*** বুবু বলেন চমৎকার ***

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২০ জুন, ২০১৩, ০৩:০১:৩৩ দুপুর



রং মেখে সঙ্গ সেজেছে শাপলায় হেফাজত

বুবু আমার বাংলাদেশে আল্লাহর দেয়া নেয়ামত(!)।

বুবু আমার বলেন কথা অতি চমৎকার

দাদা বাবুও দাঁত কেলিয়ে থাকেন সাথে তার।


ঘরে ঘরে চাকরী দিমু দশ টাকা সের চাল

বাংলাদেশকে বানিয়ে দিমু আস্ত ডিজিটাল।

মাথায় পড়েন পট্টি বুবু তাসবীহ তুলেন হাতে

খাটি মুসলিম এই কথাটা মানুষ বুঝেন যাতে।


বউটি তাহার নয় ইহুদি জাতে খ্রীষ্টান

তফাৎ কেন করেন সবাই বুবুতো মুসলমান।

আছর নামায পড়েন বুবু জুহর যখন আসে

রেন্টু সাহেবের বই পড়িয়া মানুষ দেখ হাসে।


লাশের পরে লাশ পড়িলে বুবু পেট ভরিয়া খান

এমন খবর রেন্টু সাহেব বইতে লিখে যান।

কেয়ারটেকার চাইলে বুবু ইলেকশন আর না দিবেন

সংসদেতে এসে বুবু এমন কথাই জানাইলেন।


গনতন্ত্রের মানসকন্যা বুবু মুখে কথার খই ফুটে

উচিৎ জবাব দেবে মানুষ আগামী দিনের ঐ ভোটে।

বিষয়: বিবিধ

২৪৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File