সুখ
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০২ জুন, ২০১৪, ০৪:৫৮:১৮ রাত
আমরা মানুষ
মানুষ হিসাবে বেঁচে থাকার অধিকার
সবার মত আমাদেরও আছে।
-
তোমরা যারা আজ আমাদের অসহায়ত্ব নিয়ে
উপহাস করছো, তৃপ্তির ঢেকুর তুলছো
একদিন দেখবে আমরাই ভালো আছি
শুধু ভালো নেই তোমরা।
-
সুখ বলে তোমাদের কিছু থাকবেনা
অর্থ,বাড়ি-গাড়ি তোমাদের থাকতে পারে
হতে পারো তোমরা প্রতীতযশা।
-
কিন্তু মনের সুখ'ই যে প্রকৃত সুখ
আজ উপলব্দি করতে না পারলেও
সময়ের ব্যবধানে একদিন তা ঠিকই
তোমাদের উপলব্দিতে আসবে।
-
একটু সুখের আশায় কাতর চোখে তাকাবে
এদিক,সেদিক। খোঁজবে কোন প্রিয়জনকে
আজকের প্রিয়জন হবে সেদিন শুধু স্মৃতি।
(২৯/০৮/২০০০ সালের কবিতা)
বিষয়: বিবিধ
১৪১৬ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কি এত্ত আগের কবিতা কি ডায়রীর পাতায় সংরক্ষিত ছিল ? না অন্য কোথাও ?
তবে কবিতা সুন্দর হয়েছে । ভাল লেগেছে ।ভাল লিখেছেন ।
ধন্যবাদ ও শুভেচ্ছা নিবেন -
২০০০ সালে আমি ৫ম শ্রেনির ছাত্র।
হারিকন মনি@
মন্তব্য করতে লগইন করুন