হাতের লেখা সুন্দর করার উপায়
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৭ মার্চ, ২০১৪, ০১:১৫:০৫ রাত
সম্মানিত ব্লগার আমার খুব প্রিয় ব্লগারদের মধ্যে একজন প্রবাসী মজুমদার "রঙ্গের মানুষ" নামে একটি জীবনিমুলক লেখা ধারাবাহিক পোষ্ট দিয়ে যাচ্ছেন। তার ধারাবাহিকের প্রতিটি লেখাই আনন্দের এবং শিক্ষনীয়। তিনি তার ধারাবাহিকের সাত নাম্বার পর্বে হাতের লেখা বিষয়ে লিখেছেন
আমার হাতের লিখা ছিল অনেক আকর্ষনীয়। আরও বড় কথা হল, পেন্সিল আর্ট ছিল তাক লাগানোর মত। ওরা দেখে অভিভুত হত। অল্প দিনেই আমার ভক্ত হয়ে যেতো।লেখাটা পড়ে আমি চলে গিয়েছিলাম অনেক দুরে, আজ থেকে ১৫/১৬ বছর আগে।
আলহামদুলিল্লাহ।আমার হাতের লেখাটাও আল্লাহর মেহেরবানীতে খুব সুন্দর ছিলো এবং এখনো আছে। সেই সময়ে কত শত সাংগঠনিক চিঠি লিখেছি হাতে প্রেস ও কম্পিউটারের যোগ থাকা সত্যেও। কেননা আমাদের সংগঠনের একটা চিঠিও সাধারন ছাত্রদের মাঝে প্রভাব ফেলতো। যে কেও দেখলেই বুঝে নিত চিঠিটা কার হাতের লিখা।
এই লিখায় শুধু যে আমি সেরা ছিলাম তা কিন্তু নয়। আমার থেকে আরো বেশি সুন্দর করে লিখতেন আপনাদের আরেকজন পরিচিত ব্লগার আধা শিক্ষিত মানুষ। মুলত তার কাছ থেকেই লেখাটা শিখেছিলাম এবং তার লেখার অবিকল কপি করতাম। আমার থেকে আরো ২/৩ জন জুনিয়রও লেখাটা শিখেছিলো এবং সংগঠনে এই লেখার স্টাইলের একটা ধারাবাহিকতা শুরু হয়েছিলো।
প্রবাসী মজুমদারের ঐ পোষ্টে একটা কমেন্ট করেছিলাম।সেখানে
সুর্যের পাশে হারিকেন লিখেছেন : ভাইয়া, অনলাইনে সুন্দর হাতের লেখার শেখার কোন ব্যবস্থা আছে/করা যাবে? আমার খুব ইচ্ছে করতেছে শেখার জন্য।
তার এই মন্তব্য দেখে মনে হলো একটা পোষ্ট দেই হাতের লিখা প্রসংগে। এতে করে আরো অনেকে উপকৃত হতে পারে। জানিনা হাতের লেখা সুন্দর করার জন্য অনলাইনে কোন ব্যবস্হা আছে কি না । হাতের লেখা সুন্দর করার জন্য কিছু পরামর্শ :
প্রথমত, আপনাকে অন্য যে কোন একজনের হাতের লেখা অনুস্মরন করতে হবে, যার লেখাকে আপনি সুন্দর মনে করেন।এক্ষেত্রে একসাথে একাধিক হাতের সুন্দর লেখা অনুস্মরন করা মোটেও ঠিক না।
দ্বিতীয়ত, যাকে অনুস্মরন করবেন তার কাছ থেকে যদি পারা যায় তাহলে সে কিভাবে লেখে সেটা যেনে নিবেন। অবশ্য এটা জানা খুব জরুরী নয়। কেননা অনেকেই এই বিষয়ে সহযোগিতা করতে চায়না।বিশেষ করে সে যদি ছাত্র/ছাত্রী হয়।
তৃতীয়ত, একটা ভালো কলম দরকার। এক্ষেত্রে জেলকালির কলম খুবই উপকারি। ঐ কলমটা আপনি আপনার মত করে ঘোরাতে পারবেন। আর সুন্দর করে লিখতে গেলে কলমকে প্রথমে আপনার আয়ত্বে আনতে হবে।
চতুর্থত, যদি আপনি জেলকালির কলম ব্যবহার করতে না পারেন এবং নরমাল বলপেন ব্যবহার করেন তবে অপনি নিউজপ্রিন্ট কাগজ ব্যবহার করবেন। এখানেও আপনি কলম আপনার মত ঘোরাতে পারবেন।
পঞ্চমত, লেখা প্রশিক্ষনের সময় খুব ধীরে ধীরে লিখবেন এবং ৫/৬ লাইনের একটা প্যারাগ্রাফ বাচাই করবেন। একই লেখা বারবার লেখবেন। চেষ্টা করবেন আগেরটা থেকে পরেরটা আরো সুন্দর করা যায় কিভাবে।
মনে রাখবেন লেখা সুন্দর হলেই কিন্তু সব লেখা সুন্দর করে লেখা যায়না। যেমন পরীক্ষার খাতায় কিন্তু আবার সুন্দর করে লিখা যায়না।তবে অন্যের চেয়ে আপনার লেখা সুন্দর হবে এটা নিশ্চিত।
বিষয়: বিবিধ
১৫১১১ বার পঠিত, ৫৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার হাতের লেখা খুবই খারাপ ছিল। আপনার দেয়া পদ্ধতির মতই আমার এক
সহপাঠী ও বন্ধুর হাতের লেখা অনুসরণ করতে থাকি ও পড়ার সময়ে তার পাশে বসতাম। এতে আমার লেখার অনেক উন্নতি হয়, অর্থাৎ নিজের লেখা নিজে এখন পড়তে পারি।
বন্ধুটি কয়েকদিন আগে আমেরিকায় কর্মরত অবস্থায় ক্যানসারে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ্ তাকে জান্নাত দান করুন।
খুব ভালো লাগ্লো...
তার পরেও এই বয়ষে এসে একবার চেষ্টা করে দেখবো হাতের লেখা সুন্দর করার কৌশল এপ্লাই করে। আপনাকে আবারো ধন্যবাদ।
৬ নং মন্তব্যে'র জবাবে যে স্ক্যানকপিটা দিয়েছেন, তা আমি ডাউনলোড করে নিয়েছি। মাশাআল্লাহ, আপনার হাতের লেখা অসাধারন আকর্ষনীয়, অন্নেক সুইট।
পুরো পোস্টসহ স্ক্যানকপিটাও প্রিন্টকরে প্র্যাকটিস শুরু করে দিচ্ছি।
আরও একটা আবদারঃ-
বিভিন্ন স্টাইলের লেখার আরও কয়েকটা স্ক্যানকরা পেইজ শেয়ার করবেন প্লীজ। ব্যস্তহলে সময় করে আপলোড করবেন। এক সপ্তাহ/দু সপ্তাহ পরে হলেও আমি অপেক্ষায় থাকবো।
আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, সুন্দর পরামর্শ/সহযোগিতা দেয়ার/করার জন্য। এতে আমারমতো আরও অনেকেই উপকৃত হবেন বলে আমার বিশ্বাস।
সুন্দর পোষ্টটির জন্য ধন্যবাদ।
ভাল লাগল, অনেক ধন্যবাদ।
এখন আধা শিক্ষিত মানুষের লেখা প্যরিস থেকে আমি-এর কাছে যেন হারিক্যানের কাছে সুর্য।
স্ট্যাম্পে লিখে দিতে পাড়বো।
ভাইরে আমি লিখা সুন্দর করার আশা ছেড়ে দিছি।
শুকরিয়া সুন্দর পোষ্টটির জন্য হাতুড়ি
তা না হলে কিন্ত আপনাকে হাতুড়ির বাড়ি
লিখেছেন : খুব ভাল
একটি পোষ্ট
দিয়েছেন। এর
সাথে হাতে লিখা কিছূ অক্ষর
বা বাক্য
স্কেনিং করে দিলে ভাল হত। তবুও
ধন্যবাদ যে এ বিষয়ে একটি পোষ্ট
দিয়েছেন।
মন্তব্য করতে লগইন করুন