১৫ ই আগষ্টের হত্যাকান্ড ও আমাদের মানসিক দৈন্যদশা

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২২ আগস্ট, ২০১৩, ০৭:০২:৫২ সন্ধ্যা



১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট স্বপরিবারে নির্মম হত্যাকান্ডের শিকার হন বাংলাদেশের একসময়ের জনপ্রিয় নেতা শেখ মুজিবুর রহমান। একসময়ের জনপ্রিয় নেতা এজন্যই বললাম যে, সময়ের পরিবর্তনে বিতর্কিত ভুমিকা ও একনায়কতান্ত্রিক আচরন তথা বাকশাল কায়েমের কারনে তার সে জনপ্রিয়তায় ভাটা পড়ে এবং তিনি তারই সহকর্মীদের হাতে নিহত হন। আজ অবধি তার জনপ্রিয়তার বেরোমিটার কমছে বৈ উপরের দিকে উঠছেনা।

১৯৮১ সালের ৩০ শে মে নির্মম হত্যাকান্ডের শিকার হন বাংলাদেশের বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক প্রেসিডেন্ট জিয়াউর রহমান।জিয়াউর রহমানের বিরুদ্ধে বিতর্কিত ভুমিকা বা একনায়কতান্ত্রিক আচরনের কোনো অভিযোগ উঠেনি।বরং তাকে কিছু উচ্ছাবিলাসী ও বিপথগামী সেনা অফিসার হত্যা করেছে বলে আমরা জানতে পারি।

বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রামে, একটি সুখি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার আন্দোলনে এই দুই মহান নেতার অবদানকে অস্বীকার করার কোনো সুযোগই নেই।যদিও আমাদের মহান(!) রাজনৈতিক নেতারা তাদের বক্তৃতায় এই দুই নেতাকে টানাহেচড়া করতে কম করেন না।

সব দেশের সব মানুষের কাছেই তাদের দু'একজন নেতা জাতীর কাছে জাতীয় নেতা হিসাবে পরিচিত হন বা সম্মান লাভ করেন।কিন্তু ব্যাতিক্রম শুধু আমরা। আমাদের দেশে কোনো জাতীয় নেতা নাই, আছেন রাজনৈতিক নেতা। আর জাতীয় নেতা না থাকার পেছনে দায়ি আমাদের প্রতিহিংসা পরায়ন রাজনীতি।বিশেষ করে প্রধান দুটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ ও বি এন পি।

যখন যে দল ক্ষমতায় আসেন তখন তারা খুব ঘটা করে তাদের নেতার জন্ম ও মৃত্যু দিবস পালন করেন।মাজার যিয়ারত করেন, ফুল দেন, আরো নানাবিধ আয়োজনে এদিনটি পালন করে থাকেন। সাধারন মানুষ না চাইলেও ঐদিন সরকারি ছুটি থাকে।যেমন এখন আছে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস।কিন্তু আমার প্রশ্ন হলো,কত পারসেন্ট মানুষ এই শোকদিবস পালন করে ? জোরপূর্বক শোকদিবস পালন করাতে গিয়ে সাধারন মানুষের কাছে শেখ মুজিবকে কি ছোট করা হচ্ছেনা ? বি এন পির বেলায়ও আমার একই প্রশ্ন।

আমরা কেন পারিনা, যে দলই ক্ষমতায় থাকুক এই দুই নেতার মৃত্যু দিবসে একসাথে জাতীয় কর্মসুচী পালন করতে।রাজনৈতিক কর্মসূচী না দিয়ে, সাধারন মানুষ কে, স্কুল কলেজের ছাত্রছাত্রী শিক্ষক- কর্মচারীদের বাধ্যবাধকতায় না ফেলে কি কোন কর্মসূচী পালন করা যায়না? কেন যারা একসময় শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিলো, শেখ মুজিবের হত্যা কান্ডের পর ট্যান্কে উঠে উল্লুক নাচ নেচেছিলো তারা আজ ১৫ ই আগষ্ট আসলে গলা বাজি করবে? কেন যারা জিয়ার হত্যাকান্ডের সাথে জড়িত বলে সন্দেহ পোষন করা হয় তারা আজ জিয়ার মৃত্যু দিবস আসলে অযথা মায়া কান্না করবে?

আজ শোক দিবস পালন মানে সারাদিন মাইকে শেখ মুজিবের ৭ ই মার্চের ভাষন শুনা। সারাদিন মাইকে হিন্দি গানের ক্যাসেট বাজানো। কোথাও কোথাও তো আবার গানের আসর বসানো। ডিসকো গান আর নাচে আমরা শোকদিবস পালন করি। আর নেতা নেত্রীদের মুখে মিথ্যার বেসাতী শোনা ছাড়া আর কিছুই পাইনা।পাশাপাশি চলে অন্য দলের নেতাদের কবর থেকে তুলে এনে একরাশ টানাটানি।মরেও যেন শান্তিতে নাই অপর দলের নেতা।একই অবস্তা বি এন পির বেলায়ও।

আমাদের মানসিক দৈন্যদশা আজ কোন পর্যায়ে গিয়ে দাড়িয়েছে!

(চলমান)

বিষয়: বিবিধ

১৮৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File