রগকাটা থেকে গলাকাটা
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:০১:৩৮ সকাল
ইসলামি ছাত্রশিবিরের নেতা কর্মীদের চরিত্র নিয়ে কারো কোন কথা নেই। ছেলেটা ধুমপায়ী বা নেশাখুর কি না ? এমন প্রশ্ন করলে খাটি আওয়ামী কর্মীও বলবে, না।
-যদি প্রশ্ন করা হয়, ছেলেটা ধর্ষনকারী কিংবা ইভটিজার কি না ? গ্রামের সবচেয়ে খারাপ চরিত্রহীন লোকটিও বলবে, না ।
-যদি প্রশ্ন করা হয়, ছেলেটি ক্লাসে অনুপস্হিত থাকে কি না বা ছাত্র হিসাবে খারাপ কি না ? শিক্ষাপ্রতিষ্টানের সবচেয়ে শিবির বিরুধী শিক্ষকও বলতে বাধ্য, না ।
-ছেলেটি কতটা নামাজি ? এমন প্রশ্নের উত্তরে মসজিদের ইমাম যিনি একটি পীরভক্ত সংগঠনের হওয়াতে প্রচন্ডভাবে শিবিরকে ঘৃনা করেন তিনিও বলে উঠেন, ছেলেটি মসজিদের প্রধান মুসল্লি এবং সে ইমামের অনুপস্হিতিতে নামাজে ইমামতি করতে পারে।
-একজন ব্যবসায়ীকে যদি প্রশ্ন করা হয়, ছেলেটি চাদাবাজ, চিনতাইকারী কিংবা বাকিতে যেকোন কিছু কেনেকাটা করে পরে টাকা আদায় করেনা এরকম কি না ? ব্যবসায়ী বলবে, না, ছেলেটি চাদাবাজতো নই বরঞ্চ ব্যবসা প্রতিস্ঠানের পাহাদার।
-বাবা মা'কে যদি প্রশ্ন করা হয়, আপনার ঐ ছেলেটি কেমন ? তাহলে একবাক্যে উত্তর, আমাদের অন্য সব সন্তান থেকে ঐ ছেলেটি উত্তম।
ছেলেটা নামাজি,ছেলেটা পরোপকারী,ছেলেটা ক্লাসের সেরা ছাত্র , ছেলেটা বিশ্বস্ত , ছেলেটা আমানতদার , ছেলেটা নম্র-ভদ্র , ছেলেটা সাহসী , সবকিছুর পরও ছেলেটার একটা দুষ। ছেলেটা শিবির করে।
তো শিবির করাতে কি সমস্যা ?
আরে ওরা পায়ের গুছি রগ কাটে।
কোথায় রগ কেটেছে ? এমন প্রশ্ন যদি আমার উপজেলা বড়লেখার কাওকে করা হয় তাহলে তিনি বলবেন, ওরা সিলেটে রগ কেটেছে।
আপনি যদি সিলেটের কাওকে এমন প্রশ্ন করেন তাহলে তিনি বলবেন, না সিলেটে অবশ্য কাটেনি। তবে রাজশাহী-চিটাগং এ কেটেছে।
আপনি চলে যান রাজশাহী বা চট্টগ্রামে, প্রশ্ন করুন সেখানকার কাওকে। জবাব পাবেন, না এদিকে করেনি। তবে অন্য এলাকায় করেছে।
এভাবে আপনাকে এখান থেকে ওখানে বলবে,কিন্তু সঠিক কোন জবাব দিতে পারবেনা। আর পারবেই বা কি করে যার কোন সত্যতা নেই তার জবাব দিবে কিভাবে। তবে বহুল প্রচারের মাধ্যমে সাধারন ছাত্র-জনতার মাঝে একটা প্রশ্নের সৃষ্টি করতে পেরেছে সংশ্লীষ্ট মহল। যদিও সচেতন ছাত্র-জনতা এব্যাপারে খুবই ওয়াকিফহাল।
রগকাটা বিষয়ে একটা প্রশ্ন আমাকে সব সময় তাড়া করে ফিরে। এত কঠিন কাজ শিবির করে কিভাবে ? কারো পায়ের গুছি রগ কাটতে গেলে তাকে অন্তত দুইজনে ভালো মত ধরে মাটিতে শুয়াতে হবে, অপর একজনে ভালো ধারালো একটা অস্ত্র দিয়ে কাটতে হবে। বিষয়টা একটু ঝুকিপূর্ণই মনে হয়। কেননা এতে সময় ও মানুষ লাগে বেশী ,যে কারনে সহজে কারো চোঁখে পড়তে পারে। তারচেয়ে ভালোত একটা গুলি করলেই কেল্লা ফতে। যে কাজটা আজ ঠিকমত করছে ছাত্রলীগ। আগেও করেছে কিন্তু এত এত মিডিয়া না থাকায় তা প্রকাশ হতনা। আজকেও যদিও খুব বেশি প্রকাশ হয়না,তবুও যতটুকু না করলে হয়না তাতেই দেশের মানুষ জেনে যায়।
বলা যায়, বাংলাদেশের তাবত মিডিয়া শিবিরের ব্যাপারে সব সময় কান খাড়া করে থাকে। শিবিরের একটা লাঠিকে ওরা মারাত্বক অস্ত্র বলে প্রচার করে। মিছিলের মধ্যে শিবিরের কোন কর্মী আংগুল তুলে শ্লোগান তুললে সেই আংগুলকে পিস্তল বলে প্রচার করতে লজ্জাবোধ করেনা বর্তমান মিডিয়াগুলো। এমন অবস্হায় অতীত থেকে নিয়ে আজ পর্যন্ত কোথায়,কিভাবে, কাকে রগ কাটা হয়েছে এমন প্রমান কি মিডিয়া গুলো দিতে পারেনা। এত এত মারামারি হয় কোথাও শিবিরের হাতে কোন অস্ত্র দেখাতে পারেনা চরম বৈরি মিডিয়াগুলোও। এরপরও শিবির খারাপ!!!
অপরদিকে ছাত্রলীগ অতীতে যে কাজটি করেছে, আজও সেই কাজ অহরহ করে যাচ্ছে। এমনকি সেই কাজের মাত্রা এত অধিক পরিমানে বেড়েছে যে , ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী থেকে অনেক আগেই শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছে। আজ আওয়ামীলীগের সাবেক নেতাদের থেকে শুরু করে বর্তমান নেতারাও বলতে বাধ্য হচ্ছেন যে ছাত্রলীগ গলাকাটে। তাদের এই কথার সত্যটাও আমরা পাই বিভিন্ন মিডিয়া বিশেষ করে সামাজিক মিডিয়া ফেসবুকের বদৌলতে। কিন্তু প্রশ্নটা হলো, ছাত্রলীগ কি শুধুই গলা কাটে না আরো অনেক কিছু করে ? এমন প্রশ্নের উত্তরে একজন সচেতন মানুষ মাত্রই জানে ছাত্রলীগ চাদাবাজি, টেন্ডারবাজি, চিনতাই-রাহাজানি, ধর্ষন, নেশা সহ এমন কোন খারাপ কিংবা অবৈধ কাজ নেই যার সংগে ছাত্রলীগের নেতা কর্মী জড়িত নয়।
তাইতো, আজ টেন্ডারবাজি করতে গিয়ে মারা যায় ছাত্রলীগ।
বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রলীগের নেতার কক্ষ থেকে উদ্ধার করা হয় ছাত্রীদের।
চাদাবাজির টাকা ভাগবাটোয়ারা করতে গিয়ে কুকুরের মত কামড়াকামড়ি করে মরে ছাত্রলীগ।
ছাত্রলীগের নেতা কর্মীকে পতিতা সহ গ্রেফতার করে পুলিশ।
গাজা ফেনসিডিল ও ইয়াবা সহ পুলিশের হাতে গ্রেফতার হয় সেও ছাত্রলীগ।
প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে প্রতিপক্ষের উপর ঝাপিয়ে পড়ে যারা তারাও ছাত্রলীগ।
গ্রামের সুন্দরি স্কুল ছাত্রীটি যার হাতে ইভটিজিংয়ের শিকার সেও ছাত্রলীগ।
তারপরও শিবির খারাপ।
আর হবেই বা না কেন ?
একটা মিথ্যাকে প্রচার করতে বাম রামরা যতটা শক্তিশালী ভুমিকা রাখতে পারে ঠিক ততটা উল্টো ভুমিকা রাখে একটা সত্যকে প্রকাশ করতে দেশ প্রেমিক ইসলাম প্রিয় মানুষ গুলো।
এই যে হাজি সেলিম ছাত্রলীগ সম্পর্কে যে সত্যটি প্রকাশ করলেন আমিতো মনে করেছিলাম বাংলাদেশের প্রিন্ট মিডিয়ায় না হোক ফেসবুকে এই কথাটার ঝড় উঠবে। দেশ প্রেমিক ইসলাম প্রিয় প্রতিটা মানুষই ছাত্রলীগ গলাকাটে এই কথাটি শতবার শেয়ার করবে।
কিন্তু না, আমার মনে করাটা ভুল প্রমানিত হলো। আমি এই কথাটা খুব বেশি শেয়ার হতে দেখলাম না। এমনকি ছাত্রশিবিরের ভাইদের পেইজেও। অথচ উচিৎ ছিলো কিছু ছবি সহ এই কথাটা বারবার শেয়ার করার মাধ্যমে দেশব্যাপী ছাত্রলীগ গলাকাটরা বাহিনী হিসাবে প্রচার করার মাধ্যমে মুখে মুখে শ্লোগান তুলা।
সব শেষে একটি কথা দিয়েই শেষ করি, ছাত্রলীগের সকল অপকর্মের জন্য আওয়ামীলীগ ও তার নেত্রী শেখ হাসিনাই দায়ী। শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামীলীগের নেতৃবৃন্দের প্রতিটা বক্তব্যই প্রমান করে ছাত্রলীগের ছাত্রলীগ তাদের কাছ থেকে অনুপ্রানিত হয়ে এমন কাজ করছে।
বিষয়: রাজনীতি
১৭৮২ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে।
আপনাকে আপনার আব্বু বললেন- “তুমি অমুক জায়গায় গিয়ে দেখবে এই নামে একটি দোকান রয়েছে। সেই দোকানে দেখবে একজন দাড়িওয়ালা লোক বসে আছেন। তুমি তাকে আমার পক্ষ থেকে সালাম দিবে। তোমার পরিচয় দিয়ে আমি পাঠিয়েছি বলবে। এবং তাকে সম্মান করবে। কারণ তিনি আমার শ্রদ্ধেয় ব্যাক্তি।
আপনি যথারিতী সেই জায়গায় উপস্থিত হলেন। এবং সেই দোকান খুঁজে বের করলেন। অতঃপর পিতার আদেশ পালনের জন্য দোকানে ঢুকে দেখলেন দুই জন লোক আছেন দোকানের ভেতরে। এক জনের মুখে দাড়ি এবং অপর জনের দাড়ি নেই তিনি মানুষের দাড়ি কাটেন(অর্থাৎ সেলুন)। তাহলে আপনি আপনার পিতার শ্রদ্ধাভাজন ব্যাক্তি হিসেবে কাকে ধরে নিবেন?
উত্তরে অবশ্যই যিনি দাড়ি রেখেছেন তার কথা বলবেন?
যদি তাই হয়?
.........................
তাহলে যদি বলা হয় “রগকাটা শিবির”
তাহলে তার অর্থ কী দাড়াল?
১। শিবিরের ছেলেদের রগ কাটা?
২। শিবিরের ছেলেরা রগ কাটে?
কৈফিয়তঃ- আমার এই লিখা আবির্ভাবের মূল কারণ হলো- আজ সকাল বেলায় দেখলাম ফেসবুকে চ.....নাই’র একটা ছেলে স্ট্যাটাসের কিছু অংশ ছিল এই রকম “রগ কাটা শিবির কী ভাবে ইসলাম প্রতিষ্ঠা করবে?” তার প্রতিবাদ হিসেবে স্ট্যাটাসটি দিলাম। এতে কারো মনে ব্যাথা লাগলে ব্যাথা নিয়ে বসে থাকুন? কারো চিন্তার খোরাক হলে বসে চিন্তা করুন। আর কারো ভাল লাগলে লাইক না দিয়ে অপরকে পড়ানোর উদ্দেশ্যে শেয়ার করুন।
.. . ..md FaYsal
https://www.facebook.com/mdfaysalshotto
মন্তব্য করতে লগইন করুন