লাশ আর লাশ

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৮ ডিসেম্বর, ২০১৩, ১২:১৭:৪৩ রাত

লাশের পরে লাশ দেখিতে তোমরা যারা চাও

মৃত্যুপুরি বাংলাদেশে তোমরা তবে যাও।



গুড়ুম গুড়ুম শব্দ শুন হায়েনাদের গুলি

পড়ছে দেখ একে একে জনেক মাথার খুলি।

-

পুড়ছে আজই বশত বাড়ি পুড়ছে দোকান ঘর

হায়েনাদের বুলেট বোমায় মরছে নারী নর।

-

গ্রামের পরে গ্রাম জ্বলিছে ৭১ এর কথা

সেই ইতিহাস ম্লান করছে আজকে যতা তথা।

-

রাত দুপুরে হায়েনারা সব মাথছে লাশের খেলায়

সারা বাংলার শহর নগর কিংবা প্রতি জেলায়।

-

শিশু মরছে কিশোর মরছে যুবক কিংবা বুড়ো

জামাত শিবির যেথায় পাবে দেখলে গুলি ছুড়ো।



দেশটাতো আর নেই যে আমার লাশ যে চারিদিক

এমন দেশে জন্ম নেয়ায় জানাই শত ধিক।

বিষয়: সাহিত্য

১৪৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File