Rose Rose Roseমিলন মেলার আড্ডায় যারা এলেন তাদের মন্তব্যগুলো ছন্দে ছন্দে Rose Rose Rose

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৩ জুন, ২০১৩, ১২:১০:৩৯ রাত

আড্ডায় যারা হাজির থেকে মন্তব্য করেন তাদের নাম ও মন্তব্যগুলো গুলো ছন্দে ছন্দে।



Rose Rose Rose

আবু তাহের মিয়াজীর ব্লগে

বসলো মেলার আসর

বিষয় ছিলো মাকে নিয়ে

মায়ের স্নেহ আদর।

Good Luck

একে একে অনেক এলেন

ব্লগার নামী দামী

প্রথম হলাম এই আসরে

প্যারিস থেকে আমি।

Good Luck

আধা শিক্ষিত মানুষ এলেন

আমি আসার পরে

একে একে সবাই এলেন

মাকে স্মরন করে।

Good Luck

ব্যাক্তি জীবনে,চরিত্র গঠনে

সমাজ গঠনে মা

বাকপ্রবাস এসে জানিয়ে দিলেন

মায়ের প্রয়োজনীয়তা।

Good Luck

সন্তানেরই বেহেশত হলো

মায়ের পায়ের নীচে

জানিয়ে দিলেন এমন কথা

লেখা আছে হাদীসে।

Good Luck

সিটিজি৪বিডি এসে জানান

মায়ের কথা তার

হজ্জ করিয়া ফিরে এসে মা

তেমন কথা বলেন না আর।

Good Luck

বাবা মাকে বৃদ্ধাশ্রমে

রেখেছে যারা আজ

মোহাম্মদ লোকমান এসে বলেন

ঠিক হলোনা এমন কাজ।

Good Luck

মা'ই আপন মা'ই জীবন

এসে বললেন হককথা

আকবার এসে জানতে চাইলেন

মেলার বাধ্যবাধকতা।

Good Luck

সন্তানের মুখে খাবার তুলে দেন

মা নিজের মুখে না নিয়ে

কেকের ঝুড়ি হাতে নিয়ে

জারা বললেন তাই দিয়ে।

Good Luck

আইল্যান্ড স্কাই এসে জানান

মায়ের ভালবাসার কথা

নবীর হাদীস জানিয়ে দিলেন

মেলার আসর বসলো যেথা।

Good Luck

সানবাংলা এলেন,নেহায়েত এলেন

আরো এলেন সিকদার

মায়ের ভালবাসার কথা

সবাই বললেন চমৎকার।

Good Luck

প্রবাসী আব্দুল্লাহ শাহীন

বরাবরের মত

মাকে নিয়ে ছন্দে ছন্দে

কবিতা দিলেন যত।

Good Luck

মা'ই হলো এই ধরনীর

সবচেয়ে বড় আপনজন

জানিয়ে দিলেন এমন কথা

ব্লগার তরিকুল হাসান।

Good Luck

নুর আয়েশা সিদ্দিকা জেদ্দা

আজকের আসরে এলেন

জাকির নায়েকের হাদীসের ব্যাখ্যা

মোদের জানিয়ে গেলেন।

Good Luck

পেটে ক্ষুদা নিয়ে এলেন

সবার প্রিয় দ্য স্লেভ

তাহার কাছে পাঠিয়ে দিলাম

জারার আনা যত কেক।

Good Luck

ব্লগার কবি আবু আশফাক

মাকে নিয়ে লিখে যান

নিশান শাহীন তার কষ্টের কথা

এসে মোদেরকে জানান।

Good Luck

একবার এসে মিশেল ওবামা

বলছি'লেন হতাশার বাণী

ডে কেয়ারে রাখছেন সন্তান

ওল্ড হাউসের কাহিনী।

Good Luck

রক্তলাল এসে জুড়ে দিলেন

নানা বাড়ির কথা

প্রতি শনিবার দেখা হবে

জানিয়ে দিলাম আমি তা।

Rose Rose Rose

বিষয়: সাহিত্য

৩০৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File