একজন মায়ের মৃত্যুতে সকলের নিকট দোয়ার দরখাস্ত

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৭ জুলাই, ২০১৪, ০৫:৪৮:৩৭ সকাল

সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা,

আমাদের মা আমাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদের কদর আমরা যথাযতভাবে করতে পারিনা যতক্ষণ পর্যন্ত এই মহামুল্যবান সম্পদ আমাদের হাতের কাছে থাকে। দুনিয়ার তাবত ভালবাসা একদিকে আর মায়ের ভালবাসা একদিকে করা হলে মায়ের ভালবাসাই জয়ী হবে । মায়ের তুলনা আর কোন কিছুর সাথে করা যায়না। মা'তো মা'ই । সন্তানের জন্য মায়ের দোয়া সফলতার অন্যতম পাথেয়।

সেই মা যখন আমাদের কাছ থেকে হারিয়ে যায় তখন আমরা একসাথে দুটো জিনিস হারাই তাহলো প্রথমত মায়ের ভালবাসা আর দ্বিতীয়ত মায়ের দোয়া। সেইভাবে আমাদের একজন সহকর্মী ব্লগার বদরুজ্জামান তিনি তার মাকে হারিয়েছেন।

গত ৩০ জুন সোমবার তার মা বার্ধক্যজনিত কারনে মারা যান।ইন্নালিল্লাহি ........। আল্লাহ যেন তার মাকে মাফ করে দেন এবং তাকে জান্নাতের মেহমান বানিয়ে নেন । আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আপনারা তার মায়ের জন্য দোয়া করবেন ।

তিনি তার মাকে নিয়ে কিছু কষ্টের কথা কবিতায় লিখেছেন নিচে লিংক দিলাম,পারলে তার পাতায় গিয়ে একটু শান্তনা দিয়ে আসবেন।

ফিরে এসো মা

জান্নাতে থেকো মা

কেমন আছোঁ মা

বিষয়: বিবিধ

১৫৩৩ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

242451
০৭ জুলাই ২০১৪ সকাল ০৫:৫০
অনুরণন লিখেছেন : আমিন।
242453
০৭ জুলাই ২০১৪ সকাল ০৬:০৮
আফরা লিখেছেন : আমি উনার কবিতা গুলো পড়ে আমার ধারনা করেছিলাম উনার মা মনে হয় অল্প কিছুদিন আগে মারা গেছেন ।আপনার লেখা পড়ে জানলাম মাত্র ৭দিন।

আল্লাহ যেন তার মাকে মাফ করে দেন এবং তাকে জান্নাতের মেহমান বানিয়ে নেন । আমীন ।
242463
০৭ জুলাই ২০১৪ সকাল ০৭:২৩
আল সাঈদ লিখেছেন : amin
242467
০৭ জুলাই ২০১৪ সকাল ০৭:৫৮
ডব্লিওজামান লিখেছেন : আল্লাহ যেন তার মাকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে নেন এবং আমাদেরকে সে প্রস্তুতি নেয়ার তৌফিক দান করেন
242473
০৭ জুলাই ২০১৪ সকাল ০৮:২০
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
242476
০৭ জুলাই ২০১৪ সকাল ০৮:২৫
সন্ধাতারা লিখেছেন : Chumma Amin.
242514
০৭ জুলাই ২০১৪ দুপুর ১২:৪০
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ তার দু:খ লাঘব করুক। তার মাকে জান্নাত দান করুক !
242609
০৭ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আল্লহতায়লা তার মাকে জান্নাত নসিব করুন এবং তাদের কে সবর দিন।
242629
০৭ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আল্লাহ মোরহুমাকে জান্নাত দান করুন ,,আমিন
১০
242633
০৭ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
শেখের পোলা লিখেছেন : আল্লাহ তার মা ও সকল মাকে জান্নাত দান করুন৷
১১
243616
১১ জুলাই ২০১৪ রাত ১২:৫৫
জোবাইর চৌধুরী লিখেছেন : আল্লাহ আপনার সহকর্মী ব্লগার বদরুজ্জামান ভাইয়ের মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
১২
244620
১৪ জুলাই ২০১৪ দুপুর ১২:৫৯
সজল আহমেদ লিখেছেন : আল্লাহ্ পাক তাকে জান্নাত দান করুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File