হায় ! শাহদীন মালিক, জামায়াত–শিবিরকে ‘আত্মসমর্পণ’ করতে হবে ,এ লজ্জা রাখি কোথায় (পর্ব-3)
লিখেছেন লিখেছেন tritiomot ১৭ মার্চ, ২০১৩, ০৯:৪৯:০৩ রাত
http://www.bdtomorrow.net/blog/bloggeruploadedimage/rais/1363516250.jpg
আপনি জামায়াত-শিবিরকে স্বাধীনতা বিরোধী দল হিসাবে সাফাই গেয়েছেন । আমার প্রশ্ন হল-
স্বাধীনতা বিরোধী হওয়ার মাপকাঠিটি কী ? যতদূর জানি ইসলামী ছাত্র শিবির ১৯৭৭ সালে প্রতিষ্ঠ লাভ করেছে ? তাহলে এরা কিভাবে স্বাধীনতা বিরোধী হল ?
জামায়াত প্রতিষ্ঠলাভ করেছে ১৯৪১ সালে । ১৯৭১ সালে 25 শে মার্চ এর পুর্ব পযর্ন্ত জামায়াত অন্যান্য দলের মত গঠনতান্ত্রিক রাজনীতি করে আসছে। বলা বাহল্য, 1970 সালের নির্বাচনের ফলাফল অনুযায়ী জামায়াত শেখ মুজিবুর রহমান এর হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য পাকিস্তান সরকারের কাছে চাপ সৃষ্টি করে আসছিল।পাকিস্তান হানাদার কর্তৃক 25 শে মার্চের আকষ্মিক হত্যাকান্ডের মাধ্যমে শুরু হওয়া যুদ্ধে জামায়াত এর রাজনৈতিক অবস্থান ছিল ভিন্ন। শুধু জামায়াত কেন, অন্যান্য অনেক রাজনৈতিক দলও ভিন্নমত পোষন করেছিল। কিন্তু তার অর্থ এই নয় যে, জামায়াত যুদ্ধ অপরাধী। যুদ্ধ অপরাধ সংঘঠিত করেছে পাকিস্তান সরকার। ক্ষেত্র বিশেষে, বাংলাদেশে যুদ্ধরত বিভিন্ন জায়গায় ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে গিয়ে অনেকে তাদেরকে সহায়তা করেছে। এর জন্য একটি রাজনৈতিক দলকে কেন দোষারুপ করা হবে ? জামায়াত তো পাকিস্তান সরকারের বিরোধী রাজনৈতিক শক্তি ছিল। যে সরকার জামায়াতের প্রধান মওদুদিকে ফাঁসি দিতে চেয়েছিল, তারা কেন সরকারের বিশ্বাসভাজন হতে যাবেন?
একটি সাধারন যুক্তিঃ
বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর। ১৯৭১ এর ১৬ই ডিসেম্বরের পূর্বে আমরা সবাই পাকিস্তান রাষ্ট্রের নাগরিক ছিলাম। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের পর্যন্ত জামায়াতে ইসলামী, মুসলীম লীগ, নেজামে ইসলামীসহ কিছু বামপন্থী দল পাকিস্তান রাষ্ট্র কাঠামোয় বিশ্বাসী ছিল । কিন্তু ১৬ই ডিসেম্বরের পর তারা পৃথিবীর মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে জন্মলাভ করা বাংলাদেশের আনুগত্য স্বীকার করে দেশের জন্য গঠনমুলক কাজ করে যাচ্ছে। এটা সত্য যে, ১৯৭১ সালের ২৬শে মার্চ হতে ১৬ই ডিসেম্বর পর্যন্ত জামায়াত রাজনৈতিক ভাবে মুক্তিযুদ্ধের পক্ষে লড়াই করেনি।কিন্তু আমার জানামতে, স্থানীয়ভাবে অনেক জামায়াতকর্মী মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিল।
এখন প্রশ্ন হল, ২৬শে মার্চ হতে ১৬ই ডিসেম্বর পযর্ন্ত এই ৮ মাস ২০ দিন সময় বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র ছিল কিনা ? রাষ্ট্র বিজ্ঞানের দৃষ্টিকোণ হতে একটি রাষ্ট্রের যে চারটি উপাদান থাকে, এই সময়টিতে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের অন্তর্ভূক্ত ছিল না । কারণ স্বাধীন রাষ্ট্র হতে হলে সার্বভৌম ক্ষমতা থাকতে হবে, যা ছিল পাকিস্তানের অধীনে । তাই ঐ সময় অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠানে পাকিস্তান সরকারের সার্বভৌম ক্ষমতা বিদ্যমান ছিল । তাই বলা যায়, ১৬ই ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান রাষ্ট্রের অনুগত থাকাটা রাষ্ট্র বিজ্ঞানের দৃষ্টিকোণ হতে কোন অন্যায় কাজ নয় । কিন্তু জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলগুলো ১৬ই ডিসেম্বরের পর বাস্তবতা মেনে নেয় । তাই কোনভাবেই জামায়াত স্বাধীনতা বিরোধী দল নয় ।
আপনি যদি বলেন, ২৬শে মার্চের ঘোষণা হতে বাংলাদেশ স্বাধীন, তাই ২৬শে মার্চের পর জামায়াত পাকিস্তানের পক্ষে থেকে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীতা করেছে । তাহলে এই দোষে দুষ্ট ঐ সময় যারা পাকিস্তান সরকারের চাকুরি করেছেন আদালতের বিচারক, ডি সি, এস পি, কর্মকর্তা-কর্মচারী, বিশ্বব্যিালয়-কলেজের সকলশিক্ষক ইত্যাদি। তারা ঐ সময়ে পাকিস্তান সরকারের আজ্ঞাবাহী হয়ে কর দিয়েছেন, বেতন ভোগ করেছেন। এ দৃষ্টিকোন থেকে তারা সবাই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিলেন ।
চলমান পর্ব-4
বিষয়: রাজনীতি
১৩৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন