খালেদা জিয়ার সুখ দুঃখ
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৫ মে, ২০১৪, ০৩:৪৬:১৬ দুপুর
আমার দাদায় আইছে এবার
তোমার দাদায় নাই
তাইতো আমার নাকের ডগায়
ক্ষমতার গন্ধ পাই ।
-
ক্ষমতারই পালাবদলে আজ
দাদারাই যে আশির্বাদ
বাংলাদেশের আমজনতা
এখন থেকে সবই বাদ।
-
স্বপ্নে বিভোর ছিলাম আমি
আসবে দাদা ফিরবে দিন
এখন দেখবো তোমায় বুবু
ক্ষমতায় আর কতদিন।
-
খেলছো খেলা অনেক তুমি
কিছু নেতা কিনেছো
টাকার নেশায় বুদ হয়ে রয়
যাদের তুমি দিয়েছো।
-
ডাক দিয়ে যাই আন্দোলনের
ঘরের বাহির আমি হই
নেতারা সব ঘরেই থাকে
সেই দুঃখ কারে কই ?
বিষয়: বিবিধ
১৩৩০ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঘরের বাহির আমি হই
নেতারা সব ঘরেই থাকে
সেই দুঃখ কারে কই
সুন্দর লিখেছেন। ধন্যবাদ
জটিল হয়েছে
তবে আওয়ামীলীগের বন্ধু সংগঠন কংগ্রেসের ভরাডুবিতে খালেদা খুশী হতেই পারেন । ধন্যবাদ।।
মন্তব্য করতে লগইন করুন