আমি যে সকল কারনে জামায়াত শিবির করিনা
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৩ এপ্রিল, ২০১৩, ০৩:৪০:৪১ দুপুর
নিন্মোক্ত কয়েকটি কারনে জামায়াত শিবির করিনা।
আমি কারন গুলো ক্রমিক দিয়ে লিখছি।
০১: জামায়াত শিবির করলে আমাকে প্রতিনিয়ত ৫ ওয়াক্ত জামায়াতে নামাজ আদায় করার চেষ্টা করতে হবে।
০২: প্রতিদিন কুরআন, হাদীস ও ইসলামী সাহিত্য, নবী রাসুলদের জীবনি মুলক সাহিত্য পড়তে হবে।
০৩: ছাত্র হলে প্রতিদিন ক্লাসে হাজির থাকতে হবে।(ছুটির দিন ছাড়া।)
০৪: ক্লাসের সেরা ছাত্র হওয়ার জনই সর্বদা চেষ্টা করতে হবে।
০৫: ক্লাস ফাকি দিয়ে আড্ডা মারা যাবেনা।
০৬: মেয়েদের সাথে প্রেম করা যাবেনা।তাদের সাথে হাসি আনন্দে অংশগ্রহন করা যাবেনা।তাদের কে যথাযত সম্মান করতে হবে। ( আমি একজন যুবক হয়ে তা কি সম্ভব ?)
০৭: মদ, গাঁজা,হেরোইন সেবন করা যাবেনা। এমনকি সিগারেট পান করা যাবেনা।
০৮: অবৈধ কাজে অংশ নেয়া যাবেনা।
০৯: চাদাবাজি, টেন্ডারবাজিতে অংশ নেয়া যাবেনা।
১০: সুদ, ঘুস ও দূর্নীতি থেকে দুরে থাকতে হবে।
১১: মা বাবা ও এলাকার সবচেয়ে খারাপ ছেলে হওয়া যাবেনা।
১২: অবৈধ অস্ত্র হাতে নেয়া যাবেনা।
১৩: কাওকে ধুকা দেয়া যাবেনা।
১৪: কারো সাথে উসৃংখল আচরন করা যাবে। ( এটা কিভাবে সম্ভব,তাহলেতো আমার ক্ষমতা দেখানো গেলোনা।)
১৫: বিচার সালিশে ইনসাফ পূর্ন ফয়সালা করতে হবে। কারোও কাছ থেকে উৎকুচ নেয়া যাবেনা বা উৎকুচ নিয়ে পক্ষপাতিত্ব করা যাবেনা।
আরো কত শত কারন আছে জামায়াত শিবির না করার জন্য । আশা করি আপনারাও সবাই মন্তব্যের মাধ্যমে তা শেয়ার করে জামায়াত শিবির না করার এই পোষ্টটাকে সমৃদ্ধ করবেন।
বিষয়: বিবিধ
১৫১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন