বনভোজন : দাওয়াতি কাজের উত্তম হাতিয়ার Rose Rose

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০১ মার্চ, ২০১৪, ১১:২১:২৩ রাত



বনভোজন,এই নামটা যখন ছোটকালে শুনতাম তখন মনে হত বনের মাঝে গিয়ে কিছু একটা খাওয়া দাওয়া করাকেই বনভোজন বলে। আসলে সত্যিকার অর্থে অনেকের বনভোজন মানেই সেই রকম কিছু একটা। তার প্রমানও পেলাম যখন একবার বন্ধু বান্ধবদের নিয়ে কোন এক বনভোজনে গিয়েছিলাম। বাড়ি থেকে বিরিয়ানী রোষ্ট রান্না করে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। যাত্রা পথে গাড়িতে মাইক লাগিয়ে উচ্চ আওয়াজে হিন্দি বাংলা ঝুমুর ঝুমুর গান বাজানো আর স্পটে গিয়ে দল বেধে ঘুরাঘুরি এবং দুপুরে একসাথে খাওয়া দাওয়া ছাড়া আর কিছুই দেখিনি। হিন্দি গানের ক্যাসেটই বেশি বাজতো এবং সম্ভবত এখনো বাজে।

বড়লেখা শহরের প্রাণকেন্দ্রে বাড়ি হওয়ার সুবাধে সারাদিনই শুনতে পেতাম হাওয়া হাওয়া ও হাওয়া, আই এম এ ডিস্কো ডান্সার আর ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায়, ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় মার্কা হিন্দি বাংলা গান গুলো। এখনো বাজে কেননা আমরা আগের থেকে এখন অনেক বেশি ডিজিটাল হয়েছি। আর এখনতো হিন্দি গানের ছড়াছড়ি। মাইকের উচ্চ আওয়াজ থেকে মসজিদ মাদ্রাসাও রক্ষা পায়না।

কিছুদিন পর শিবিরের উদ্যোগে এক বনভোজনে গিয়ে জানতে পারলাম এটা শুধু বনভোজন নয় এটা একটা শিক্ষা সফর। তাদের ব্যানারেও লেখা দেখলাম বনভোজনের যায়গায় শিক্ষা সফর। সে আরেক সমস্যা, মাথায় প্রশ্ন বনভোজনে গেলে আবার শিক্ষা অর্জন হয় কিভাবে ? দেখা যাক কিভাবে শিক্ষা অর্জন হয়। ছুটলাম তাদের সাথে। দেখলাম সফরটা শুরু হওয়া থেকে শেষ পর্যন্তই শিক্ষা। সব কিছুতে সুন্দর ডিসিপ্লিন। কি গাড়িতে উঠা,কি গাড়িতে থেকে নামা কোন ধাক্কা ধাক্কি নাই। প্রত্যেকে সুন্দরমত গাড়ির সীটে গিয়ে বসলো। খাবার নিয়ে নেই কোন টানাহেছড়া,মারামারি। সবাই যেন অন্যকে ভালোটা খাইয়ে তৃপ্তি পাবে। নামাজের সময় নামাজ জামায়াতের সাথে আদায় করা। খেলাধুলা সহ নানা রকম প্রতিযোগিতার আয়োজন । যেখানে কুরআন হাদিসের বিষয়াদিও থাকে। থাকে সাংস্কৃতিক প্রতিযোগিতা। পুরস্কার বিতরনি ও আলোচনা । আলোচনায় ফুটে উঠে আল্লাহর সৃষ্টি জগতের নানান দিক।

আমার মনে পড়ে, একবার আমাদের মাধবকুন্ড জলপ্রপাত পরিদর্শনে এসে শিবিরের এক কেন্দ্রীয় নেতা (সাবেক) বলেছিলেন, তার কাছে মনে হচ্ছে পুরো পাহাড়টি যেন আল্লাহর ভয়ে সদা কাঁদছে। অথচ আমরা সবাই মাধবকুন্ডে যাই আর পানির মধ্যে কিছুক্ষন ধাপাধাপি করে দিন শেষে বাড়ি ফিরি। ঐ নেতার বক্তব্য শুনার পর এখন কোথাও গেলে আমি আল্লাহর নিদর্শন দেখে কিছু শেখার চেষ্টা করি।

বলছিলাম,বনভোজন দাওয়াতি কাজের অন্যতম হাতিয়ার। হা, আমি এখন পর্যন্ত অসংখ্য জনকে পেয়েছি যারা শুধুমাত্র বনভোজন বা শিক্ষা সফরে গিয়ে ইসলামি আন্দোলনে শরিক হয়েছেন। যারা বিভিন্ন সময়ে অন্যদের সাথে বনভোজনে গিয়ে তাদের পরিবেশ ও বিশৃংখলা দেখে এসেছেন তারা যখন কোন ইসলামি আন্দোলনের সাথে বনভোজনে যান তখন আন্দোলনের শৃংখলা ও সুন্দর আয়োজন দেখে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে পরবর্তি সময়ে আন্দোলনে শরিক হবেন। যেখানে খাবার দাবার নিয়ে অহরহ মারামারি হয় সেখানে এধরনের বনভোজনে অন্যকে খাওয়ার প্রতিযোগিতা হয়। যাদেরকে এমনি এমনি সংগঠনের কোন প্রোগ্রামে আনা যায়না তাদেরকে বনভোজনের মাধ্যমে কাছাকাছি নিয়ে আসা যায় এবং তাদের অন্তরে ভালো মন্দ দুইটির রেখাপাত সৃষ্টি হয়।

আজ সকালে ঘুম থেকে উঠেই ফেসবুক খুলে দেখলাম ৩ হাজার মানুষ নিয়ে কাতারে বনভোজন হচ্ছে। আমার বিশ্বাস এই ৩ হাজারে অন্তত ১ হাজার হবে যারা আন্দোলনে হয়তো জড়িত নয়। কিন্তু আজকের এই বনভোজনের পর অনেকেই এই আন্দোলনে জড়িত হবেন এতে কোন সন্দেহ নেই, ইনশা আল্লাহ। আল্লাহ তায়ালার পবিত্র বানী তোমরা আল্লাহর পথে মানুষকে ডাক বুদ্ধিমত্তা ও উত্তম ভাষনের মাধ্যমে। আর এই কাজটি যেন করছে ইসলামি আন্দোলন। তারা উত্তম ভাষনের পাশাপাশি এই ধরনের আয়োজন করে বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন।

বিষয়: বিবিধ

১৭৭৪ বার পঠিত, ৩৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

185218
০১ মার্চ ২০১৪ রাত ১১:৩৬
বাকপ্রবাস লিখেছেন : Rose Rose Rose Rose Rose Rose
০২ মার্চ ২০১৪ রাত ০১:০১
137180
প্যারিস থেকে আমি লিখেছেন : =Happy =Happy =Happy
185221
০১ মার্চ ২০১৪ রাত ১১:৩৭
মুক্তির মিছিল লিখেছেন : পুরনো দিনের কথা মনে করিয়ে দিলেন ভাই!
০২ মার্চ ২০১৪ রাত ০১:০১
137181
প্যারিস থেকে আমি লিখেছেন : Praying Praying Praying
185262
০২ মার্চ ২০১৪ রাত ১২:২৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন বনভোজন দাওয়াতি কাজের উত্তম হাতিয়ার। আমার বিশ্বাস এই বনভোজন থেকে অন্তত অর্ধেক ভাই ইসলামী আন্দোলনে শরিক হবেন।
০২ মার্চ ২০১৪ রাত ০১:০২
137182
প্যারিস থেকে আমি লিখেছেন : Good Luck Good Luck Good Luck
185273
০২ মার্চ ২০১৪ রাত ১২:৫০
গেরিলা লিখেছেন : প্যারিস থেকে আবার কাতার গেলেন কবে?
০২ মার্চ ২০১৪ রাত ০১:০৩
137186
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনি এতদিন কোথায় ছিলেন ? আমি প্যারিস থেকে কাতার গেলাম কিভাবে সেটা আমার পোষ্টে লিখেছি।
185283
০২ মার্চ ২০১৪ রাত ১২:৫৮
সজল আহমেদ লিখেছেন : অনেক ভাল লাগল ভাই।
০২ মার্চ ২০১৪ রাত ০১:০৪
137187
প্যারিস থেকে আমি লিখেছেন : যাক আপনি এসেছেন আপনাকে Good Luck Good Luck Good Luck
০২ মার্চ ২০১৪ রাত ০১:১০
137194
সজল আহমেদ লিখেছেন : Happy আপনি পারেন ও হাঃহাঃহাঃ
185284
০২ মার্চ ২০১৪ রাত ১২:৫৮
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ স্বাগতম স্বাগতম
০২ মার্চ ২০১৪ রাত ০১:০৪
137188
প্যারিস থেকে আমি লিখেছেন : Good Luck Good Luck Good Luck
185295
০২ মার্চ ২০১৪ রাত ০১:২১
মায়িশাহ মুনাওয়ারাহ লিখেছেন : ভালো লাগলো।
০২ মার্চ ২০১৪ রাত ০১:৩৩
137205
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনাকে স্বাগতম।
185311
০২ মার্চ ২০১৪ রাত ০১:৫৮
বড়মামা লিখেছেন : আমারও যাইতে মন চায় । সুন্দর ভালো লগলো আপনাকে অনেক ধন্যবাদ ।
০২ মার্চ ২০১৪ রাত ০৩:২৬
137241
প্যারিস থেকে আমি লিখেছেন : যান, কে আপনাকে নিষেধ করেছে। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
185352
০২ মার্চ ২০১৪ সকাল ০৭:৫৭
শেখের পোলা লিখেছেন : মাশা আল্লাহ! এমন বনভোজন ঘন ঘন হোক৷ ধন্যবাদ৷
০২ মার্চ ২০১৪ দুপুর ০২:২৭
137352
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ।
১০
185524
০২ মার্চ ২০১৪ দুপুর ০৩:২১
০২ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৯
137386
প্যারিস থেকে আমি লিখেছেন : Broken Heart Broken Heart Broken Heart
১১
185555
০২ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৫
আধা শিক্ষিত মানুষ লিখেছেন :

ফেইস বুকে আধা শিক্ষিত মানুষের ইনবক্সে এই ম্যাসেজটি পাঠিয়েছেন আবু তাহের মিয়াজী। আশা করি প্যারিস থেকে আমি এ ব্যাপারে উনার বক্তব্য প্রদান করবেন।
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
137464
প্যারিস থেকে আমি লিখেছেন : সত্যিকার অর্থেই আমি দুঃখিত। আসলে আমি এভাবে চিন্তা করিনি। যারা আমার এই কাজে কষ্ট পেয়েছেন বা আমার এমন কাজে যদি তাদের কোন ক্ষতি হয় তাহলে আমি তাদের কাছে ক্ষমাপ্রার্থী। এর থেকে আমার একটা শিক্ষাও হলো যে কারো অনুমতি না নিয়ে এটা করা ঠিক নয়।
০৩ মার্চ ২০১৪ রাত ০২:৪০
137687
আবু তাহের মিয়াজী লিখেছেন : আমি ও ক্ষমাপ্রাথী ভাইজান । আপনাকে নাবলার কারনে.............
০৩ মার্চ ২০১৪ দুপুর ০২:২১
137852
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : সামান্য সিসটেমের কারণে একটা সুন্দর জিনিস কিভাবে অসুন্দর হয়ে যায়। ব্লগটা যখন প্রকাশ করা হলো, তখন বিভিন্ন ছবি ব্লগটাকে আকর্ষণীয় করে রেখেছিল। কিন্তু আবু তাহের মিয়াজীর চোঁখ রাঙানীতে প্যারিস থেকে আমি ঘরটা ভেঙে চুরমার করে দিলেন। অথচ কেবলমাত্র পোষ্টের নিচে এডিট করে ছবির জন্য তথ্যসূত্র উল্লেখ করলেই হয়ে যেতো। মাঝ খানে আমরা ক্ষতিগ্রস্থ হলোম।
০৩ মার্চ ২০১৪ রাত ১০:৪৪
138027
প্যারিস থেকে আমি লিখেছেন : আধা শিক্ষিত মানষের চেয়েও যে আমি কম শিক্ষিত এটাতো আর মিথ্যা নয়।
০৫ মার্চ ২০১৪ রাত ০২:০০
138575
বাকপ্রবাস লিখেছেন : এইখানে গ্যাঞ্জাম খানকে লাগবে গ্যাঞ্জাম ছুটানোর জন্য আর উপায় দেখছিনা
০৫ মার্চ ২০১৪ রাত ০২:১৬
138582
আবু তাহের মিয়াজী লিখেছেন :
০৫ মার্চ ২০১৪ রাত ০৩:৩৪
138586
প্যারিস থেকে আমি লিখেছেন : গ্যাঞ্জাম কোথায় দেখলেন। সামান্য অসতর্কতার জন্য একটু এলোমেলো হয়ে গেছে, এই যা। মিয়াজী ভাই সত্যিকার অর্থেই আমি কিছু মনে করিনি।
১২
185580
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
আবু আশফাক লিখেছেন : বরাবরের মতোই সুন্দর। অনেক ধন্যবাদ।
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
137466
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
১৩
185644
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
মোহাম্মদ লোকমান লিখেছেন : অসাধারণ বাস্তব উপলব্দি।
আমি যে দেশে থাকি সেখানে এর অনেক ফল পেয়েছি। কিন্তু বর্তমানে পারছি না কড়াকড়ির কারণে।
০২ মার্চ ২০১৪ রাত ০৮:০৬
137543
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
১৪
185808
০৩ মার্চ ২০১৪ রাত ০১:০৭
কোহেলি লিখেছেন : Rose Rose Rose Good Luck Good Luck Bee Bee
০৩ মার্চ ২০১৪ রাত ০১:২৫
137666
প্যারিস থেকে আমি লিখেছেন : Good Luck Good Luck Good Luck
১৫
185830
০৩ মার্চ ২০১৪ রাত ০২:১১
মনসুর আহামেদ লিখেছেন : আপনার সাথে একমত।
০৩ মার্চ ২০১৪ রাত ০৩:৩৩
137696
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ।
১৬
187286
০৫ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৪
প্রবাসী মজুমদার লিখেছেন : ভাল লাগল পড়ে। আপনার সুচিন্তিত পোষ্টের সমাপ্তিটা ভাল লাগার মত। ধন্যবাদ।
০৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
138849
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনাদের উৎসাহ অনুপ্রেরনা আমাদের চলার পাথেও।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File