লাগলে বারি বাউন্ডারি
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৯ মার্চ, ২০১৬, ০৯:২০:৩৬ রাত
'লাগলে বারি বাউন্ডারি' এই নীতি অবলম্বন করার লোকের অভাব নেই পৃথিবীতে। বরং এমনও আছে বাউন্ডারি মারতে গিয়ে আউট হতে হয়। শুধু আউট হলে কথা ছিলনা সাথে মাঠকেও কলঙ্কিত করে। আবার কখনো কখনো বাউন্ডারি হাকিয়ে বাহবা নিয়ে নেয়।
মানুষের বিরুদ্ধে অপপ্রচার করা যেন তাদের শখে পরিণত হয়েছে। সত্য মিথ্যের যাচাই -বাছাই করার প্রয়োজন মনে করেনা। সত্য মিথ্যের যাছাই না করলেও 'লাগলে বারি বাউন্ডারি 'নীতিতে ধুমধাড়াক্কা সর্ট মেরে মানুষের মানসম্মান নষ্ট করার জন্য এক্সপার্ট। নিজেকে বড় করে তুলে ধরার জন্য বা নিজের মাথা মোটা প্রমাণের জন্য এক গাল ফালতু কথা বলা তাদের অভ্যাস। এই অভ্যাস কি পরিমাণ ক্ষতি করছে নিজের এবং সমাজের সেটা বুঝার সময় নেই। এমন ভাবে কথা বলবে যেন মনে হবে ১০০% সত্য কথা বলছে। শুধু কথা নয় মাথা, চোখ দিয়ে ইশারার মাধ্যমে বাউন্ডারি মারার মত কাজ করে।
অবাক করা বিষয় হচ্ছে অনেকের সম্পর্কে না জেনে প্রশংসা করতে গিয়েও একই নীতি অবলম্বন করা হয়। নিজেকে নিউজ ভান্ডার প্রমাণ করাতে গিয়ে অন্যের মিছে প্রশংসা করে সমাজের ক্ষতি করা হচ্ছে। একজন সম্পর্কে ভালো বলতে গিয়ে আরো দশ জনের খারাপ করা হয় সেদিকে খেয়াল থাকেনা। খানিক সময়ের জন্য একজনের কাছে মথা উঁচু করতে গিয়ে আগামীদিনের জন্য সমাজে মাথা নিচু করার কাজ সম্পন্ন করে রাখা হয় ফাউল নীতিতে।
'লাগলে বারি বাউন্ডারি ' নীতি অবশ্যই পরিহার করা প্রয়োজন। সমাজের জন্য, মানবতার জন্য, বিবেকের বিজয়ের জন্য এই ফালতু নীতি আমাদের সবাইকে পরিহার করতেই হবে। সিলেটের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে "আন্দু মাতিওনা"। আমাদেরকে আন্দু মাতা থেকে দূরে আসতে হবে। যে কোন বিষয়ে যাচাই -বাছাই করে কথা বলে সত্যের পক্ষে অবস্থান নিতে হবে। খানিক সময়ের জন্য নয় বরং সারাজীবনের জন্য মাথা উঁচু করে দাঁড়ানোর সত্যের মাধ্যমে মাল মসল্লা প্রস্তুত করে রাখতে হবে।
বিষয়: বিবিধ
১২৪৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন