বাকপ্রবাসের সংলাপের মন্তব্য
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৪ মে, ২০১৩, ০৩:২৭:২৮ দুপুর
আসুন বসি
কাছে থেকে কাছাকাছি
মনের সুখে হাসাহাসি
অন্তরেতে কিছু নাই।
আসুন বসি
ডাইনে বায়ে মশা মাছি
যে যার মত কাছাকাছি
যোগ্য একটাও পুরুষ নাই।
আসুন বসি
তুমি আমি পাশাপাশি
জামাতকে দিয়ে ফাঁসী
ক্ষমতা কিন্তু আমার চাই।
আসুন বসি
বসতে হবে তাড়াতাড়ি
আমার বাড়ি কি তোমার বাড়ি
বসতে আমার দ্বিধা নাই।
কবিতা লিখতে পারিনা। বাকপ্রবাস সবসময় ছড়া কবিতা লেখেন, ভালো লাগে মন্তব্য করি। আজও তিনি "সংলাপ" নামে একটা ছড়া লিখেছেন। তার পোষ্টে মন্তব্য দিয়েছিলাম, ভাবলাম এটা পাঠকদের উদ্দেশ্যে পোষ্ট করে দেই। দেখি পাঠকরা কি বলে।
বিষয়: বিবিধ
১৭৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন