ডিজিটাল দেশ
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৬ এপ্রিল, ২০১৪, ১০:৪৮:৪৯ রাত
আহা বেশ বেশ বেশ
ডিজিটালে ভরছে দেখ সোনার বাংলাদেশ
আহা বেশ বেশ বেশ।।
-
ভার্সিটিতে চলছে আজি রক্ত হোলি খেলা
সারা বাংলায় বসছে যেন সন্ত্রাসীদের মেলা।
ফ্লাশ মবের বেহায়াপনায় ভাসছে আজি দেশ
আহা বেশ বেশ বেশ।।
-
সিগারেটের কালো ধুয়া মন্ত্রী এম পি'র মুখে
নেতা কর্মী সমর্থকরা সব টানছে অতি সুখে।
মদ গাজা হেরোইন আর নেশাখোরের দেশ
আহা বেশ বেশ বেশ।।
-
উপজেলা নির্বাচনে খেল তামাশা হলো
সারা দেশে রব উঠিলো জামাত গেলো গেলো।
তাইনা শুনে জামাতিদের মুখে হাসির রেশ
আহা বেশ বেশ বেশ।।
-
সাঈদী পুতের জয় দেখিয়া পিত্তিখানি জ্বলে
মনের জ্বালায় এমন কথা নাস্তিকেরা বলে ।
দেশ প্রেমিরা বলছে বুঝি নাস্তিকের দিন শেষ
আহা বেশ বেশ বেশ।।
-
আহা বেশ বেশ বেশ
ডিজিটালে ভরছে দেখ সোনার বাংলাদেশ
আহা বেশ বেশ বেশ।।
বিষয়: বিবিধ
১৪০৯ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার মত হয়নি বেশ।
গেল মোদের দেশ!
গলায় বিঁধে ডিজিটাল বাংলা হল শেষ৷
কবিতাটি হয়েছে ভাল, আহা বেশ বেশ৷
সেই খুশিতে নাচছি আমি
খুশির নাইতো শেষ।
গলায় বিঁধে ডিজিটাল বাংলা হল শেষ
মন্তব্য করতে লগইন করুন