আওয়ামী কথন : ছায়া জবাব,কেও হাসবেন না, আসুন সবাই কাঁদি

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৪ অক্টোবর, ২০১৩, ০১:২৪:৫৭ রাত



ভুমিকা লিখতে আর গেলাম না। আওয়ামীলীগের কয়েকজন নেতা নেত্রীর কিছু কথন যা আপনারা ইতিপূর্বে শুনেছেন,তা আপনাদের খেদমতে তুলে ধরছি পুনরায়। সাথে কিছু ছায়া জবাব দিলাম, আপনারাও কিছু দেবেন বলে আশা রাখি।তবে কেও হাসবেন না, ওদের মেন্টাল প্রোভলেমে আসুন সবাই কাঁদি।

তা হলে শুরু হোক।

তবে হা, কে,কখন,কোথায় বলেছেন সেদিকেও আমি যাচ্ছিনা।কেননা এত তাড়াতাড়ি এগুলো কেও ভুলে যাওয়ার কথা নয়। আর কিছু কথাতো এই ক'দিনের।

প্রধানমন্ত্রী দিয়েই শুরু করি,কি বলেন ।

শেখ হাসিনা - আওয়ামীলীগের সবাই কি শাড়ি আর চুড়ি পড়ে বসে আছেন ?আওয়ামীলীগের একটা লাশ পড়লে অন্যের দশটা লাশ পড়বে।

জবাব--- বাপকা বেটি


- সবাইকে লগি বৈঠা নিয়ে রাজপথ দখল করতে হবে।

জবাব--- প্রয়োজনে সারা দেশের মানুষকে খুন করে হলেও ক্ষমতা চাই।


-মা দূর্গা গজে চড়ে আসাতে ফসল ভালো হয়েছে।

জবাব--- কখনো হাতে তাসবীহ,মাথায় পট্টি আর কখনো দূর্গার গুনকির্তন,যখন যেখানে যেভাবে মানুষকে বোকা বানানো যায় আর কি।


জয় বাহাদুর - তিন দিনের ভিতর চমক দেখবেন। মাদ্রাসায় ছাত্র বেড়ে গিয়েছে, কমিয়ে দেয়ার উদ্যোগ নিয়েছি।

জবাব--- তাইতো বলি মাদ্রাসায় কেন গ্রেনেড উদ্ধার নাটক সাজানো হয়।


সৈয়দ আশরাফ - আমি মুসলমানও না হিন্দুও না।

জবাব--- খাটি ধর্মনিরপেক্ষতাবাদী।


আবুল মাল মুহিত -ভারতের কাছ থেকে কোন টেক্স নেয়া হবেনা,তবে তারা কিছু একটা দেবে।

জবাব--- তারা ভিক্ষা দেবে, আর আওয়ামীলীগকে ক্ষমতায় রাখতে যা করা দরকার সব করবে।


শাহজাহান- বঙ্গবন্ধু মদ কে হারাম ঘোষনা করেছেন।

জবাব--- তাইতো আমাদের নেত্রী সহ সকলেই পেয়ারছে পান করি আর মাতালের মত কথা বলি।


মতিয়া চৌধুরী- আওয়ামীলীগের নেতা কর্মীরা নবীজির সেরা উম্মত।

জবাব--- ১ নং উম্মতের বাণী, মা দুর্গা গজে চড়ে আসাতে ফসল ভালো হয়েছে।


সুরন্জিত সেন গুপ্ত- বাঘে ধরলে বাঘে ছাড়ে কিন্তু হাসিনা ধরলে ছাড়েনা।

জবাব--- এমন ভাবে ধরছে, এত দূর্নীতি করার পরও মন্ত্রীত্ব যাচ্ছেনা।


সব শেষে যার বাণী দিব শুনে আপনারা খিক খিক করে হাসবেন না।

শাহারা খাতুন- বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো 3G

জবাব--- খিক খিক খিক!হাসিনা ও আম্বালীগের সকলেই খুশি এমন বাণীতে।


বিষয়: রাজনীতি

২৬১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File