Rose Roseআমি এক রাজাকার Rose Rose

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৫ মার্চ, ২০১৪, ০৯:০৬:২৫ রাত

উনআশিতে জন্ম নেয়া

আমি এক রাজাকার।

কেননা,আমি আমার দেশকে

ভালবাসি। খুব ভালবাসি

প্রিয় বাংলাদেশ আমার জন্মভুমি।

-

আমি চাইনা আমার দেশের বিভাজন

চাইনাকো আমি বালশালী শাসন।

-

৭১ এর পরে জন্ম নেয়া

আমি এক রাজাকার।

আমি শেখ মুজিবকে জাতির পিতা

মানতে রাজি নই, কিংবা

সেই মহান নেতাকে কেও অবজ্ঞা করবে

তা কিভাবে আমি হজম করি।

-

আমি চাইনা আমার দেশে রক্তের হুলিখেলা

চাইনাকো আমি জাতীয় নেতাদের অবহেলা।

-

স্বাধীন দেশে জন্ম নেয়া

আমি এক রাজাকার।

আমি শেখ মুজিবের শাসন চাইনা

তাই বলে,পছাত্তরের পনরই আগষ্ট

কি করে আমার কাম্য হয়।

তা কি হতে পারে?

-

আমি চাইনা আমার দেশে আর কোন পছাত্তর

চাইনাকো আমি আমার দেশে নব্য স্বৈরাচার।

-

বাংলাদেশে জন্ম নেয়া

আমি এক রাজাকার

আমি শহীদ জিয়ার দল বি এন পিকে

ভালবাসিনা।তাই বলে স্বাধীনতার ঘোষক

মহান মুক্তিযোদ্ধাকে পাকিস্তানের চর বলবে

এটা কিভাবে শুনবো আমি।

-

আমি চাইনা স্বাধীনতার পক্ষ বিপক্ষ কোন শক্তি

চাইনাকো আমি আমার দেশে ভারতীয় রক্ষী।

-

মুক্তিযুদ্ধের পর জন্ম নেয়া

আমি এক রাজাকার।

আমি শাহবাগে গিয়ে চেতনা বিক্রি করিনা

আমার লক্ষ স্হীর। কিংবা,

আমার আদর্শ উন্মোচিত, যা অনন্ত কালের

মন্জিল সেতো জান্নাত।

বিষয়: বিবিধ

১৬০৭ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

187426
০৫ মার্চ ২০১৪ রাত ০৯:১১
মোঃজুলফিকার আলী লিখেছেন : অনেক সুন্দর একখান কবিতা। ধন্যবাদ।
০৬ মার্চ ২০১৪ রাত ০২:৫১
139107
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ ভাই চেষ্টা করছি।
187438
০৫ মার্চ ২০১৪ রাত ০৯:১৮
প্রবাসী মজুমদার লিখেছেন : হাহা।
তুই রাজাকার, তুই জামাতী,
ধর্মান্ধ তুই, তুই মওদুদী।

ধর্মব্যবসায় তুই একাকার
তোর সাথে আজ সব রাজাকার।

তোর জ্বালায় ঘুম হল হারাম
নেই ক্ষমতায় কোন আরাম।

তুই বানালি কেয়ার টেকার সরকার
জোট বেধে করলি একাকার।

বুঝলি তুই আজ ক্যান রাজাকার
তোর কারানে নেই ঘুম রাজার।

...............বাকহীন আমি
০৬ মার্চ ২০১৪ রাত ০২:৫২
139108
প্যারিস থেকে আমি লিখেছেন : বাকহীন কেন জনাব, ভুল কি কছু লিখিলাম।
187439
০৫ মার্চ ২০১৪ রাত ০৯:২০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : চমত্কার লিখেছেন ,আমি বড় রাজাকার কারণ আমার জন্ম আরো পরে ।
০৬ মার্চ ২০১৪ রাত ০২:৫৩
139110
প্যারিস থেকে আমি লিখেছেন : শুধু পরে জন্ম নিলেই রাজাকার হওয়া যায়না।দেখছেন না আপনার বয়েসী অনেকেই মুক্তিযোদ্ধা।
187470
০৫ মার্চ ২০১৪ রাত ০৯:৫৭
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমিতো তার পরে জন্ম নিয়েছি, আমিও রাজাকার।
০৬ মার্চ ২০১৪ রাত ০২:৫৩
139111
প্যারিস থেকে আমি লিখেছেন : শুধু পরে জন্ম নিলেই রাজাকার হওয়া যায়না।দেখছেন না আপনার বয়েসী অনেকেই মুক্তিযোদ্ধা।
187533
০৬ মার্চ ২০১৪ রাত ১২:৫৭
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : তুই একটা রাজাকার- চুক চুক
০৬ মার্চ ২০১৪ রাত ০২:৫৪
139112
প্যারিস থেকে আমি লিখেছেন :
আমি এক রাজাকার
তুমি বলছো চমৎকার
চুক চুক গুলাকার।
০৬ মার্চ ২০১৪ রাত ০৩:০৪
139120
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : হা কবি ভালো কবি হলেন বুঝি?????????????
চুক চুক
187534
০৬ মার্চ ২০১৪ রাত ১২:৫৮
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : প তে প্যারিস- তুই রাজাকার তুই রাজাকার- হা হা- চুক উচক
০৬ মার্চ ২০১৪ রাত ০২:৫৫
139114
প্যারিস থেকে আমি লিখেছেন :
এ তে এনামুল
তুই ব্লগার তুই ব্লগার।
187539
০৬ মার্চ ২০১৪ রাত ০১:১৬
জোবাইর চৌধুরী লিখেছেন : কবিকে ধন্যবাদ।
০৬ মার্চ ২০১৪ রাত ০২:৫৫
139115
প্যারিস থেকে আমি লিখেছেন : আমিও কবি !!!:Thinking :Thinking :Thinking
০৬ মার্চ ২০১৪ দুপুর ১২:১৮
139226
জোবাইর চৌধুরী লিখেছেন : হুম..
আপনিও কবি
আপনার মধ্যেই লুকায়িত
মহাকবি বাল্মিকীর ছবি। Broken Heart Winking
187558
০৬ মার্চ ২০১৪ রাত ০২:০৭
সজল আহমেদ লিখেছেন : শেষের দিকটায় চেতনা আঘাতপ্রাপ্ত হয়েছে।আপনাকে জেলে প্রেরণ করিতে হইবে।এত্তবড় সাহস চেতনায় আঘাত করে!
০৬ মার্চ ২০১৪ রাত ০২:৫৬
139116
প্যারিস থেকে আমি লিখেছেন : আমাকে জেলে নেবেন আপনি কি গোপালি।
০৬ মার্চ ২০১৪ সকাল ১০:৩৪
139191
সজল আহমেদ লিখেছেন : গোপালি খেকখেক
187580
০৬ মার্চ ২০১৪ রাত ০২:৪২
মাটিরলাঠি লিখেছেন : আমি শাহবাগে গিয়ে চেতনা বিক্রি করিনা
আমার লক্ষ স্হীর। কিংবা,
আমার আদর্শ উন্মোচিত, যা অনন্ত কালের
মন্জিল সেতো জান্নাত। Rose Rose

যাযাকাল্লাহু খাইরান।

০৬ মার্চ ২০১৪ রাত ০২:৫৭
139117
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনারও শুকরিয়া।
১০
187637
০৬ মার্চ ২০১৪ সকাল ০৭:৩৫
রাইয়ান লিখেছেন : বাংলাদেশী রাজাকারকে তার সুন্দর কবিতাটির জন্য অশেষ ধন্যবাদ ! Happy
০৬ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪৮
139293
প্যারিস থেকে আমি লিখেছেন : অসংখ্য শুকরিয়া আপনার প্রতি।
১১
187641
০৬ মার্চ ২০১৪ সকাল ০৮:১১
শেখের পোলা লিখেছেন : চেতনা নাই যার,
সে হয় রাজাকার৷
প্রত্যয় আছে বুকে যার,
দেশ রক্ষা করার,
উহাদের কথায়,
সেই হল রাজাকার৷
০৬ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫২
139294
প্যারিস থেকে আমি লিখেছেন : তাইতো আমি এক রাজাকার।
১২
188336
০৭ মার্চ ২০১৪ সকাল ১১:৪৬
আবু আশফাক লিখেছেন : আমার এক ক্লাসমেট মুক্তিযোদ্ধা। আমার জন্ম ৭৫'এ, ক্লাসমেটের বয়স??????
সুতরাং......

০৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৭
139736
প্যারিস থেকে আমি লিখেছেন : আগে বলেন আপনি কি ওনার প্রেতাত্বা। উনি কে বুঝতেছেনতো।
১৩
189524
০৯ মার্চ ২০১৪ রাত ০৮:৩৭
অজানা পথিক লিখেছেন : Happy
০৯ মার্চ ২০১৪ রাত ০৯:৩২
140640
প্যারিস থেকে আমি লিখেছেন : Love Struck Love Struck Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File