লাল সবুজের নিশানা
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৩ অক্টোবর, ২০১৫, ১১:৩৪:৫৬ রাত
প্রবাসে থেকেও দেশ ও দেশের সংস্কৃতি আগলে রেখেছেন আমিরতের প্রবাসীরা। সংস্কৃতির ক্ষেত্রে দেশীয় সংস্কৃতিকে প্রাধান্য দিয়েছেন বেশি। বিনোদনের জন্য নিজের মাতৃভূমির প্রিয় খেলা ক্রিকেট খেলাকে অগ্রাধিকার দিয়েছেন। শুক্রবারে কাজের সাপ্তাহিক ছুটিতে মাশরাফি বাহিনীর জার্সি গায়ে দিয়ে ছায়া মাশরাফি হতে একটুও কার্পন্য করেনা প্রবাসীরা। বাংলাদেশী প্রবাসীরা শীতকালীন সময় নিজেদের মধ্যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। এছাড়া ভারত ও পাকিস্তানি প্রবাসীদের সাথে ম্যাচ আছেই।
দেশের পত্র পত্রিকা কিংবা টেলিভিশনের পর্দার সামনে গেলেই খুন ,গুম ,নির্যাতনের খবর দেখতে দেখতে একরকম আতঙ্কে দিন পার করেন প্রবাসীরা। দেশে থাকা পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকতে হয় সবসময়। চুরি ডাকাতি থেকে শুরু করে নারী নির্যাতন পর্যন্ত প্রিয় মাতৃভূমি প্রভাব বিস্তার করে বসেছে যা একটি স্বাধীন রাষ্টের জন্য কলঙ্কের। এছাড়া রাজনৈতিক হানাহানি হিংসাত্মক মনোভাব আরো ভাবিয়ে তুলেছে প্রবাসীদের। দেশের মাটি ও মানুষের এমন করুন পরিবেশ নিজ দেশে ঠিক তখন প্রবাসীরা নিজেদের সামাল দিতে অনেক সময় কষ্ট হয়। তবুও প্রবাসে থাকতে হবে নিজে এবং পরিবারকে সামাজিক ভাবে সচ্ছল করার জন্য। সচ্ছল হওয়ারযে প্রয়াস প্রবাসীদের মনে তার জন্য প্রয়োজন একটু বিনোদন। কাজের পর কাজ মূল পরিশ্রমের সীমানা পার হয়ে অতিরিক্ত সীমানায় গিয়েই ও শ্রম দেন প্রবাসীরা।যার ফলে ক্লান্ত হয়ে যান দেশপ্রেমিক দেশের অংশ দূর প্রবাসীরা।
আমিরতের রাজধানী আবুধাবি ,দুবাই শারজাহ সহ প্রতিটি স্টেটে বাংলাদেশী প্রবাসীরা বাংলাদেশের ক্রিকেট টিমের জার্সি গায়ে দিয়ে লাল সবুজের নিশানা লাগিয়ে দেন মরুর দেশে। লাল সবুজের ছায়া বাংলাদেশ ক্রিকেট টিম হয়ে নিজেদের পরিচয় তুলে ধরেন সবসময়।বালুময় মাঠে বালুর সাথে কিছুক্ষণ মিশে গিয়ে গায়ে বালু লাগিয়ে আমিরাতের মাটির সাথে পরিচয় করিয়ে দেন বাংলাদেশের ক্রিকেট টিমকে। ক্রিকেট খেলার নিয়মতান্ত্রিক চিত্কারে চিত্কারে মরুর হাওয়ার সাথে মিশে যায় বাংলাদেশের বাংলা শব্দ। প্রবাসীদের ক্রিকেট খেলা শুধু ক্রিকেটেই আটকা থাকে সেটা নয় বরং যায় ভাতৃত্বের বন্ধন। আর এই বন্ধন থেকে সৃষ্টি হয় দেশ প্রেমের স্পৃহা। হাতে হাত রেখে রাজনৈতিক ও সামাজিক মত পার্থক্য দুরে রেখে প্রবাসীরা দেশের জন্য কিছু করতে শিখে। দেশের মাটিকে নিয়ে ভাবতে শিখে।
এই ক্রিকেট খেলার মাধ্যমে প্রবাসীদের দুটি লাভ হয়। প্রবাসীদের মনে অল্প হলে কষ্ট থাকে সেটা কিছু সময়ের জন্য ভুলে থাকা যায় এবং ক্রিকেট মাঠে থাকার ফলে মিছে আড্ডায় জড়ানো থেকে দুরে থাকেন। দলাদলি ,ফিসফিসানি মারাত্মক ব্যাধি যা মানব প্রেমের জন্য একটা হুমকি। মানব প্রেম না থাকলে সমাজে হানাহানি লেগেই থাকবে হরহামেশা। মানব প্রেমের হুমকি থেকে বাচা যায় যদি নিজেকে বিনোদনের সাথে সম্পৃক্ত রাখা যায়। সেই বিনোদন ক্রিকেট খেলার মধ্যে থাকুক কিংবা অন্য কোনো শালীন বিনোদনে । বাংলাদেশ ক্রিকেটের জয় হোক। প্রবাসীদের মধ্যে ক্রিকেট প্রেম সৃষ্টি আর তার একটাই লক্ষ্য থাকুক দেশের মাটি ও মানুষের জন্য ভালবাসা।
বিষয়: বিবিধ
১১৪৪ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন