মানুষ
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৫ জুন, ২০১৪, ০৪:১৩:৩১ রাত
মানুষ। কি সুন্দর অপরুপ সৃষ্টি
শিল্পীর নিপুন হাতের কারুকার্য।
কোথাও এ কারুকার্য চোখে পড়েনা।
কে আছে এমন
আমার সৃষ্টিকর্তার কারুকার্যের নিপুনতা
মিলিয়ে দেখার সাহস রাখে ?
রং তুলির একটু আছড় যেন
এক একটি বৈচিত্রময়তা
তুলনা হয়না যার।
কিন্তু এমন সুন্দর মানুষের অন্তর......।
ইচ্ছার স্বাধীনতা আছে জানি
তাই বলে
তাই বলে মানুষ তার সুন্দর্যতা হারাবে !
হারাবে তার মনুষত্যকে !
খুব,খুবই কষ্ট হয়
যখন কেহ মনুষত্য হারায়
বরণ করে পশুত্বকে
মানুষ নামক আকৃতির আড়ালে।
বিষয়: সাহিত্য
১২৮৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন