@};আজকের মিলন মেলায় যারা হাজির ছিলেন তাদের সবার জন্য একগুচ্ছ উপহার।
@};
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৯ মে, ২০১৩, ১২:২৭:৫১ রাত
মিলন মেলার আড্ডার আসর
আজকে বসলো যখন
কবি মানুষ কাব্য নিয়ে
বাকপ্রবাস আসলেন তখন।![]()
গণহত্যার বিষয় ছিলো
আজকের আসরে
ছড়া/কবিতা মাথায় আসছেনা
বললেন আবু আশফাকে।![]()
সিটিজি৪বিডি এসে
দিলেন আশার বাণী
গণহত্যার বিচার হবে
ক্ষমতায় এলে রানী।(১৮দল)![]()
রানী যদি না আসে ভাই
ফিরে ক্ষমতায়
ক্যামনে আবার বিচার হবে
মিলন মেলা জানতে চায়।![]()
একটু পরেই এলাম যখন
প্যারিস থেকে আমি
মধ্য মনি হয়ে গেলাম
সবাই দিলো চুমি।(মজা করলাম)![]()
আবদুল্লাহ শাহীন প্রবাসী হয়েও
আছেন সবার সাথে
মন্তব্য আর জবাব দিলেন
সবাই বুঝেন যাতে।![]()
চারটি গণহত্যা দেখেছেন তিনি
বললেন ইবনে হাসেম
আবু আশফাক চাইলেন আবার
আসুক ইবনে কাশেম।(সিন্ধু বিজয়ী)![]()
আধা শিক্ষিত মানুষ তিনি
নয়তো পুরা শিক্ষিত
সব আসরে থাকেন তিনি
করতে মোদের দীক্ষিত।![]()
বিচারের ভার আল্লাহর উপর
রাখলেন শেখের পোলা
এমন ভাবে বললেন তিনি
যেন আগুনের গুলা।![]()
মানবাধিকারের চেয়ারম্যান মিজান
হাসিনার কোলে
এই খবরটা জানিয়ে দিতে
তিতুমীর মাথা তুলে।![]()
আবু জারির কথা বললেন
দার্শনিকের মত
তার কথাই মেনে নিলাম
আমরা ছিলাম যত।![]()
সবার শেষে আব্দুল গাফ্ফার এলেন
চকলেট হাতে নিয়ে
সবাই খেলাম মজা করে
মেলার আসর জমিয়ে।![]()
মিষ্টি হাতে জারা এলেন
এলেন অনেক পরে
তখনকার মত মিলন মেলার
আড্ডা গেছে মরে।![]()
মিলন মেলার আসর বসে
প্রতি শনিবার
বাংলা সময় সন্ধা ৭ টায়
সবাইকে স্বাগত বারবার।
বিষয়: বিবিধ
২২৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন