একজন পুলিশ যখন শুয়োরের বাচ্চা
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৮ জুন, ২০১৪, ০৬:৫৮:৪৬ সকাল
তুই হলি শুয়োরের বাচ্চা
আমি বাচ্চা মানুষের
তুই হলি হুকুমের গোলাম
আমি রাজা সন্ত্রাসের।
-
তুই হলি সামান্য পুলিশ
আমি এম পি মহোদয়
তোর মত কত্ত পুলিশ
আমার কথায় উঠে বয়।
-
তোকে আমি দেখে নেব
আমার সাথে বেটাগিরি
আমি যখন ধরবো তোরে
লাশ করবে গড়াগড়ি।
-
জানিস না তুই আমি ক্যাডা
কার স্নেহে ধন্য
কার ছায়াতে আমি নাচি
কার আমি পণ্য।
-
নারায়নগন্জের একক পতি
আমি একক গডফাদার
আমার উপর যার ছায়া আছে
তিনি আমার গডমাদার।
বিষয়: বিবিধ
১২২২ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাও আবার শামীম ওসমানের মত একজন নামকরা নেতার কাছ থেকে পেয়েছে এই সন্মান ।
বশিরকে এখন তার কলিগরা যে জেলাস করবে তা বলাই যায় ।
তুমি হলে
যখন তুই বলি তখন "হলি"
যখন তুমি বলি তখন "হলে"
অবশ্য কিছু কিছু ক্ষে্ত্রে পুলিশকে আমার বেশ অসহায় মনে হয়। চাকরি বাঁচাতে, পেটের দায়ে তারা অনেক কিছুই করতে বাধ্য হয় যাতে তাদের বিবেক সাড়া দেয় না। একজন পুলিশ অফিসার এমনই বলেছিলো আমাকে। মূলত: আমাদের ধর্মীয় নৈতিকতার চরম অধপতনই এর মূল কারণ।
ধন্যবাদ কবি সাহেব ।
মন্তব্য করতে লগইন করুন