জাল টাকা কালো টাকা
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৭ জুলাই, ২০১৪, ০৬:১৪:১০ সন্ধ্যা
জাল টাকার ছড়াছড়ি
শুরু হলো আহা বেশ
জাল টাকা কালো টাকা
প্রতি ঈদে থাকে রেশ।
-
সরকারি কোষাঘারেও
হয় টাকা হরিলোট
গরিবের হক মেরে
খায় সবে দিয়ে ছুট ।
-
সুযোগ খোঁজে প্রতিবার
টাকাওয়ালা বড়লোক
ঈদ এলে কালো টাকায়
নামদাম তবে হোক।
-
জালা টাকা কালো টাকা
ঈদ এলে একাকার
গরিবেরা মরে শুধু
এইভাবে প্রতিবার।
বিষয়: বিবিধ
১২৬১ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন