যে ছবি হৃদয়ে ভেসে বেড়ায়
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০১ জুন, ২০১৪, ০১:৩০:২১ রাত
তোমাকে ভাবতে ভাবতে আমি ক্লান্ত হই
আঁখিযুগল নিস্তেজ হয় বিশ্রামে
কিন্তু আমি পারলাম কই ?
-
চুপিসারে তুমি ভেসে বেড়াও
হৃদয়ের বিশাল আকাশের ঐ নীলিমায়
উষ্ণ নিশ্বাস ফেল আমার ডান পাজরে
আমি আবার জেগে উঠি ।
-
ভাবতে থাকি সেই তোমাকে নিয়ে
কল্পনার রংগিন তুলিতে হৃদয়ে আঁকি
নতুন আল্পনা।
-
তোমার মুখাবয়ব
তোমার ঐদুটো চোখ
একটুকরো মিষ্টিহাসি
আমার কল্পিত আল্পনায় জাগায়
প্রাণের স্পন্দন ।
(১০/০৪/২০০৫ ইং )
বিষয়: বিবিধ
১৪৯২ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আচ্ছা...... "ডান পাজরে" রহস্যটা কি?
কিন্তু আমি পারলাম কই ?
এখন অঘুমে আছেন?
সেদিনের ঔষধে কাজ হয় নাই?
তাহলে ডোজ বারিয়ে দেন..
১+০+১
ছবিটা ভয় লাগল।
মন্তব্য করতে লগইন করুন