আজ থেকে অনেক বছর আগে শহীদ হাসান আল বান্না যে কথাগুলো বলেছিলেন আজ যেন বাংলাদেশে তার বাস্তবতা দেখছি

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৯ এপ্রিল, ২০১৪, ০৫:১৮:১৩ বিকাল



১৯৪২ সাল। বছরের শেষ দিকে এসে প্রধানমন্ত্রী মুসতাফা আন্‌ নাহাস পাশা আল ইখওয়ানুল মুসলিমুনের প্রতি বৈরি মনোভংগি দেখাতে শুরু করেন।সারা দেশে ছড়িয়ে থাকা আল ইখওয়ানের শাখাগুলোর কার্যক্রম বন্দ্ধ করে দেয়া হয়।কেবল কেন্দ্রীয় কার্যালয়টি নিষেধাজ্ঞার বাহিরে রাখা হয়।

মুসতাফা আন্‌ নাহাস পাশার সরকার ইংরেজদের সমর্থনপুষ্ট ছিলো।এই সরকার শায়খ হাসান আল বান্নাকে তাদের পথে সবচেয়ে বড় কাঁটা মনে করতো।তারা হাসান আল বান্নাকে নির্বাসনে পাঠানোর পায়তারা করছিলো।একথা জানতে পেরে হাসান আল বান্না মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখেন । আর একটি সার্কুলার লেটারের মাধ্যমে তিনি কর্মীদের জন্য বিশেষ হেদায়াত পাঠান। এই চিঠির একাংশে তিনি লিখেছিলেন,"তোমরা নানাবিধ কষ্ট ও বাঁধার সম্মুখিন হবে।ইসালামের প্রকৃত তাৎপর্য সম্বন্ধে সাধারণ মানুষের অজ্ঞতা তোমাদের পথে বাঁধার সৃষ্টি করবে।তোমরা দেখবে ধর্মধারী ও সরকারি আলিমগন তোমাদের ইসলাম সম্পর্কিত ধারনাকে আজগুবী বলে আখ্যায়িত করবে। তোমরা যে ইসলামের সৈনিক তা-ই অস্বীকার করবে।নেতৃস্হানীয়,সম্মানিত ও অন্যান্য ব্যাক্তিগন তোমাদেরকে ইর্ষা করবে। প্রতিটি সরকার তোমাদের কাজকে ব্যহত করতে চাইবে এবং তোমাদের অগ্রগতি রোধ করতে চাইবে।.......এভাবেই তোমরা কঠিন পরীক্ষার সম্মুখিন হবে। তোমাদের ধরপাকড় করা হবে।বন্দী করে রাখা হবে।নির্বাসিত করা হবে।তোমাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।তোমাদের বিশিষ্ট কাজগুলো বন্ধ করে দেয়া হবে। তোমাদের গৃহে তল্লাশী চালানো হবে।তোমাদের এই পরীক্ষার কাল দীর্ঘ হতে পারে। ......কিন্তু আল্লাহ ওয়াদা করেছেন যে,তার পথে সংগ্রাম করে ও কল্যানকর কাজ করে তিনি তাদেরকে সাহায্য করবেন।"

শহীদ হাসান আল বান্নার প্রতিটি কথা যেন আজ অক্ষরে অক্ষরে বাংলাদেশের জমিনে আমরা দেখতে পারছি।

আল্লাহ তোমার ওয়াদা অনুযায়ী তুমি তোমার মজলুম মানুষগুলোকে সাহায্য কর। আমীন

বিষয়: বিবিধ

২৩৬৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

214926
২৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৩
আমি মুসাফির লিখেছেন : এই সব মনিষী আমাদের মাসুলমানদের যুগে যুগে প্রেরনার উৎস হয়ে থাকবে।
২৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৯
163142
প্যারিস থেকে আমি লিখেছেন : আল্লাহ তাদেরকে উত্তম যাযা দান করুন।
214928
২৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৬
সুশীল লিখেছেন : জামাতিরা শেষ
২৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৯
163144
প্যারিস থেকে আমি লিখেছেন : কে শেষ আর কে অশেষ সেটা সময়ই বলে দেবে।
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:০০
163238
মনসুর আহামেদ লিখেছেন : @সুশীল, ১৯৭১ তরে জামাত শেষ। তাই না!
214962
২৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : যুগে যুগে ইসলামের সৈনিকরা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী ছিলেন আল্লাহর হুকুমের প্রতি অটল ছিলেন
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:২১
163242
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ।
215012
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩১
রেজাউল ইসলাম লিখেছেন : @সুশীল, তুমি নাকে তেল দিয়ে ঘুমাও, আগামিতে বাংলাদেশে এই জামাতের তরুন নেতারাই বাংলাদেশে নেতৃত্ব দিবে। আর মিশরে মুলিম ব্রাদারহুড আবার বিপুল ক্ষমতা নিয়ে ঘুরে দাঁড়াবে।
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:২১
163243
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
215081
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৯ এপ্রিল ২০১৪ রাত ১১:৩৬
163350
প্যারিস থেকে আমি লিখেছেন : Good Luck Good Luck Good Luck
215124
৩০ এপ্রিল ২০১৪ রাত ১২:৫২
Mujahid Billah লিখেছেন : কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। এই
কোরআন থেকে আমাদের বিচ্ছিন্ন করতে চায় কাফের
বেইমান মুশরেকেরা। ও আমার ভাই-বোনেরা,
যারা আমাদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে চায়
আমরা কি তাদের সাথে জেহাদের জন্য প্রস্তুত আছি ?
৩০ এপ্রিল ২০১৪ রাত ০২:০৭
163380
প্যারিস থেকে আমি লিখেছেন : Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File