ক্বদরের রাতে
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৭ জুলাই, ২০১৪, ০৭:১৯:০৪ সকাল
তুলি দুই হাত করি মোনাজাত
ক্বদরের এই রাতে
হবে আলাপন নীরব নিশীতে
মহান প্রভুর সাথে।
-
হাজার মাসের চেয়ে উত্তম অধিক
ক্বদরের রাত জানি
সারা দুনিয়ার মুমিন মুসলমানরা
ফেলছে চোখের পানি।
-
ক্ষমা কর ওগো প্রভু মোর
তুলেছে যারা হাত
তোমার প্রিয় কোটি বান্দার সাথে
রেখ মোর দুটি হাত।
-
ভাগ্যরজনীতে যাদের তুমি দিবে
অঢেল অযুত দান
সেই ভাগ্যবানের সেথে রেখ মোরে
ওগো রহিম রহমান।
-
ওদেরকে তুমি ক্ষমা নাহি কর
জুলুম করেছে যারা
ক্ষমতার বলে বলিয়ান হয়ে
মানুষ মেরেছে তারা।
-
ওরা আজ হয়ে আছে অন্ধ বধির
শুধু ক্ষমতার মোহে
ওদেরকে তুমি ক্ষমা করোনা প্রভু
জ্বালাও তোমার দ্রোহে।
-
দিকে দিকে আজ মুসলিম খায় মার
কেও নেই দেখিবার
আমীর উমরারা বোবা শয়তান আজ
ওদেরকে ধীক শতবার।
-
আজিকার এই ক্বদরের রাতে প্রভু
মিনতি তোমার কাছে
সারা দুনিয়ার মজলুম মানুষের তুমি
সাথী হয়ে যাও পাশে।
বিষয়: বিবিধ
১১০২ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দরবারে তার,
লজ্জ্বা শরম ভূলে,
তুলিয়াছি হাত,
মহান এ রাত,
যায়কি বিফলে চলে৷
Click this link
মন্তব্য করতে লগইন করুন