বিডিতে অশ্লিলতা : মডুরা কি ঘুমায় ?
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৭ মার্চ, ২০১৪, ১০:৫০:৫৯ রাত
ব্লগ নীতিমালা
যেসব বিষয় মডারেশানের আওতায় আনা হতে পারে--
১। যে কোন দরনের অশ্লীল নিক, ছবি, অডিও, ভিডিও, লেখা, বক্তব্য, কপি-পেষ্ট প্রথম পাতায় না দেওয়ার অনুরোধ করছি। অন্যথায় সরিয়ে দেওয়া হবে ।
কিন্তু এই নীতিমালা দিয়েই মডুদের যেন আর কোন কাজ নেই। আইন করলেন,কিন্তু আইনের প্রয়োগ নেই।
দুজন ব্লগার আহমেদ আরিফ ও নানা ভাই তারা তাদের নিকের সাথে যে দুটো ছবি দিয়েছেন তা অবশ্যই আপত্তিকর।
তাছাড়া,
আজ সমকালীন বাংলা সাহিত্যে অশ্লীলতা : আল মাহমুদ বনাম তসলিমা নাসরিন।
লিখেছেন ব্লগার খেলাঘর বাধঁতে এসেছি ২৭ মার্চ, ২০১৪, ০৮:০৩ রাত
তিনি যে বিষয়ে লিখেছেন সে বিষয় নিয়ে আমার আপত্তি নেই ।তবে যে ছবি ব্যবহার করেছেন তা অবশ্যই আমার ও আমাদের অনেকের কাম্য নয়।
মাঝে মধ্যে এরকম আরো অনেকের পোষ্টে দেখা যায় অনাকাংখিত ছবি দেয়া আছে। অথচ মডুরা এব্যাপারে কোন প্রদক্ষেপ নেন না। তাই স্বভাবতই প্রশ্ন জাগে মডুরা কি ঘুমায় ?
বিষয়: বিবিধ
১৫০৬ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আফনে যখন নিজে নিজের চামড়ার চউক্ষে ফ্রান্সে উলংগ মাইয়াগো দ্যাখেন, তখন কি করেন?
দাদাগিরি বাদ দেন। আগে নিজের ঈমান ঠিক করেন, পরে অন্যের সমালোচনা করেন।
নাকি এটাই নিয়ম???
মন্তব্য করতে লগইন করুন