ভালোবাসা ছন্দহীন
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৯ মে, ২০১৪, ০৪:৩৪:৪৭ রাত
আমি সুন্দর।
এতটা সুন্দর আগে জানা ছিলোনা
যা এখন তুমি আমায় বলেছো।
-
আমার ভালোবাসা।
এতটা ভালোবাসা পাইনিতো আমি
যা এখন তুমি আমায় ভেসেছো।
-
আমার কথায়।
হৃদয় ছুয়ে যায় কতনা চমৎকার
যা তোমার হৃদয় দিয়ে ছুয়েছো।
-
আমার হেটে চলা।
যেন কোন রাজপুত্তুর,শুধু তোমার চোঁখে
তোমার চোঁখে আমায় দেখেছো।
-
আমার চোঁখে।
এক সাগর ভালোবাসা লুকিয়ে আছে
তুমিই শুধু খুজে পেয়েছো ।
-
আমার হাসিতে।
মুক্ত ঝরে,বাজে রিনিঝিনি সুর তালে
সেই সুরে শুধু তুমিই নেচেছো।
-
আমার হাতে।
রেখে দুটি হাত চলবে অনন্তকাল
সে কথা তুমিই বলেছো।
-
আমার মনে।
একটি ঘর আছে যেখানে শুধুই তুমি
শুধুই তুমি বসত করেছো।
-
আমার প্রেয়সী।
একটি মেয়ের কাছে স্বামীই যে সব
সে কথা তুমি কি আগে জেনেছো ?
বিষয়: সাহিত্য
১১২৫ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন