শিশুর মনের কষ্টগুলো
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৩ জুন, ২০১৪, ০২:২৭:১৯ রাত
আমার যেদিন জন্ম হলো এ দুনিয়ার পরে
মা যে আমার গত হলো কয়েক মিনিট পরে।
-
কেমন ছিলো মা'টি আমার কেমন তাহার মুখ
মায়ের মধুর মুখটি শুধু দেখলোনা মোর চোখ।
-
দশটি মাসে যতন করে গর্ভে রাখে মায়
বাঁধন ছিড়ে হারিয়ে গেলো কেমনে পুরি দায়।
-
বাবা আছে ঐ সুদুরে অনেক দিন আজ হয়
আমার যত দুঃখ আছে মনেই শুধু রয়।
-
আসবে বাবা জানি একদিন আমায় নিবে কোলে
আদর দেবে চুমো দেবে মুখটি আমার তুলে।
-
এমন একটি দিনের তরে অপেক্ষাতে আমি
সেই দিনটি কবুল কর হে মোর অন্তর্যামি।
(এই কবিতাটি আমার এক বন্ধুসম ভাইয়ের বাচ্ছাকে উৎসর্গ করে। যার মা তার জন্মের কিছু সময় পরে মারা যান এবং বাবা দীর্ঘদিন থেকে প্রবাসে আছেন)
বিষয়: সাহিত্য
১৭২০ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ বাবুটির জীবনের প্রশ্নপত্রটি এভাবেই তৈরী করেছেন। দয়াময় আল্লাহ আপনার বন্ধুর সন্তানকে উভয় কালে সফলতা দান করুন, সেই সাথে সকল সন্তানকে। আ-মী-ন।
এই শূন্যতা ও হাহাকার পূরন করার মত বিকল্প নাই। দোয়া করি পৃথিবীর কোন নির্মমতা যেন ওর জীবনে না আসে।
বাচ্চাটির জন্যে অনেক অনেক শুভ কামনা রইল। কবিতার কথা আর কি বলব, আমি তো আপনার লেখনিতে বরাবরেই ইর্ষান্বিত।
আর আপনার কবিতার কথা কি বলব , এক কথায় অসাধারন।
ধন্যবাদ ভাইয়া কবিতার জন্য।
মন্তব্য করতে লগইন করুন