ইসলামী ছাত্রশিবির একটি নির্জীব ও ভীতু ছাত্র সংগঠনের নাম

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৮ এপ্রিল, ২০১৪, ০৫:১৫:১২ সকাল



একটা সময় শুনতাম ইসলামী ছাত্রশিবির মানেই একটি সাহসী ছাত্র সংগঠন। বাংলাদেশের যে কোন ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবির একটি অপ্রতিরোদ্ধ ছাত্র সংগঠন হিসাবে নিজেদের আভির্ভুত করতে পেরেছিলো।ক্যাম্পাস কিংবা রাজপথ সবখানেই ছিলো শিবিরের সাহসী পদচারনা। শিবির মানেই ছিলো আল্লাহদ্রোহী ছাত্রনেতাদের বুকে এক অজানা আতংক। আর আল্লাহ প্রেমি নিরীহ ছাত্র-জনতার আশা আকাংখার প্রতিক ছিলো ইসলামী ছাত্রশিবির।

আজ কেন যেন একটি নির্জীব ও ভীতু ছাত্র সংগঠনে পরিনত হচ্ছে শিবির ! আজ ইসলামী ছাত্রশিবির অনেক গুলো ক্যাম্পাসেই অনুপস্হিত ! আজ ইসলামী ছাত্র শিবির মিছিল করে, যে মিছিলের নাম শিবিবের ঝটিকা মিছিল । সেই ঝটিকা মিছিলেও আগ পিছ দেখে দৌড়াতে হয় । আজ শিবিরের কোন নেতা কর্মী সমর্থক তার নিজ বাসা বাড়িতে থাকার সাহস করেনা। পরীক্ষায় অংশ নিতে ভয় পায় শিবির কর্মীরা,পুলিশ ধরে নিবে । একটার পর একটা নেতা কর্মী মারা পড়ছে, আর তারা একটি ঝটিকা মিছিল করে প্রতিবাদ জানিয়ে দায় মুক্ত হচ্ছে।

আজ কারো বাড়িতে বিয়ের অনুষ্টানে গেলে সেখান থেকেও পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আজ কারো জানাযায় শরিক হলেও সেখানে পুলিশি হানা। আজ ৫/৭ জনের একটি ঘরুয়া বৈঠক করলেও সেখানে পুলিশ গুলি চালিয়ে আহত- নিহত করছে। ৩ জন শিবির কর্মী একসাথে চা'য়ের দোকানে বসে চা পান করলেও সেখান থেকে ধরে নিয়ে গুম করছে,নতুবা গুলি করে লাশ ফেলে দিচ্ছে । আজ মসজিদ থেকে নামাজ পড়ে বের হলে পথিমধ্যে গ্রেফতার করে ৩/৪ দিন পর গুলিবিদ্ধ লাশ রাস্তায় ফেলে দেয়া হচ্ছে শিবির কর্মীদের। কতদিন হয় শিবিরের প্রতিটি কার্যালয় বন্ধ ! অথচ শিবির নির্জীব ভুমিকা পালন করছে।যেন তাদের কোন দায় দায়িত্ব নেই।

কিসের ভয়ে ? জংগি নাম গায়ে লাগবে ? সন্ত্রাসী সংগঠনের নাম গায়ে লাগবে ?

আরে সেটা তো লেগেই আছে। যতই ধৈর্য্যের সহিত পরিস্হিতি মোকাবেলা করোনা কেন সরকার ও পত্রিকাওয়ালারা তোমাদের কে জংগী-সন্ত্রাসী হিসেবেই উপস্হাপন করবে। টকসোতে পাচাটা গোলামেরা তোমাদের চৌদ্দগোষ্টী উদ্ধার করবেই। পুলিশ বন্দুক যুদ্ধের নাম দিয়ে তোমাদের বুকে চালানো প্রতিটি গুলিকে জায়েজ করে নিবেই,তাদেরকে সরকারের পক্ষ থেকে সে লাইসেন্স দেয়াই আছে। তবে কিসের ভয় ?

পুলিশের সাথে এত বন্দুক যুদ্ধ কর,কই একটাও পুলিশকে তো মরতে শুনিনা। কিসের বন্দুক যুদ্ধ কর ! পত্রিকায় দেখি পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ,আহত নিহত হও তোমরা, অথচ একটা পুলিশকে নিহত হওয়া তো দুরে থাক আহত হতেও দেখিনা । তোমরা পুলিশের সাথে কিসের সংঘর্ষ করে থাক ! শুধুই কি পুলিশ ? আওয়ামীলীগের আগে পিছে পুলিশ নিয়ে মিছিল করা সাহসী (?) যোদ্ধাদের সাথেও তোমরা সংঘর্ষ কর,গুলাগুলি কর। অথচ সেখানেও গুলিবিদ্ধ হয়ে আহত-নিহত হও তোমরা। পত্রিকাওয়ালারা তোমাদের হাতে একটা অস্ত্র দেখাতে না পারলেও তোমাদের দায়ি করে, তোমাদের গায়ে সন্ত্রাসের মলম লেপন করে নিউজ সাজিয়ে থাকে।

অথচ তোমরা নির্বিকার ! তোমরা নাকি হেকমত অবলম্বন করছো। এটা কিসের হেকমত ! তোমাদের কিসের ভয় ? তোমাদের নিষিদ্ধ করবে ? সেটা তো করেই আছে। আজ তোমরা তোমাদের প্রতিটি কর্মসূচি পালন করছো একটা নিষিদ্ধ সংগঠনের মত। অথচ তোমরা হেকমত হেকমত করছো।

হা, তাই বলে আমি তোমাদেরকে অস্ত্র হাতে নিতে বলছিনা। যেখানেই আওয়ামীলীগ কিংবা পুলিশলীগ আছে সেখানেই হামলা করে কাওকে হত্যা করার কথা আমি বলছিনা। কিংবা ক্যাম্পাসে অযথা সংঘর্ষ বাধিয়ে অপরপক্ষকে ক্যাম্পাস থেকে বিতাড়নের কথা বলছিনা।

তবে। আমি অবশ্যই তোমাদের এমনি এমনি মরতে বারন করবো। এমনি এমনি তোমাদের গায়ে জংগী কিংবা সন্ত্রাসী শব্দগুলো যোগ হতে বারন করবো। আমি চাইবো,যেখানেই যাদের সাথে বন্দুক যুদ্ধ হবে তা যেন আসলেই যুদ্ধ হয়। যেখানেই গুলাগুলি হবে সেখানে উভয় পক্ষে যেন গুলিবিদ্ধ হয়। মিছিল নিয়ে যেন না দৌড়িয়ে অপর পক্ষকে দৌড়াতে হয় সে যেই হোক আমি তাই চাই। নতুবা যেখানে একজন কর্মী মারা যাবে যার হাতে কিছুদিনের ভেতর সেই ব্যাক্তিটিও যেন বিদায় নেয় দুনিয়া থেকে সে যেই হোক। যেদেশে বিচার নেই,মানুষের নিরাপত্তা নেই, মানুষের জীবনের কোন মুল্য নেই, আদর্শের কোন ইজ্জত নেই, যে দেশে সরকার তার সকল বাহিনীকে হত্যার লাইসেন্স দিয়ে রেখেছে সেই দেশে হত্যার বদলে হত্যা চাই। শুধু আমি নয়, সারা বাংলাদেশের শান্তিপ্রিয় নিরীহ মানুষগুলো তাই ই চায়।

বিষয়: বিবিধ

৩৮৩২ বার পঠিত, ৩২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

214163
২৮ এপ্রিল ২০১৪ সকাল ০৬:০২
পাহারা লিখেছেন : টিক বলছেন
২৮ এপ্রিল ২০১৪ সকাল ০৬:০৫
162421
প্যারিস থেকে আমি লিখেছেন : ঠিক তো বলেছি,কিন্তু যারা দেখার তারা দেখবে কি না ? যারা ভাবার তারা ভাববে কি না ?
214165
২৮ এপ্রিল ২০১৪ সকাল ০৬:৩৯
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : বাংলাদেশের ইসলামি আন্দোলন এখন অতিমাত্রায় রাজনৈতিক হয়ে যাচ্ছে বলেই আমার ধারনা ! সমসাময়িক মিশরের ইতিহাস থেকে শিক্ষা নেয়ার অনেক উপাদান রয়েছে ।
২৮ এপ্রিল ২০১৪ সকাল ০৮:১৪
162427
প্যারিস থেকে আমি লিখেছেন : আল্লাহ ইসলামী আন্দোলনকে সঠিক পথে পরিচালিত করুন। আমীন
২৮ এপ্রিল ২০১৪ সকাল ০৮:১৫
162428
টোকাই বাবু লিখেছেন : ভাই নূর আমি জানি না অতিমাত্রায় রাজনৈতিক হয়ে যাচ্ছে বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন।

আর সমসাময়িক মিশরের ইতিহাস থেকে শিক্ষা নেয়ার কথা বলেছেন তো, এগুলোই পর্যালোচনার বিষয়। তবে, একটি কথা মনে রাখবেন ভাই বিপ্লব কখনো ধার করে বা ফটোকপি করে হয় না।
প্র্রত্যকটি দেশের আলাদা আলাদা কিছু বৈশিষ্ঠ আছে, রাজনৈতিক পটভূমি আছে। তাই সবদেশে একই স্টাইলে কখনোই বিপ্লব হবে না। তবে,মৌলিক বিষয়গুলো অবশ্যই একইরকম হবে। মিশর যখন আরব বস্ন্ত হয় তখন আমাদের কারো কারো মাথা নষ্ট হয়ে গিয়েছিলো। এদিকে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি উতপ্ত হতে লাগলো। শুধুমাত্র সোশ্যাল কাজ করতে হবে,এদেশের ই.আ.-র কৌশল নতুন করে ঠিক করতে হবে। কেউ কেউ তো প্রশ্নই তুলে ফেলল- আমরা কি মাক্কী না মাদানী যুগে আছি। আল্লাহর হক্ক না বান্দার হক। নাম পরিবর্তন করলেই পারে ইত্যাদি ইত্যাদি। আরে ভাই মুসলিম ব্রাদারহুড সেদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়ে স্বাধীনতা অর্জনে সবচেয়ে বড়ো ভূমিকা রাখে। তাতে কি তাদের অপবাদ দেয়া কমেছে। একটা অস্ত্রই কেউ কোনো আন্তর্জাতিক মিডিয়ায় দেখোতে পারে নাই তারপরও ব্রাদারহুড বিশ্বের অন্যতম সন্ত্রাসী সংগঠন।
আমাদের কিছু কিছু বুদ্ধিজীবী আছেন-যারা শুধু মিসরের উদাহারণ দিয়ে থাকেন। আরে ভাই মিশরে তো ডক্টরেট ডিগ্রি করা, পিএইচডি হোল্ড ধারী, বুদ্ধিজীবী, শিক্ষক, বিশিষ্ট ব্যাবসায়ীরাও যেমন আন্দোলনের সমালোচনা, পরামর্শ দিয়েছেন ঠিক তেমনি রাজপথেও শহীদ হয়ে প্রমাণ করে দিয়েছেন-কুল ইন্নাছ সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াইয়া ওয়া মামাতিলিল্লাহী রাব্বিল আলামীন . . .
বসে বসে শুধু বক্তিতা বিবৃতি, সমালোচনা আর পরামর্শ দেন নাই। তবে এটাই অস্বীকার্য যে, মিসরের ভাইদের কাছ থেকে আমাদেরও অনেককিছু শিক্ষার আছে।
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের তার দ্বীনের পথে টিকে থাকার তৌফিক দিক ও ঈমানের সাথে মৃত্যু দিন Praying Praying Praying
214166
২৮ এপ্রিল ২০১৪ সকাল ০৬:৪০
আবু মাহফুজ লিখেছেন : হ্যাঁ, প্যারিস থেকে এভাবেই লেখা যায়। আমি জানিনা আপনার বয়স কত, তবে নিঃসন্দেহে আবেগের বয়স এখনো পেরোয়নি। দুর থেকে কথা বলা খুবই সহজ। বাস্তবতা কতটুকু পোহাচ্ছেন বা জীবনে কতটুকু দেখেছেন জানিনা। আমি শিবির করিনা, বা শিবির করার বয়স অনেক আগেই পার হয়ে এসেছি। বা শিবির যে সবকিছু ঠিক করছে সেটা বলবো না। তবে বাস্তবতার পেক্ষাপটের এ ধরনের আবেগপুর্ন বাস্তবতাবর্জিত লেখার সাথে দ্ধিমত করছি।
২৮ এপ্রিল ২০১৪ সকাল ০৮:১৮
162435
প্যারিস থেকে আমি লিখেছেন : হা,হয়তো আমি আবেগ তাড়িত হয়ে লিখেছি। আর জানি আমার এই লেখার সাথে অনেকে একমত হবেন,আবার অনেক হবেন না। হতে পারে আমার এই লেখাটা বাস্তবতাবিবর্জিত,কিন্তু আজকের বাংলাদেশের কঠিন বাস্তবতাকে কিভাবে মেনে নেই ? মন যে মানেনা ।
214168
২৮ এপ্রিল ২০১৪ সকাল ০৭:৫২
টোকাই বাবু লিখেছেন : যেদেশে বিচার নেই,মানুষের নিরাপত্তা নেই, মানুষের জীবনের কোন মুল্য নেই, আদর্শের কোন ইজ্জত নেই, যে দেশে সরকার তার সকল বাহিনীকে হত্যার লাইসেন্স দিয়ে রেখেছে সেই দেশে হত্যার বদলে হত্যা চাই। শুধু আমি নয়, সারা বাংলাদেশের শান্তিপ্রিয় নিরীহ মানুষগুলো তাই ই চায়।
ভাই আল্লাহর রাসূল (সা.) কি হত্যার বদলা হত্যা করার নীতী গ্রহণ করেছেন??? করে থাকলে কোন ক্ষেত্রে, কি প্রেক্ষাপটে??? আর প্রতিবাদ মানেই কি হত্যার বদলা হত্যা??? অন্যকোনো ভাবে প্রতিবাদ বা প্রতিরোধ করা যায় না।

যদিও বা মাঝে মাঝে মনটা বিগড়ে যায়। কিন্তু . . .একটা ভুল সারাটা জীবনের কান্না আর পরকাল বরবাদ হয়ে যেতে পারে।
*ইসলামী আন্দোলন চলবে ইসলামের নিয়মের আলোকে
**ইসলামী আন্দোলনে দৃশ্যমান শৃংখলা থাকবে।


রাজপথ থেকে ততক্ষন পালানোর সুযোগ নেই, ভয়ে পিছন থেকে পলায়ন মুমিনের বৈশিষ্ট বিরোধী, দুর্বল ঈমানের লক্ষণ এমনি তা কখনো কখনো ঈমান ধ্বংসকারীও বটে। আর অপবাদ সেটা ততদিন থাকবে যতদিন এদুনিয়ায় ইসলামী আন্দোলন থাকবে। আপনি কখনোই এখান থেকে মুক্ত হতে পারবেন না।
২৮ এপ্রিল ২০১৪ সকাল ০৮:২০
162436
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাই শুধু পাখির মত গুলি খেয়ে মরতে হবে তা কি ইসলাম বলেছে? আল্লাহ রাব্বুল আলামীন তো জালিমদের কোথায় কোথায় মারবেন তাও বলে দিয়েছেন।
২৮ এপ্রিল ২০১৪ সকাল ০৮:২৮
162441
টোকাই বাবু লিখেছেন : না শুধু মরতে হবে তা বলে নি। কিন্তু এর সাথে আরো কিছু ফেক্টর জড়িত আছে। কেউ অন্যায় করলেও আপনি তাকে হত্যা করতে পারবেন না। যদি না রাষ্ট্র বা আমীর আপনাকে অনুমতি দেয়। বাকী গুলো কষ্ট করে জেনে নিবেন প্লীজ . . .
214180
২৮ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৫৩
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : ভাই টোকাই বাবু, 'আমার ভাই মরল কেন, খুনি খালেদা জবাব দে '! এজাতীয় শ্লোগান দিয়ে মুখের ফেনা কম তুলিনি! তা সে খুনি খালেদার সাথে আপোষকামিতা হলেতো আমাকে অবাক হতে হয় !
মিশরের প্রায় অর্ধেক মানুষ ব্রাদারহুডকে সমর্থন দেয়ার পরেও কেন এ করুন পরিনতি বরন করতে হয়, তা থেকে শুধু বাংলাদেশ নয় সারাবিশ্বের ইসলামি আন্দোলনের নেতা-কর্মীদের জন্য শিক্ষনীয় বিষয় রয়েছে বলেই আমি মনে করি ।
২৮ এপ্রিল ২০১৪ সকাল ০৯:০০
162446
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাই, আপনার এই কমেন্ট টা টোকাই বাবুর একটি কমেন্টের জবাবে দেন,নতুবা তিনি পাবেন না। ধন্যবাদ
২৮ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫৪
162468
টোকাই বাবু লিখেছেন : পাইচ্চি তো.....
অতিমাত্রায় রাজনৈতিক বলতে কি তাহলে আপনি এই জোটভুক্ত হওয়াকেই বুঝিয়েছেন???
আপনার মন্তব্যটা আবারও পড়ার অনুরোধ
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:১১
162478
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : ৯৫-৯৬সালে কেয়ারটেকারের জন্য আন্দোলন করতে গিয়ে আপনারা মরেন, সেই আপনারাই এখনো কেয়ারটেকারের জন্য মার খেয়ে যাচ্ছেন । আপনাদের জন্মই তাহলে এভাবে মার খাওয়ার জন্য !! রক্ত যখন ঢালবেন, পরিকল্পনাটা পাকাপোক্ত করে নিলে ভাল হয়না । ঢাল-তলোয়ার ছাড়া কেয়ারটেকার-কেয়ারটেকার বলে মার খেতে থাকবেন, রক্ত ঝরাবেন ! রক্ত যখন দিবেনই তার মূল্যটা আরেকটু শক্ত করে আদায় করে নিলে ভাল হয়না ! ৬-৭% জনসমর্থন নিয়ে কেয়ারটেকারের জন্য আপনাদের এমন কি ঠেকা পড়ল যে শুধু রক্ত ঢেলে যেতে হবে !!
214185
২৮ এপ্রিল ২০১৪ সকাল ০৯:০২
কয়েছ আহমদ বকুল লিখেছেন : আমাকে এখানে লেখার অধীকারি ভাবা নাও হতে পারে তবে বলতেই পারি তুমি অধম তাই বলে আমি উত্তম হবোনা কেন? যাঁদেরকে মরতে বা মারতে উৎসাহিত করা হচ্ছে তাঁদের সবচেয়ে বড় পরিচয় এই নয় যে তাঁরা শিবির। তাঁরা ও কোন এক মায়ের সন্তান বোনের ভাই, মারতে গেলে তাঁদেরকেও মরতে হবে আর বুক খালি হবে তাঁদেরই মা বাবা বোনের।
শিবিরের সাথে সরকারের কেন এতো দূরত্ব আমি জানিনা, আমি বারবারই বলি শিবিরকে সন্ত্রাসী ভাবার কোন কারণ নেই। কিন্তু শিবিরের হাতে নিহত হওয়া পুলিশের সংখ্যা কিন্তু কম না, পার্বত্য চট্রগ্রামে অনেক মানুষ কিন্তু শিবিরের হাতে নিহত হবার খবর আসে। ইট ছুঁড়ে পাটকেলটি খাচ্ছে শিবির, গাড়ী পুড়িয়ে নিরীহ মানুষ মারার পর এই যে শিবির মরছে মার খাচ্ছে এর জন্য শিবিরের হাইকামান্ডই কি দায়ী নয়।
লেখক কে অনুরোধ করব গত দুই বছরের পরিসংখ্যান দেখুন, প্রথম ১৪ মাস পুলিশ মার খেয়েছে এবং ১০ মাস থেকে তাঁরা মারছে। ভাই হিংসা হিংসার জন্ম দেয়। আপনি কারো কাছ থেকে সম্প্রীতির আশা করলে ভালোবাসাটা আপনার মনেও থাকতে হবে। শিবিরকে আজকের অবস্থানে নিয়ে গেছে শিবিরই। কষ্ট সেই সকল মাদের জন্য যাঁরা জামাত আওয়ামীলীগ আসলে বুঝেনই না, যাঁরা সরল মনে নিজের সন্তানটিকে পড়তে পাটিয়ে ফেরৎ পাচ্ছেন তার লাশ। লাশের রাজনীতিকে উৎসাহিত করা সহজ কিন্তু লাশ কাঁধে নিয়ে ঘরে ফেরা কঠিন এক কাজ।
২৮ এপ্রিল ২০১৪ সকাল ০৯:১৩
162448
প্যারিস থেকে আমি লিখেছেন : চমৎকার মন্তব্য করেছেন,ভালো। আপনি যে ফিরিস্তি দিলেন তা নিশ্চয় আমাদের দেশের পত্র পত্রিকার পরিসংখ্যান। আচ্ছা ভাই বলেনতো, আপনাদের পত্রিকার রিপোর্ট অনুযায়ী বলেন,গত ২০০৮ এর ২৯ শে ডিসেম্বরের পর থেকে আজ পর্যন্ত শিবিরের হাতে কয়টা মানুষ মরেছে? পুলিশ হোক কিংবা আওয়ামীলীগার হোক। পিস্তল,চায়নিজ কোড়াল,রাম দা,হকিষ্টিক হাতে কয়টা ছবি দেখেছেন শিবিরের ?
২৮ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৪০
162462
কয়েছ আহমদ বকুল লিখেছেন : আমি ফিরিস্তি দেইনি তো।
আর আপনি যে হিসাবটা জানতে চেয়েছেন তা সবার চেয়ে বেশী না হলেও শিবিরের বেলায় ও কম ছিলো না। গাড়ী পুড়িয়ে মানুষ মারার কৌশলটাও তো শিবিরেরই কম্য। যাক, শুধু মুসলমান বা মানুষ হিসাবেই নয় একটি দেশের পুলিশের বিরুদ্ধে যদি সেই দেশের নাগরিক অন্য নাগরিককে সহিংস হওয়ার উৎসাহ প্রদান করেন তা অন্যায় ও অপরাধ।
২৮ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫৮
162472
প্যারিস থেকে আমি লিখেছেন : আমি প্রতিরোধের কথা বলছি।

হা, আমি প্রতিশোধের কথাই বলছি।

যে দেশে কোন আইনের শাসন নেই,নির্বিচারে পাখির মত গুলি করে যে দেশে মানুষ মারা হয় সে দেশে কিসের পুলিশ ?
ওহহো, শিবিরতো আর মানুষ নয় !
শত ধিক এমন প্রতিবন্ধি বিবেকগুলোকে।
214221
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১১:১০
নোমান২৯ লিখেছেন : ভাইয়া ক্ষমা করো । লেখাটা বাস্তবতার সাথে একেবারে বেমানান । একেবারেই বাস্তবতাবর্জিত । আবেগতাড়িত । আর মিশর-বাংলাদেশ এবং মুসলিম ব্রাদারহুড-ছাত্রশিবির এর সাথে তুলনা করলে ঠিক হবে না । তবে এটাও ঠিক যে তাদের ক্ষমতায় আসতে প্রায় ৮০ বছর লাগছিল ।ছাত্র শিবিরের সে সময় এখনো হয়নি । আর আশা করি এরকম লাশ পড়তে পড়তে এমন এক বিস্ফোরন হবে তা কল্পনাও করতে পারবে না তাগুত বাহিনী । এবং এভাবে দমন-পীড়ন অব্যাহত থাকলে আশা করি ৬০ বছরের মাথায় ক্ষমতায় আসবে ছাত্রশিবির ।যদিও এই ঘোর হতাশার মাঝে আমার এই স্বপ্ন নিতান্তই মরীচিকার মতই । চলো দেখি ভাইয়া কি হয় । লক্ষ্যে থাকি অটুট । যার যার স্ব-স্ব দ্বায়িত্ব পালন করে ।
২৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩২
162721
প্যারিস থেকে আমি লিখেছেন : বাস্তবতার বিষয়টা হলো কে কিভাবে দেখছে তার উপর নির্ভর করে।আপনি যেটাকে বাস্তবতা বলে মনে করেন আমার কাছে সেটা অবাস্তব হতে পারে,ঠিক আমারটাও। তবে হে,সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্টরাই। আমার মনের কথাগুলো আমি জানিয়ে দিয়েছি ব্যস।
214227
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : গরম মাথার নরম নরম টাটকা উৎপাদিত পোস্ট! (আমি আপনার চেয়ে অনেক ছোট তারপরও এই কথাটা আমাকে বলতে হল, সরি)
কিছু দিন আগে চট্টগ্রামের একজন বিখ্যাত প্রবাসী ব্লগার দেশে আসছে, পুলিশের গাড়ি দেখে ওনি ভয় পেয়ে গেলেন। গাড়িটা ক্রস করার পর আমাকে বলছে সিরাজ ভাই আমার ভয় করছে, অথচ আপনার শঙ্কাহীনভাবে হেঁটে যাচ্ছেন...বাস্তবতা বড়ই কঠিন(আপনি নিশ্চয় জানেন)।
২৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪১
162731
প্যারিস থেকে আমি লিখেছেন : আলহামদুলিল্লাহ। যখন সুযোগ ছিলো তখন কঠিন সময়েও সংগঠনের সাথে থাকার চেষ্টা করেছি এবং আল্লাহ পাক রেখেছেনও।

আর সাহস এবং ভয় দুটোই আল্লাহর দান। যার ভেতরে আল্লাহ যেটা দিয়েছেন।

হে, নরম গরম কথাতো থাকবেই।শুনে কারো ভালো লাগবে আবার কারো ছান্দি গরম হবে। তাই বলে আমি কি আমার মনের কথাগুলো বলবোনা।
214247
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৬
মেঘ ভাঙা রোদ লিখেছেন : শিবির আজকাল ব্যবসা বাণিজ্য নির্ভর। ইসলামের নামে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছে।
২৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪২
162733
প্যারিস থেকে আমি লিখেছেন : ব্যবসা করা কি ইসলামে নাজায়েজ করেছে ? আর ব্যবসা করলে ইসলামের নামে করবে নাকি বৌদ্ধের নামে করবে ?
১০
214475
২৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের জন্য একটি নিয়ামত শক্তি ,,এই রাজনতিক দলকে ফিনিস করার জন্য দেশ দ্রুহিরা চক্রান্ত করতেছে। ছাত্র শিবিরকে এসব চক্রান্তকে প্রতিহত করবেই ইনশা আল্লাহ
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০২
162753
প্যারিস থেকে আমি লিখেছেন : ইনশা আল্লাহ।
১১
214590
২৮ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৭
সুশীল লিখেছেন : মেঘ ভাঙা রোদ লিখেছেন : শিবির আজকাল ব্যবসা বাণিজ্য নির্ভর। ইসলামের নামে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছে।
২৮ এপ্রিল ২০১৪ রাত ১০:৫৩
162864
প্যারিস থেকে আমি লিখেছেন : প্যারিস থেকে আমি লিখেছেন : ব্যবসা করা কি ইসলামে নাজায়েজ করেছে ? আর ব্যবসা করলে ইসলামের নামে করবে নাকি বৌদ্ধের নামে করবে ?
১২
214609
২৮ এপ্রিল ২০১৪ রাত ১১:২১
চিন্তিত মন লিখেছেন : একে বারে মনের কথা বলেছেন ভাই।
২৮ এপ্রিল ২০১৪ রাত ১১:৩০
162882
প্যারিস থেকে আমি লিখেছেন : Good Luck Good Luck Good Luck
১৩
215422
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫৪
মামুন আব্দুল্লাহ লিখেছেন : '' ৪২ বছর পর ''

স্বাধীনতার ৪২ বছরে আমরা কি স্বাধীন হয়েছি?

স্বাধীনতার ৪২ বছরে তবে কেন হত্যা আর মারামারি?

স্বাধীনতা আমার স্বাধীনতা আজ শত রক্তে বিলীন !

আমরা বাংলাদেশী বাংলা আমার ভাষা-

ভাষার জন্যে কত প্রাণ দিয়ে গেলো

কতো নিষ্পাপ মায়ের সন্তান-

মুক্তিযুদ্ধে হয়েছে স্বাধীন দেশ!

কারো হাত কারো পা জীবন হয়েছে শেষ

স্বাধীনতার ৪২ বছরে এসে কেন এতো হিসাব নিকাষ?

প্রতিদিন খবরের কাগজে আসে কতো মৃতু্র খরব !

কেউ লাশ হয়ে কেউ গুলিবৃদ্ধ হয়ে পড়ে থাকে!

স্বাধীনতার ৪২ বছরে এসে কেন এতো হানাহানি?

মায়ের কোল খালি হয়ে যায় প্রতিদিন!

রাস্তার এপাশ ওপাশ পড়ে থাকে শুধু লাশ আর লাশ !

এ-তো ৭১' নয় এ-তো স্বাধীন বাংলাদেশ!

এ-তো ফিলিস্তিন আর কাস্মীর হয় নয়!

এ-তো আমার সোনার বাংলাদেশ-

তবে কেন এতো হানাহানি মারিমারি আর লুটতরাজ?

এখনো আগের মতো ধর্ষিত হচ্ছে মা বোন আর নারী জাতি!

কিসের স্বাধীনতা কিসের অহংকার এই জাতির?

স্বাধীনতা যদি বদলে দিতো জাতির ভাবমূর্তি-

বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়াতে পাড়তো আমাদের জাতি!

স্বাধীনতার ৪২ বছরে আমরা কি স্বাধীন হয়েছি?

স্বাধীনতার ৪২ বছরে তবে কেন হত্যা আর মারামারি?

স্বাধীনতা আমার স্বাধীনতা আজ শত রক্তে বিলীন !

আমরা বাংলাদেশী বাংলা আমার ভাষা-

ভাষার জন্যে কত প্রাণ দিয়ে গেলো

কতো নিষ্পাপ মায়ের সন্তান-

মুক্তিযুদ্ধে হয়েছে স্বাধীন দেশ!

কারো হাত কারো পা জীবন হয়েছে শেষ

স্বাধীনতার ৪২ বছরে এসে কেন এতো হিসাব নিকাষ?

প্রতিদিন খবরের কাগজে আসে কতো মৃতু্র খরব !

কেউ লাশ হয়ে কেউ গুলিবৃদ্ধ হয়ে পড়ে থাকে!

স্বাধীনতার ৪২ বছরে এসে কেন এতো হানাহানি?

মায়ের কোল খালি হয়ে যায় প্রতিদিন!

রাস্তার এপাশ ওপাশ পড়ে থাকে শুধু লাশ আর লাশ !

এ-তো ৭১' নয় এ-তো স্বাধীন বাংলাদেশ!

এ-তো ফিলিস্তিন আর কাস্মীর হয় নয়!

এ-তো আমার সোনার বাংলাদেশ-

তবে কেন এতো হানাহানি মারিমারি আর লুটতরাজ?

এখনো আগের মতো ধর্ষিত হচ্ছে মা বোন আর নারী জাতি!

কিসের স্বাধীনতা কিসের অহংকার এই জাতির?

স্বাধীনতা যদি বদলে দিতো জাতির ভাবমূর্তি-

বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়াতে পাড়তো আমাদের জাতি!

.........এম.এ.মামুন...........
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২২
163697
প্যারিস থেকে আমি লিখেছেন : Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File