বিডি টুডের নীতিমালা এখনোও বুঝলাম না । এ ব্যর্থতা নিতান্তই আমার ।

লিখেছেন লিখেছেন tritiomot ১৭ এপ্রিল, ২০১৩, ০৬:১৫:৪৫ সন্ধ্যা



বিডি টুডের নীতিমালায় ১-১৭ টি অনুচ্ছেদ রয়েছে, যা বিডি টুডে কর্তৃপক্ষ অনুসরণপুর্বক লেখকদের লেখা ব্লগে পোষ্ট দেয়ার অনুমোদন দিয়ে থাকেন।

এর মধ্যে পোষ্ট সরিয়ে নেওয়ার নোটিশ দেয়া হয় সাধারনতঃ ৪, ৫, ৬, ১১ ও ১৩ অনুচ্ছেদ লংঘণের জন্য।

“ সেনাবাহিনীকে নজর রাখার অনুরোধ করছি ” মর্মে আমার প্রথম দিকের একটি পোষ্ট কর্তৃপক্ষ সরিয়ে ফেলেছিল কোন কারন উল্লেখ না করেই। ভেবেছিলাম , সম্ভবত শিরোনামটি দেখে তা সরিয়ে ফেলেছে। কিন্তু শিরোনাম যাইহোক , ভিতরের লেখাটিতে নীতিমালা পরিপন্থী কোন কিছু ছিলনা বলেই আমি জানি।

যাইহোক, এরপর থেকে সবসময় এ বিষয়টি আমি মনে রেখেই শিরোনাম এবং লেখার ভাষা তৈরি করি।

আজকে “ অনেকে সত্য বলে রিমান্ডে যায়, আবার অনেকে অজান্তে ভুলে সত্য বলে মিথ্যা পুজারিদের কাছে ক্ষমা চায় ”

প্রসঙ্গে যে লেখাটি পোষ্ট করেছি তাতে নীতিমালা পরিপন্থী কী হয়েছে তা আমার বোধগম্য নয়। লেখাটি সরিয়ে নেওয়ার আগে যেসব পাঠক এটা পড়েছেন তারা হয়ত জানতে পারবেন আমার লেখায় কি ছিল ।

আমার শালীন, সহজ ও যুক্তিপুর্ণ লেখা সরিয়ে নেওয়ায় আমি কনফিউজড হয়ে যায় । এতে আমি মর্মাহত হয়ে আর লিখতে ইচ্ছা করেনা। যাইহোক, কর্তৃপক্ষের নিকট অনুরোধ থাকবে, লেখা সরিয়ে নেওয়ার আগে যদি নোটিশ পাওয়া যায়, তাহলে ভাল হয় । এক্ষেত্রে ভুল কিংবা অনিয়ম এডিটের মাধ্যমে সংশোধন করে পুনরায় পোষ্ট দেওয়া যায়।

বিষয়: বিবিধ

১৫৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File