ব্লগারদের নিক নাম দিয়ে একটি পোষ্ট,খুজে নিন আপনার নামটি
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৮ এপ্রিল, ২০১৪, ০৫:০৫:৩৪ সকাল
আমার এই লেখাটা কেও অন্য চোখে দেখবেন না। বাচ্চা ছেলেরা এই লেখা না পড়লেও চলবে।যারা খেলাঘর বাঁধতে এসেছি অথচ এই ব্লগে এসে পাউল লেখালেখি করছি তাদেরকে আগেই হুশিয়ার করে দেই,হঠাৎ এসে যাবে মউত তাই সঠিক ইসলাম জানুন এবং ফেরারীমন নিয়ে অলীক সুখএ না থেকে মদীনার আলোয় মনকে পবিত্র করুন। তা না হলে আমাদের সকলের জীবন হবে ব্যর্থ জীবন।
চেয়ারম্যান, প্রেসিডেন্ট হই আর শাহেনশাহ হই কিংবা হই টোকাই বাবু আমাদের মনে রাখতে হবে একটা বিভীষিকাময় দিন আমাদের সকলের জন্য অপেক্ষা করছে। সেদিন তার সীমারেখার বাহিরে,তার দেয়া বৃত্তের বাইরে আমরা কেহই যেতে পারবোনা। আমীর আজম কিংবা আজকের রক্ত চোষারা কেউ কি সেদিন তার কাছে জবাবদিহীতা থেকে মুক্তি পাবে ?
আমাদেরকে এই বিষয়গুলো সুস্হ মননিয়ে চিন্তা করতে হবে। তাই বলে তরবারী হাতে নিয়ে সবাইকে জিহাদীস্ট হওয়ার জন্য বলছিনা। সুর্যের পাশে হারিকেন রেখে যেমনি কোন লাভ নেই ঠিক তেমনি আমাদের জীবনের ফেলে আসা শুকনোপাতাগুলো কুড়িয়েও কোন লাভ নেই। আসুন বিষন্নতা কাটিয়ে কালোমেঘ যুক্ত জীবন আকাশ শিশির ভেজা ভোর এর আলোর আভা দিয়ে নিরাময় করি। আমরা যেন হতভাগাদের দলে নাম না লিখি।
হে বাংলার দামাল সন্তানরা,সত্যের সৈনিকরা,জান্নাতে যেতে চাও যারা তোমরা ভোরের পাখির মত মুক্ত কন্ঠএ সুর তুলো তুমি আমার মালিক,তুমি আমার খালিক।
পরিশেষে, আসুন আমরা আমাদের শিশুর জন্য একটা সুন্দর ও পবিত্র ব্লগপাড়া গড়ে তুলি। যেখানে বিচরন করে আমাদের শিশুরা আধা শিক্ষিত মানুষ না হয়ে ইসলামের শিক্ষায় পুরো শিক্ষিত হবে। মনে করবেন না প্যারিস থেকে আমি শুধু একা এই আহবান করছি, আমার সাথে শাপলা ফুল হাতে নিয়ে কুয়েত থেকে- প্রবাসী আব্দুল্লাহ শাহীনও আছে।
মোবারক ও চিরন্জীব হোক আমাদের সকলের জীবন । আমরা যেন হঠাৎ বৃষ্টির মত এই ব্লগ থেকে হারিয়ে না যাই। জোনাকি পোকার মত জ্বলতে থাকি সারাটি জীবন।
ব্লগ পাড়ার যাদের নাম লিখতে পারিনি তাদের সকলের জন্য
বিষয়: বিবিধ
২৫৮৩ বার পঠিত, ৯৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : মডুরা বেছে বেছে মেয়েদের পোষ্ট গুলো খালি স্টিকি করে,
আমার নাম মনে রাখার জন্য ধন্যবাদ ভাইয়া।
খুবই ভালো লাগল। ধন্যবাদ।
আপনি সবাইকে চমত্কার কিছু উপহার দিলেন,
ভালো লাগলো।
অসাধারণ হয়েছে।
তবুও আপনাদের হৃদয়কে সবুজ করে তোলার জন্য ধন্যবাদ।
মানে আপনাদের হৃদয়কে আবার তরুন করে তুললাম।(ভাবিরা রাগ করলে আমার দোষ নাই)
পোস্টটা সুন্দর হয়েছে
অনেক অনেক মজা পাইলাম। ধন্যবাদ।
আল্লাহ আপনার সৃষ্টিশীল মননের শক্তি আরো বৃদ্ধি করুন। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন