বিডিতে অশ্লিলতা : মডুরা কি ঘুমায় ?

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৭ মার্চ, ২০১৪, ১০:৫০:৫৯ রাত

ব্লগ নীতিমালা

যেসব বিষয় মডারেশানের আওতায় আনা হতে পারে--

১। যে কোন দরনের অশ্লীল নিক, ছবি, অডিও, ভিডিও, লেখা, বক্তব্য, কপি-পেষ্ট প্রথম পাতায় না দেওয়ার অনুরোধ করছি। অন্যথায় সরিয়ে দেওয়া হবে ।


কিন্তু এই নীতিমালা দিয়েই মডুদের যেন আর কোন কাজ নেই। আইন করলেন,কিন্তু আইনের প্রয়োগ নেই।

দুজন ব্লগার আহমেদ আরিফনানা ভাই তারা তাদের নিকের সাথে যে দুটো ছবি দিয়েছেন তা অবশ্যই আপত্তিকর।

তাছাড়া,

আজ সমকালীন বাংলা সাহিত্যে অশ্লীলতা : আল মাহমুদ বনাম তসলিমা নাসরিন।

লিখেছেন ব্লগার খেলাঘর বাধঁতে এসেছি ২৭ মার্চ, ২০১৪, ০৮:০৩ রাত

তিনি যে বিষয়ে লিখেছেন সে বিষয় নিয়ে আমার আপত্তি নেই ।তবে যে ছবি ব্যবহার করেছেন তা অবশ্যই আমার ও আমাদের অনেকের কাম্য নয়।

মাঝে মধ্যে এরকম আরো অনেকের পোষ্টে দেখা যায় অনাকাংখিত ছবি দেয়া আছে। অথচ মডুরা এব্যাপারে কোন প্রদক্ষেপ নেন না। তাই স্বভাবতই প্রশ্ন জাগে মডুরা কি ঘুমায় ?

বিষয়: বিবিধ

১৫০৬ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

199003
২৭ মার্চ ২০১৪ রাত ১০:৫৯
ফেরারী মন লিখেছেন : আল মাহমুদের কবিতা বলতেই অশ্লীল । এরকম জঘন্য লেখকও যে দুনিয়ায় আছে।
২৯ মার্চ ২০১৪ সকাল ০৫:৩৮
149255
প্যারিস থেকে আমি লিখেছেন : হা,যখন তিনি অশ্লীল কবিতা লিখতেন তখন কিন্তু বাংলাদেশের সকলের প্রিয় কবি ছিলেন ।
199010
২৭ মার্চ ২০১৪ রাত ১১:৩৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মডুরা আশা করি বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন
২৯ মার্চ ২০১৪ সকাল ০৫:৩৮
149256
প্যারিস থেকে আমি লিখেছেন : দেখলেই হলো।
199014
২৭ মার্চ ২০১৪ রাত ১১:৫০
আব্দুল গাফফার লিখেছেন : Thinking Thinkingশেয়ার এর জন্য ধন্যবাদ
২৯ মার্চ ২০১৪ সকাল ০৫:৩৮
149257
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনাকেও।
199049
২৮ মার্চ ২০১৪ রাত ০৩:২৪
নানা ভাই লিখেছেন : প্যারিস থেকে আমি@ আমার নিকের ফটুকডার মইদ্যেও আফনে অশ্লীল দেখলেন!কি অশ্লীলতা দেখছেন আমার ফটুতে?
আফনে যখন নিজে নিজের চামড়ার চউক্ষে ফ্রান্সে উলংগ মাইয়াগো দ্যাখেন, তখন কি করেন?
দাদাগিরি বাদ দেন। আগে নিজের ঈমান ঠিক করেন, পরে অন্যের সমালোচনা করেন।
২৮ মার্চ ২০১৪ দুপুর ০৩:১৩
149023
দুষ্টু পোলা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৮ মার্চ ২০১৪ দুপুর ০৩:২১
149032
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখায় মনে হচ্ছে আপনি এই বিষয়ে কিছু জানেননা। আসলে আপনার ছবির বুড়ো মানুষটার যে দুটো আংগুল তুলা সে দুটোতা খারাপ অর্থ বুঝায়। এখন আমার মনে হচ্ছে মডুরাও মনে হয় এ বিষয়ে কিছু জানেন না।
199186
২৮ মার্চ ২০১৪ দুপুর ০৩:১০
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : খেলাঘর বাধঁতে এসেছি কে নোটিস দিয়ে ব্যান করাহোক।
২৯ মার্চ ২০১৪ সকাল ০৫:৩৯
149258
প্যারিস থেকে আমি লিখেছেন : সকলে এক সাথে আওয়াজ দিন।
199226
২৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৭
আওণ রাহ'বার লিখেছেন : ভাই আমি এটা বুঝিনা একজন ব্লগার ১ম দিনই কিভাবে কমেন্ট করতে পারে???(!)
নাকি এটাই নিয়ম???

২৯ মার্চ ২০১৪ সকাল ০৫:৩৯
149259
প্যারিস থেকে আমি লিখেছেন : :Thinking :Thinking :Thinking
199456
২৯ মার্চ ২০১৪ রাত ০২:৫৫
প্রবাসী মজুমদার লিখেছেন : আমরা ফেয়ার থাকতে চাই। সমর্থন করি আপনাকে। ধন্যবাদ।
২৯ মার্চ ২০১৪ সকাল ০৫:৪০
149260
প্যারিস থেকে আমি লিখেছেন : মডুরা চাইলে থাকা যাবে।
199505
২৯ মার্চ ২০১৪ সকাল ০৫:১৮
শেখের পোলা লিখেছেন : অশ্লিলতা পরিহার হোক৷ ধন্যবাদ৷
২৯ মার্চ ২০১৪ সকাল ০৫:৪০
149261
প্যারিস থেকে আমি লিখেছেন : অবশ্যই।
199803
২৯ মার্চ ২০১৪ বিকাল ০৫:২৩
আবু তাহের মিয়াজী লিখেছেন : অশ্লিলতা পরিহার হোক৷ ধন্যবাদ৷
২৯ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪০
149459
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File