায় ছন্দে শৈশব পোস্ট
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:৪৮:১৬ বিকাল
ভিশুদা যখন শিশু ছিলো কেমন ছিলো স্বভাব
এমন স্বভাব গড়েছে সে ব্লগে পড়েছে প্রভাব ।
-
তার প্রভাবে ব্লগ পাড়াতে পড়লো একি সাড়া
শৈশবের'ই স্মৃতি নিয়ে সবাই দিচ্ছে নাড়া ।
-
জানতে পারবো ছোট্টবেলার সবার মধুর স্মৃতি
কে কতটা ইছড়ে পাঁকা কার কত (কু)কৃতি ।
-
স্কুল ফাঁকি দিচ্ছে কারা কিংবা মক্তবের'ই পড়া
জানতে পারবো বাবা মায়ে কার কতটা কড়া ।
-
দুষ্টুমিতে সেরা ছিলো কে ছিলো ভাই পাজি
জানতে পারবো সেই খবরও ব্লগ পাড়াতে আজি।
-
আসুন সবাই একসাথে আজ হইহুল্লুড়ে মাতি
ব্লগপাড়াতে আমরা হই যেন একে অন্যের সাথী।
বিষয়: বিবিধ
১৪৪৫ বার পঠিত, ৪৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্লগপাড়াতে আমরা হই যেন একে অন্যের সাথী।
ঝাক্কাস হয়েছে ঝাক্কাস
কিন্তু বললেননা তো
আপনি ছিলেন কেমন বান্দর!!!
অনেক অনেক ভালো লাগল।
'ছন্দে ছন্দে দুলি আনন্দে'- এমনটিই মনে হল।
অনেক অনেক শুভেচ্ছা।
ধন্যবাদ আপনার প্রতি উত্তরের জন্য প্যারিস থেকে আমি ভাই।
জাজাকাল্লাহু খাইর।
নিজের কথা ভাববো,
যা আছে নিজের ঝোলায়,
তাকে নিয়েই নাবো৷
শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট,
দেখবো কে কে ছিল,
ভীশু ভাই দারুন একটা,
সুযোগ করে দিল৷
ভালো লাগলো আপনার লেখা ...
মন্তব্য করতে লগইন করুন