আমি এক রাজাকার
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৫ মার্চ, ২০১৪, ০৯:০৬:২৫ রাত
উনআশিতে জন্ম নেয়া
আমি এক রাজাকার।
কেননা,আমি আমার দেশকে
ভালবাসি। খুব ভালবাসি
প্রিয় বাংলাদেশ আমার জন্মভুমি।
-
আমি চাইনা আমার দেশের বিভাজন
চাইনাকো আমি বালশালী শাসন।
-
৭১ এর পরে জন্ম নেয়া
আমি এক রাজাকার।
আমি শেখ মুজিবকে জাতির পিতা
মানতে রাজি নই, কিংবা
সেই মহান নেতাকে কেও অবজ্ঞা করবে
তা কিভাবে আমি হজম করি।
-
আমি চাইনা আমার দেশে রক্তের হুলিখেলা
চাইনাকো আমি জাতীয় নেতাদের অবহেলা।
-
স্বাধীন দেশে জন্ম নেয়া
আমি এক রাজাকার।
আমি শেখ মুজিবের শাসন চাইনা
তাই বলে,পছাত্তরের পনরই আগষ্ট
কি করে আমার কাম্য হয়।
তা কি হতে পারে?
-
আমি চাইনা আমার দেশে আর কোন পছাত্তর
চাইনাকো আমি আমার দেশে নব্য স্বৈরাচার।
-
বাংলাদেশে জন্ম নেয়া
আমি এক রাজাকার
আমি শহীদ জিয়ার দল বি এন পিকে
ভালবাসিনা।তাই বলে স্বাধীনতার ঘোষক
মহান মুক্তিযোদ্ধাকে পাকিস্তানের চর বলবে
এটা কিভাবে শুনবো আমি।
-
আমি চাইনা স্বাধীনতার পক্ষ বিপক্ষ কোন শক্তি
চাইনাকো আমি আমার দেশে ভারতীয় রক্ষী।
-
মুক্তিযুদ্ধের পর জন্ম নেয়া
আমি এক রাজাকার।
আমি শাহবাগে গিয়ে চেতনা বিক্রি করিনা
আমার লক্ষ স্হীর। কিংবা,
আমার আদর্শ উন্মোচিত, যা অনন্ত কালের
মন্জিল সেতো জান্নাত।
বিষয়: বিবিধ
১৬০৭ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তুই রাজাকার, তুই জামাতী,
ধর্মান্ধ তুই, তুই মওদুদী।
ধর্মব্যবসায় তুই একাকার
তোর সাথে আজ সব রাজাকার।
তোর জ্বালায় ঘুম হল হারাম
নেই ক্ষমতায় কোন আরাম।
তুই বানালি কেয়ার টেকার সরকার
জোট বেধে করলি একাকার।
বুঝলি তুই আজ ক্যান রাজাকার
তোর কারানে নেই ঘুম রাজার।
...............বাকহীন আমি
আমি এক রাজাকার
তুমি বলছো চমৎকার
চুক চুক গুলাকার।
চুক চুক
এ তে এনামুল
তুই ব্লগার তুই ব্লগার।
আপনিও কবি
আপনার মধ্যেই লুকায়িত
মহাকবি বাল্মিকীর ছবি।
আমার লক্ষ স্হীর। কিংবা,
আমার আদর্শ উন্মোচিত, যা অনন্ত কালের
মন্জিল সেতো জান্নাত।
যাযাকাল্লাহু খাইরান।
সে হয় রাজাকার৷
প্রত্যয় আছে বুকে যার,
দেশ রক্ষা করার,
উহাদের কথায়,
সেই হল রাজাকার৷
সুতরাং......
মন্তব্য করতে লগইন করুন