পড়া
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২১ আগস্ট, ২০১৪, ০২:৩৭:৪৯ দুপুর
জানতে হলে পড়তে হবে এইতো নিয়ম-রীতি
তবুও কেন পড়ার মধ্যে এত ভয় আর ভীতি।
-
আমি কে আর স্রষ্টা কে মোর জানতে হলে ভাই
কুরআন হাদীস পড়া ছাড়া আরতো উপায় নাই।
-
জানতে যদি চাওগো তুমি অতীত দিনের কথা
পড়তে হবে সেই ইতিহাস লেখা আছে যেথা ।
-
ভবিষ্যতকেও জানতে হলে নিজের মত করে
জানতে পারে সেইজনা ভাই নিয়মিত যে পড়ে।
-
পড়া দিয়ে তাইতো শুরু আল্লাহ তায়ালার বাণী
পড়ার মাঝেই লুকিয়ে আছে সকল জানাজানি ।
বিষয়: সাহিত্য
১৩০৪ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেখতে যদি চাও,
ফ্রান্সের রাজধানী
প্যারিসেতে যাও।।
ঐখানেতে বাস করে
পড়ার রাজারাণী,
ওকাল হতে ঐ রাজাকে
না পড়েই জানি।
সেই রাজা আজ শেষ বিকালে
পড়ায় দিল মন,
পড় পড় জীবন গড়
হও প্রিয় স্বজন।।
কত নাটক নোবেল পড়ে
কাটলো বেলা অবেলায়
হইলো না মোর কুরআন পড়া
বুঝলাম আমি এই বেলায়।
জাজাকাল্লাহ দুভাইয়াকে।
পড়লে হতে পারতেন পাক্কা শিক্ষিত
তবু ও ভাই আপনার আছে যা জ্ঞান
পড়লে আপনি ব্লগটাকে করে ফেলতেন খানখান
ব্লগ পাড়ায় সবাই এসে পড়তে বসেছে।
প্যারিস আজ পড়া লেখার পড়ে গেছে ধুম,
তাইনা দেখে শাহীন মিয়ার নাইরে চোঁখে ঘুম।
আধা শিক্ষিত যারা তারাও পড়ে শিখেছে,
আওণ রাহ'বার তাই না দেখে দোয়া করেছে।
দেখি পারি কিনা?
তবে এই নেট আমাকে কুরআন + বই পড়ার আগ্রহকে ০% এ নামিয়ে দিছে।
কি করি ভাইয়া
নেটে পড়া আর বইয়ে পড়া আমার কাছে আকাশ আর পাতাল। বইয়ের একটা অনুভূতি আছে যেটা হৃদয়ে আত্মায় পরিতৃপ্তি আনে সেটা নেটে পাইনা।
আল্লাহ যাহা বলেন,
জীবনটা না নষ্ট করে
সেই মোতাবেক চলেন৷
হাদীশ হল নবীর বাণী,
সকল পথের দীশা,
দুনিয়া হতে শুরু হয়ে,
ফেরদৌসে মেশা৷
আল-কুরআনের প্রথম বাণী পড় এবং পড়
জীবনটাকে কুরআন দিয়ে হাদীস দিয়ে গড়।
আল-কুরআনের প্রথম বাণী পড় এবং পড়
জীবনটাকে কুরআন দিয়ে হাদীস দিয়ে গড়।
মন্তব্য করতে লগইন করুন