এক রাক্ষুসীর গল্প : হাউ মাউ ফাউ, যা পাবে তাই খাও
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৯ এপ্রিল, ২০১৪, ১২:১৬:৩৩ রাত
এক রাক্ষুসী।
ভয়ংকর রাক্ষুসী।
রক্তচোষা রাক্ষুসী।
মানুষ খেকো রাক্ষুসী।
রাক্ষুসী তার বংশ পরস্পরায় দায়িত্বটি পেয়েছে।এমনকি এক সময় সে প্রধান রাক্ষুসীতে পরিনত হয়েছে।রাক্ষুসীর বাবা সেও ছিলো ভয়ংকর রাক্ষুস।এক জনবসতিতে রাক্ষুসের চোঁখ পড়লো এবং সে ঐ জনবসতিকে বিরান ভুমিতে পরিনত করার পায়তারা করলো।রাক্ষুসের গোষ্টি এবং রাক্ষুসের পাক পেয়াদা সবাই ছিলো একই প্রকৃতির।রাক্ষুসের গোষ্টি এবং তার চ্যালা চামুন্ডার অত্যাচারে নিরীহ জনগোষ্টির মাঝে চাপা ক্ষোভ বিরাজ করলো। এক সময় সেই জনগোষ্টির সাহসী কিছু মানুষ রাক্ষুস সহ রাক্ষুসের গোষ্টির অনেককেই জানে মেরে ফেললো।মজার বিষয় হলো যখন রাক্ষুস ও তার গোষ্টির অনেককে জানে মেরে ফেলা হলো তখন রাক্ষুকের চ্যালা চামুন্ডারাও যেন খুশি হলো। কোন বাদ প্রতিবাদ না করে তারা নিরব থাকলো ।মনে হলো এমন একটি দিনের জন্য তারাও অপেক্ষায় ছিলো।
রাক্ষুসের ২ তনয়া তখন অন্য রাজ্যে রাক্ষুসী শাস্ত্রে বিদ্যা শিক্ষায় নিবিষ্ট ছিলো। এক সময়ে তারা ফিরে এলো। মনের মাঝে একটা জিঘাংসা পুষে রাখলো যে,ছলে বলে কৌশলে হলেও রাক্ষুস হত্যার বদলা নেবে জনবসতির উপর থেকে। ঠিক একটা সময় এলো।রাক্ষুসী সেই সাম্রাজ্যের মহান অধিপতি হিসাবে নিজেকে আবিস্কার করলো। তার বাবার সময়ের চ্যালা চামুন্ডা আবার তার সাথে যোগ দিলো। শুরু হলো রাক্ষুস হত্যার বদলা নেয়া।
রাক্ষুসের হত্যাকারিদের হত্যার মাধ্যমে বদলা নেয়া হলো।কিন্তু মনের জিঘাংসা দুর হলোনা। এখন এই সাম্রাজ্য যাতে আজীবনের জন্য অধিপতি হয়ে থাকা যায় তার জন্য সাম্রাজ্যের আরো কিছু ভালো মানুষকে হত্যার পরিকল্পনা করা হলো। কাজ শুরু হলো, একে একে ধরে আনা হলো সব গুলো মানুষকে। নানান অজুহাতে ভালো মানুষগুলোকে কয়েদি করে রাখা হলো এবং সময়ে সময়ে কয়েদখানা থেকে বের করে তাদের রক্ত দিয়ে পিপাসা নিবারনের আয়োজন সম্পন্ন করা হলো।
তারপর চিন্তা করলো, শুধু মানুষগুলোকে খেয়ে কি লাভ। খাইলে ওদের চৌদ্দগোষ্টি খেতে হবে,খেতে হবে সহায় সম্পত্তি যা আছে তার সব কিছুই।পরিকল্পনা অনুযায়ী ঐ ভালো মানুষগুলোর সাথে সম্পর্কৃত সকলের সম্পত্তি হিসাবের মধ্যে নিয়ে আসা হলো। এত বিশাল সম্পত্তিতে কার না চোঁখ পড়বে। এখন ঔ বিশাল পরিমানের সম্পত্তি ভোগের আয়োজন চলছে এই শ্লোগানে-হাউ মাউ ফাউ,যা আছে সবই খাও।
কিন্তু ভবিষ্যত-ই বলে দেবে আগামিতে আর কোন অতিথ আসবে কি না।
বিষয়: রাজনীতি
২৪০৬ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো....
এই ভয়ংকর রাক্ষুসির হাত থেকে বাচতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন