মাস পেরিয়ে বছরে : সকলের ভালবাসায় সিক্ত যেজন
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:০৪:৩০ সকাল
সমস্ত প্রসংশা আকাশ ও জমিনের মালিক,বিচার দিনের একমাত্র অধিপতি মহান আল্লাহ রাব্বুল আলামীনের,যিনি একান্ত মেহেরবানী করে আমার মত একজন অদমের হাত দিয়ে সামান্য কিছু লিখার তাওফিক দিয়েছেন। আমি জানি,লিখার মত ক্ষমতা বা যোগ্যতা কোনটিই আমার নেই। যা কিছুই লিখেছি তা শুধুমাত্র আমার মালিকের একান্ত অনুগ্রহ বৈ কিছু নয়। তিনিই একমাত্র অনুগ্রহ দিয়ে এই একটি বছর আমাকে আপনাদের সাথে রেখেছেন। তাই হৃদয়ের সবটুকুন অনুভুতি দিয়ে,নত শীরে আল্লাহ সুবহানাহু তায়ালার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ ।
আজ থেকে ঠিক ১২মাস আগে টুডে ব্লগে একাউন্ট খুলেছিলাম। তারও ৫ দিন পর একটা আশংকা দিয়ে লিখা শুরু করি । আশংকাটা ছিলো এরকম' আবার লিখব,যদি বন্দ্ধ না হয়!' হা,এই আশংকাজনক শিরোনাম দিয়েই লেখা শুরু করি। কেননা তারও মাত্র কিছুদিন আগে আমি ব্লগ নামক শৃজনশীল প্লাটফরমের সাথে পরিচিত হই । হাতে গুনা কয়েকটি লিখাও পোষ্ট করি । ঠিকমত ব্লগারদের সাথে পরিচিতও হতে পারিনি তার পূর্বেই সরকার বাহাদুর তাদের বিশাল ক্ষমতাবলে সেই সোনা ব্লগ বন্ধ করে দেয় । খুব কষ্ট পেয়েছিলাম । তাই টুডে ব্লগে আসার পর এটাও বন্ধ করে দিতে পারে বলে আমার আশংকা ছিলো । আর সেই আশংকা বার বার প্রমানিতও হয়েছে । আমাদের দেশের বিশাল ক্ষমতাধর সরকার কতবারই না চেষ্টা করলো টুডে ব্লগ বন্ধ করে দেয়ার।বন্ধ করে দিয়েছেও। কর্তৃপক্ষ নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েও ব্লগটি সচল রাখার আপ্রান চেষ্টা চালিয়েছে এবং সফল হয়েছে । আর তারা সফল হয়েছে বলে আমরাও প্রতিনিয়ত লিখে চলেছি অবিরাম । তাই, অসংখ্য শুকরিয়া ব্লগের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি ।
আমার ব্যক্তিগত পাতার প্রথম পাতায় নিক এর নিচে কিছু কথা লিখেছিলাম । কথাগুলো ছিলো" টুডে ব্লগের সবাই আমাকে ভালবাসে কি না জানিনা,তবে আমি সবাইকে ভালবাসি আল্লাহর জন্য,জানিয়ে দিলাম,শুধু নাস্তিকদের ছাড়া "আজ মনে হচ্ছে আমার এই লেখাটা পরিবর্তন করা দরকার । প্রবাসী আব্দুল্লাহ শাহীন জানিয়ে দিয়েছে ব্লগাররা আমাকেও ভালবাসে । আজ প্রবাসী বর্ষপূর্তির শুভেচ্ছা প্রিয় ব্লগার"প্যারিস থেকে আমি " ভাইকে এই শিরোনামে একটা পোষ্ট দেয় যা দেখে আমি খুবই আবেগাপ্লুত হয়ে যাই । ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা প্রবাসীকে ,শুধু এতটুকুই বলি -হে প্রবাসী তোমাকে ভালবাসি আর ভালবাসি ব্লগারদের ,যারা আমার লেখা পড়ে মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ ও অনুপ্রেরনা দিয়ে থাকেন । পাশাপাশি একজনের কথা না বললেই নয়,যিনি সেই ছোট বেলা থেকেই আমাকে ভালবাসেন ,আমার সকল বিষয়ে অনুপ্রেরনা যোগান এবং ব্লগ নামক স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্টানের সাথে আমাকে পরিচয় করিয়ে দেন। তিনি আর কেও নন,তিনি আমাদের সকলের পরিচিত ব্লগার আধা শিক্ষিত মানুষ । তাকে আর শুভেচ্ছা জানানোর প্রয়োজন মনে করছিনা। কারন তাকে শুভেচ্ছা জানাতে গেলে কত কিছুরই শুভেচ্ছা জানাতে হয় ।
আর হা, আরও একজন আছেন যার কাছ থেকে আমি অনেকটা সময় ধার করে ব্লগ লিখি, এমন কি ব্লগটি লিখার পর পোষ্ট দেয়ার পূর্বে তাকে দিয়ে বানান দেখিয়ে নেই। যে লেখাটি আমি তাকে না দেখিয়ে পোষ্ট করেছি সেই লেখাতেই অসংখ্য বানান ভুল বের হয় যা আমি পরে আবার এডিট করি। তাই তাকে আমার এক বছর পুর্তিতে
আমি যে খুব ভালো লিখি সেটা বলার মত কোন সাহস আমার নেই। তবুও লিখে চলেছি শুধুমাত্র আপনাদের সাথে থাকার জন্য। ঐ গল্পের মত ,
" রাজার বাগান বাড়ি নিলাম ডাকা হবে। তাই রাজ্যের সকল ধনী ধনী ব্যক্তিবর্গ হাজির রাজার বাগান বাড়িতে নিলামে অংশ নেয়ার জন্য। তাদের সাথে এক ফেরিওয়ালাও হাজির রাজার বাগান বাড়িতে । তাকে প্রশ্ন করা হলো,তুমিতো একজন ফেরিওয়ালা ,তোমার এত টাকা হলো কিভাবে যে তুমি নিলামে অংশ নিচ্ছ। ফেরিওয়ালা বললো, আমি জানি নিলামে অংশ নিলেও বাগান বাড়ি নিতে পারবোনা।তবুও এজন্য হাজির হয়েছি , রাজার বাগান বাড়ি নিলামে কারা কারা হাজির ছিলো হয়েছিলো এই গল্প যখন চারিদিকে শুরু হবে তখন লোকজন আমার নামটাও বলাবলি করবে।
এই প্যারিসে থেকে আমি যখন ব্লগে লিখি এবং তা সামাজিক মিডিয়া ফেবুতে শেয়ার করি তখন অনেক পরিচিতজনেই প্রথম প্রথম একটু আধটু টিটকারি করতেন। অনেকে আমাকে ডাকতেন কি ব্লগার ভাই বলে। কেও কেও আবার মজা করে বলতেন আপনি আস্তিক না নাস্তিক । বিশ্বাস করেন তাদের এধরনের কথায় আমি কখনো সামান্যতম মন খারাপ করিনি। কেননা তারা টিটকারি করে কি ব্লগার ভাই বললেও আমার কেন জানি ভালো লাগতো। সত্যি কথা বলতে কি নিজেকে একজন ব্লগার হিসাবে পরিচয় দিতে ভালো লাগে। আর আস্তিক না নাস্তিক এটা তারা মজা করে বলতো। আবার অনেকে প্রসংশা করেন এবং বিভিন্ন সাইটে লেখাটা শেয়ার করতে পরামর্শ দেন । ফেবুতেও অনেকে লাইক দেন,মন্তব্য করেন এবং লেখাটা শেয়ার করেন। তাদের প্রতিও শুকরিয়া।
স্বপ্ন দেখি সত্য ও সুন্দরের।আহত হই সত্যের পরাজয়ে।মনের মাঝে কতশত এলোমেলো ভাবনা এসে জড়ো হয়।ভাবনা গুলো চাই সকলের সাথে শেয়ার করতে।কিন্তু সীমাহীন অযোগ্যতায় আর লিখা হয়না।ভাবনা গুলো গুমড়ে মরে সমাধিত হয় নীরবে।
এতদিন আমার ব্লগের হিসাব ছিলো মাস দিন দিয়ে। কাল থেকে শুরু হবে বছর মাস ও দিন দিয়ে। তাই আমার এক বছর পুর্তির এই শুভক্ষনে আপনাদের সকলের জন্য
বিষয়: বিবিধ
১৩৫৪ বার পঠিত, ৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেকটা পথ ধরে এগিয়ে লক্ষ্য পানে......................
আছে আজ মানি,
বা আদব বা মুলাহেজা,
পাঠালাম শুভেচ্ছা খানি৷
তার সাথে এক কাপ চা
অভিনন্দন ভাইয়া।
অনেক ধন্যবাদ
আপনার জন্য দোয়া রইলো।
এক বছর পুর্তিতে আপনাকে জানাই শুভেচ্ছা
আমিও আপনাকে ভালবাসি আল্লাহর সন্তুষ্টির জন্য
মন্তব্য করতে লগইন করুন