আমাদের পরাষ্ট্রমন্ত্রী একটি প্যারডি কবিতা।
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৩ জুলাই, ২০১৩, ০৫:১৬:৩০ বিকাল
আমাদের পরাষ্ট্রমন্ত্রী ঘুরেন দেশে দেশে
বিশ্রাম নেন তিনি নিজ দেশে এসে।
পাচার করেন তিনি শত নর-নারী
পকেটেতে ভরে নেন লাখটাকা কড়ি।
দেশে দেশে ঘুরা ঘুরি কত মজা লাগে
এমন কথা না জানিত মন্ত্রী হওয়ার আগে।
তাই দিদি ছুটে চলেন দেশ দেশান্তরে
কাপড়টা পাল্টিয়ে নেন নিজ দেশের ঘরে।
আমাদের ছোট দেশে কোটি কোটি মানুষ
দেশের তরে দেখ নাহি নাহি কারো হুশ।
বুবু দিদি সকলেই পিকনিকে যান
নারী-পুরুষ নাহি বেদাবেদে হাতটা মিলান।
এক দিন নয় দুই দিন নয় পুরো ছয়শটা দিন
দিদি থাকেন ভিন দেশে দাদা বিহীন।
দাদা আছেন কলকাতায় হাতে বাঁশি নিয়ে
কে রাখিত দাদার খবর কলকাতা গিয়ে।
শব্দার্থ : পরাষ্ট্রমন্ত্রী--- পররাষ্ট্রমন্ত্রী
বিষয়: বিবিধ
২৯৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন