লাশের মিছিল নয় শাহাদতের মিছিল
লিখেছেন লিখেছেন প্রজাপতি ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৫৫:৫৪ রাত
আজ মনে হয় জীবনে অনেক কিছু হারিয়েছি । এক সাইদির বিরুদ্ধে যে অন্যায় ফাঁসির রায় হয়েছে সেটাই তার বড় প্রমাণ ।
মানুষের সাথে কথা বলে একই হতাশার কথা শুনতে ফেলাম। আর অন লাইন এ বসে মানুষের ক্ষোবের বিষয়টা আর নিশ্চিত হলাম ।যার কারণে একে একে ৭০ জন শাহাদাত বরণ করেছে। আহ কোন যুদ্ধে আসলাম ! এটাকে বলে বাংলাদেশ!!! মানুষ ঘর থেকে বের হলেই আওমি হায়েনারা জাপিয়ে পড়ে শকুনের মতো। বাংলাদেশ কি এখন সিকিমের রাজ্য হয়ে গেল? আরা কতকাল চলবে !!! না আর চলতে পারে না। দেয়ালে পিঠ ঠেকে গেছে। প্রতিরোধ শুরু হয়েছে । চলতে থাকবে আমৃত্যু । সেটাকে কখনো লাশের মিছিল বলব না। মাত্র ৮ ঘন্টায় ৭০ জনের মৃত্যু। একি গণহত্যা নয়?? এর দায় হাসিনাকেই নিতে হবে। ইনশা আল্লাহ একদিন বাংলার জমিনে এর বিচার হবেই হবে । এই রক্ত নিয়ে হোলি খেলা সরকারের মরণঘণ্টা বাজবে। জনতার বিজয় হবেই হবে। নাস্তিকরা নিপাত যাক তাওহীদি জনতা মুক্তি পাক।
বিষয়: বিবিধ
১০৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন