ছাত্রলীগ এক ভয়াবহ সন্ত্রাসের নাম (ছবি ব্লগ)

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৭ নভেম্বর, ২০১৩, ০৫:৪২:২৫ বিকাল



ছাত্রলীগ, যারা সব সময় সন্ত্রাসের মধ্যেই বসবাস করে। সন্ত্রাস,চাদাবাজি, টেন্ডারবাজি, নেশা, খুন-রাহাজানি,নারি ধর্ষন এমন কোন কাজ নেই যা তারা করেনা । আমি ছাত্রলীগকে দেখার জন্য, চেনার জন্য খুব দুরে যাইনা, কোন নেতার কথা শুনিনা বা কোন পত্রপত্রিকার নিউজ পড়েও আমি ছাত্রলীগ খুজিনা। আমি আমার গ্রামের নেতা কর্মীদের চরিত্র দিয়েই ছাত্রলীগকে দিয়েই বিচার করি। আমি দেখেছি আমার গ্রামের সবচেয়ে খারাপ ও দুশ্চরিত্র ছেলেটিই ছাত্রলীগ করে। যার মধ্যে উপরের সব গুলো গুনাগুন বিদ্যমান থাকে। পাশাপাশি তাকে আপনি অছাত্র-বখাটে ও বেয়াদব হিসাবেও পাবেন।

আপনাদের সবিনয় অনুরোধ করবো, আপনারাও এভাবে দেখেই বিচার করতে পারেন। আপনি যদি গ্রামের বাসিন্দা হোন তাহলে দেখুন আপনার গ্রামে কারা ছাত্রলীগ করে। তাদের মধ্যে উপরের চরিত্রগুলো পাওয়া যায় কি না।আপনি যদি কলেজ ভার্সিটিতে পড়েন তাহলে আপনি আপনার ক্যাম্পাসে যারা ছাত্রলীগ করে তাদের দেখুন, দেখবেন উপরোল্লেখিত সব গুলো চরিত্রের কি মিশ্রন পাবেন এক একজন ছাত্রলীগ নেতা কর্মীর মধ্যে।























আশা করি আপনাদের সংগ্রহে থাকা ছবি এখানে শেয়ার করে পোষ্টটিকে আরো বর্ধিত করবেন।

বিষয়: রাজনীতি

৪৩০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File