একটি ভাবনার বিষয়ঃ চাপাতি দিয়ে একটি হিন্দু শিশুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

লিখেছেন লিখেছেন tritiomot ১৬ মার্চ, ২০১৩, ০১:২৩:০৪ দুপুর

http://www.bdtomorrow.net/blog/bloggeruploadedimage/tritiomot/1363415026.jpg

যারা পাঁচ ওয়াক্ত নামায পড়ে, যারা ২৪ ঘন্টার সময়কে আল্লাহর রাহে কোরবানী দেয়, যাদের পথ চলতে গেলে একটু হোচট্ খেলে মুখ দিয়ে ‘ইন্নানিল্লাহ’ বের হয়, যাদের মুখে হাঁচি আসলে মুখ দিয়ে আল ‘হামদুলিল্লাহ’ বের হয়ে যায়, যারা সৃষ্টির মধ্যে কোন নতুনত্ব দেখলে মুখ দিয়ে ‘সুবাহান্নাল্লাহ’ বেরোয়, তারা কেমন করে এই মাসুম বাচ্চাটিকে এভাবে কুপাতে পারে ? এটা কি আদৌও বিশ্বাসযোগ্য। অনেকে হয়ত বলবেন,‘ইন্নানিল্লাহ’ ‘হামদুলিল্লাহ’ ‘সুবাহান্নাল্লাহ’ ইত্যাদি শব্দগুলো মুখে উচ্চারণ করা তাদের ভন্ডামী। সে যুগে মুনাফিকগণ এমন করতেন। আমার প্রশ্ন হলো , মুনাফিক একটি দলে কতজন থাকতে পারে ? আমরা দেখেছি , রসূল (স) এর সময় অনেক সাহাবীদের মধ্যে একজন মুনাফিক ছিলেন যার নাম আব্দুল্লাহ বিন উবাই। রেশিও তে ধরলে হয়ত 1% হবে কিনা সন্দেহ আছে।

কিন্তু দীর্ঘদিন যাবত প্রতিষ্ঠিত নিবন্ধিত চলমান একটি রাজনৈতিক দল, যার আছে লক্ষ লক্ষ কর্মী বাহিনী ,যারা স্বাধীনতার পর বাংলাদেশের রাজনীতিতে গঠনমুলক রাজনীতি করে আসছেন, সাধারন জনগনের প্রতিনিধি হিসাবে জাতীয় সংসদে 1986 সাল থেকে প্রতিনিধিত্ব করে আসছেন, ইতোমধ্যে সরকারের মন্ত্রী হিসাবেও সফলভাবে কাজ করেছেন বলে খ্যাত, তেমন একটি দলের পক্ষে হিন্দু পরিবারের একটি নিষ্পাপ শিশুকে চাপাতি দিয়ে হত্যা করা সম্ভব কিনা ?

অনেকে বলছেন, এটা একটা রোহিঙ্গা শিশুর ছবি, যাকে রাখাইনরা হত্যা করেছে, অথচ বিজেপি (ভারত) এটাকে জামাত শিবিরের কাজ বলে চালাচ্ছে-

রাজনৈতিকভাবে মন্তব্য না করে সত্যিকার অর্থে আপনি একজন আল্লাহর বান্দা হিসাবে আল্লাহকে হাজির নাজির জেনে মন্তব্য করুন ।

আর সত্যিই যদি তাদের দ্বারা এটা না হয়ে থাকে, তাহলে আমি বলব, আল্লাহর দোহাই দিয়ে বলব, আপনারা এই Political Game খেলা বন্ধ করুন। আল্লাহকে ভয় করুন যার কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে। দুনিয়ার কৃতকর্মের যাবতীয় কাজের জন্য হিসাব দিতে হবে। একটি মিথ্যা কথা বলার জন্য আমাদের সকল আমল যেন নষ্ট না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখি। অবশ্যই স্বীকার করবেন যে, যার যার হিসাব তাকেই দিতে হবে।

আর একটি বিষয় জেনে রাখা দরকার, কাল কিয়ামতের মাঠে বিচারের দিনে আল্লাহ কাউকে প্রশ্ন করে উত্তর নিবেন না। তাকে প্রশ্ন করার প্রয়োজনও পড়বে না।কারন তিনি তার বান্দার আমলনামা সম্পর্কে ভালভাবেই অবহিত আছেন। এছাড়া দুনিয়াতে প্রতিটি মুহুর্ত্বে তার কাজের হিসাব রাখার জন্য ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন । কাজেই মিথ্যা বলে পার পাবার সুযোগ কারোর থাকবেনা। আসুন, দুদিনের মুসাফিরের এই দুনিয়ায় আকঁড়ে থাকার বৃথা চেষ্টা না করে প্রস্তুতি নিই আখেরাতের জন্য। যে বাজার করার জন্য আল্লাহ রব্বুল আলামীন দুনিয়ায় পাঠিয়েছেন , সেই বাজার করে আপনার ইচ্ছামত বাজার নিলে তিনি তা গ্রহন করবেন না বরং তিনি রেগে যাবেন।আর আল্লাহর রাগের ফল কী হতে পারে আসুন তা উপলব্ধি করি।

বিষয়: রাজনীতি

১৩৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File