মিলন মেলা পোষ্ট {১৫} বিষয় : আমার বাংলাদেশ
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ৩১ আগস্ট, ২০১৩, ০৭:০০:০৬ সন্ধ্যা
অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। ১৯৭১ সালে এক রক্তক্ষয়ি সংগ্রামের মধ্য দিয়ে আমার জন্মভূমি বাংলাদেশ বিশ্বসভায় স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে স্হান করে নেয়।দেশের আপামর মুক্তিকামী মানুষ একবুক প্রত্যাশা আর সোনালি স্বপ্ন বুকে ধারণ করে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন করে।তাই এই দেশ কারো দানের নয়,এই দেশ কোন ব্যাক্তির নয়, এই দেশ কোন দলের নয়, এই দেশ ১৬ কোটি মানুষের, এই দেশ আমাদের সকলের।
কিন্তু, আজ আমার বাংলাদেশ চরম এক দূর্দিন অতিক্রম করছে। সামনের দিনগুলিতে দেশের ভাগ্যে কি আছে সে আশংকায় আমরা প্রতিনিয়ত হচ্ছি পেরেশান।সেই পেরেশানিকে সামনে রেখেই আজকের আসরের বিষয় নির্ধারণ করা হয়েছে আমার বাংলাদেশ
সম্মানিত ব্লগার, আসুন আজ আমরা আমাদের দেশকে নিয়েই লিখি। নিন্মোক্ত পয়েন্টের আলোকে আমরা আমাদের মনের কথাগুলি শেয়ার করি একে অপরের সাথে।
সুজলা সুফলা বাংলাদেশ।
কোন ব্যাক্তি ও দলের নয়,১৬ কোটি মানুষের বাংলাদেশ।
অপার সম্ভাবনার বাংলাদেশ।
সফলতা ও ব্যর্থতা ।
রাজনৈতিক অস্তিরতা ।
আগামী দিনে কেমন বাংলাদেশ চাই ।
একটি কাংখিত বাংলাদেশের জন্য আমাদের করণীয়।
তাহলে শুরু হোক আজকের মিলন মেলার আসর।সবাইকে সাদর আমন্ত্রন জানাচ্ছি অনেক দুরের মানুষ আপনাদের প্রিয় ব্লগার প্যারিস থেকে আমি আমার ব্লগ কুঠিরে।
বিষয়: বিবিধ
২৩২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন