ডোরেমন নাই । সব চ্যানেলে পুলিশ শুধু পিটাই। ওরা পঁচা।
লিখেছেন লিখেছেন tritiomot ২২ এপ্রিল, ২০১৩, ০৪:৫৬:৫০ বিকাল
ছোট বাচ্চা রাজনীতি, দমননীতি, চৌর্যনীতি বোঝেনা । সে পড়ালেখার ফাঁকে ফাঁকে ডোরেমন দেখতো। বেশ কিছুদিন হলো ডোরেমন বন্ধ রয়েছে। মুখে বললেও তার কৌতুহল থামেনা। টিভির রিমোট নিয়ে চ্যানেল ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে কোথাও ডোরেমন আছে কিনা । ডোরেমন না পেয়ে অনিচ্ছাসত্বেও মাঝে মাঝে নাটক সিনেমা দেখে । নাটক সিনেমার গভীরতা না বুঝলেও নায়ক-ভিলেনের মারামারি দেখে মজা পায় । বাচ্চা হলেও ন্যায়-অন্যায়ের বোধশক্তি আছে বিধায় নায়কের পক্ষে অবস্থান নেয়। সেদিন টিভির চ্যানেল ঘুরাতে ঘুরাতে দেখে একই রংয়ের পোশাক পরিহিত কিছু মানুষ অন্য মানুষকে অনবরত পিটাচ্ছে। কিন্তু যাদেরকে পিটাচ্ছে , তারা কিছু বলছে না। এ অবস্থা দেখে মাকে জিজ্ঞাসা করছে , আম্মা দেখো, মানুষগুলোকে পিটাচ্ছে অথচ ওরা কিছু বলছে না । ওরা করা ?
আম্মা বললেন, ওরা পুলিশ ।
বাচ্চাটি বলল, ও তাই । পুলিশ শুধু মানুষ মারে ! ওরা পঁচা ।
তারপর থেকে টি ভি খুললেই দেখে পুলিশ পিটাচ্ছে । তখনই চিৎকার করে বলে, আম্মা দেখ , পচাঁ পুলিশ মানুষ পিটাচ্ছে। আম্মা তাকে বুঝিয়ে বলল, এগুলো তোমার দেখার দরকার নেই। বাচ্চাটি বলল, ডোরেমন নেই তো দেখবো কী ? তাই বলে রাগ করে টি ভির সুইচ অফ করে দেয়। বাচ্চাটির মনে পুলিশ সম্পর্কে একটি ধারণা বদ্ধমুল হয়ে গেল।
বাংলাদেশের রাজনৈতিক দেওলিপনায় পুলিশকে আজ বিতর্কিত করে তোলা হয়েছে। মূল্যবোধ, নীতি আদর্শকে জলাঞ্জলী দিয়ে পুলিশ এমন এক জায়গায় এসে দাড়িয়েছে, তাতে অধিকাংশ মানুষের আস্থা নষ্ট করে ফেলেছে। গত দুই মাসে সাধারন মানুষসহ বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে পুলিশ আটক করে যে নির্যাতণ চালিয়েছে, তাতে পুলিশের প্রতি সর্বস্তরে একটি ঘৃনাভাব সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী মানুষগুলো তাদের, আচরণ, নির্যাতণ ও ঘুষ বানিজ্য দেখে তাদের প্রতি অভিসম্পাত দিচ্ছে । পুলিশের এই পোশাক দেখলেই মনের মধ্যে একটা দ্রোহ কাজ করছে। যার কারনে কিছু জায়গায় পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনাও আমরা দেখেছি।
এটা কারো কাম্য হতে পারেনা। সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে তারা যে পথ অবলম্বন করেছেন, তাতে পুলিশ নামক প্রতিষ্ঠানেরই ক্ষতি হলো।
বিষয়: বিবিধ
১৯৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন